ডলার বিনিময় এবং আন্তঃব্যাংক হারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে
০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩০ পিএম
যে বক্তব্য দেয়ার কথা তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রীর, সেই বক্তব্য দিলেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনির। রোববার লাহোরে কোর কমান্ডারদের সদর দফতরে ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে এক মিটিংয়ে তিনি বলেছেন, ট্যাক্সের আওতায় আনা হবে মানি এক্সচেঞ্জগুলোকে। উল্লেখ্য, দেশটিতে ডলারের বিপরীতে রুপির মান মারাত্মকভাবে পতন হয়েছে। এর প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেন। তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন যে, ডলার বিনিময় এবং আন্তঃব্যাংক হারে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। দেশের অর্থনীতি কিভাবে চলবে, বাজার ব্যবস্থাপনা কী হবে- এসব বিষয় বর্তায় অর্থ মন্ত্রণালয়ের ওপর। সেনাবাহিনীর দায়িত্ব দেশকে প্রতিরক্ষা দেয়া। কিন্তু সেনাপ্রধান বক্তব্য রাখলেন রাজনীতিবিদের মতো। লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, এই সংগঠনের প্রেসিডেন্ট কাশিফ আনোয়ার ও অন্য প্রথম সারির ব্যবসায়িক নেতারা সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা নিয়ে তারা আলোচনা করেছেন। ওই আলোচনায় উপস্থিত ছিলেন পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মোহসিন নাকভি। এ সময় স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিলের (এসআইএফসি) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জোর দিয়ে তুলে ধরেন জেনারেল অসিম। তিনি সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যদের কাছ থেকে উল্লেখ্যযোগ্য ১০,০০০ কোটি ডলার বিনিয়োগ আকর্ষণের বিষয়টি জোর দিয়ে ফুটিয়ে তোলেন। অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে জোরালো করতে তিনি অর্থনৈতিক বিষয় এবং বিভিন্ন সেক্টরের ওপর দৃষ্টি নিবদ্ধ করে টাস্ক ফোর্স গঠনের কথা বলেন। এ সময় বক্তব্যকালে এলসিসিআিই প্রধান বিদ্যুৎ বিলের ওপর আয় এবং বিক্রয় কর হ্রাস করার প্রস্তাব করেন। তিনি বলেন, উচ্চ বিদ্যুৎ বিল চাপিয়ে দেয়া হয়েছে জনগণের কাঁধে। এতে নিত্যদিন জীবনযাপন, ব্যবসা এবং সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হচ্ছে। তিনি জ্বালানি চার্জকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য একটি বাস্তবসম্মত পদ্ধতি সুপারিশ করেন। শীতে যখন বিদ্যুতের চাহিদা কম থাকে তাই এ সময়টাকে বিল সংগ্রহের পরামর্শ দেন, যাতে গ্রাহকের ওপর আর্থিক চাপ না পড়ে। এক পর্যায়ে আনোয়ার ব্যবসায়ী সম্প্রদায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি স্থিতিশীল সংলাপের ওপর গুরুত্ব দেন। অনলাইন জিও নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত