ভারতের বাণিজ্য ঘাটতি ১০ মাসে সর্বোচ্চে
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
আগস্টে ভারতের বৈদেশিক বাণিজ্য ঘাটতি বেড়ে ১০ মাসের সর্বোচ্চে দাঁড়িয়েছে। পণ্য রফতানি ধারাবাহিকভাবে নবম মাসের মতো নিম্নমুখী। গত এক বছরে প্রথমবারের মতো পতন ঘটেছে পরিষেবা রফতানিতে। কারণ হিসেবে রফতানি কমে যাওয়া ও আমদানি পণ্যের মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন বিশ্লেষকরা। আগস্টে ভারতের রফতানি ৬ দশমিক ৮৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৫০ কোটি ডলারে। পরিষেবা রফতানি ২০২২-২৩ অর্থবছরে ২৬ দশমিক ৭ শতাংশ বেড়েছিল। বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার সময়ও ভালো চলছিল দেশটির পরিষেবা রফতানি। তবে আগস্টে এসে তা দশমিক ৪ শতাংশ কমে ২ হাজার ৬৩৯ কোটি ডলারে ঠেকেছে। এর মধ্যে শঙ্কা দেখা দিয়েছে, চলতি প্রান্তিকে ঘাটতি আরো বাড়তে পারে। পণ্য আমদানি আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ২৩ শতাংশ কমে ঠেকেছে ৫ হাজার ৮৬৪ কোটি ডলারে। যদিও আমদানি জুলাইয়ের তুলনায় ১০ দশমিক ৮৫ শতাংশ বেশিই ছিল। পণ্য খাতে বাণিজ্য ঘাটতি আগস্টে ২ হাজার ৪১৬ কোটিতে দাঁড়িয়েছে। ২০২২ সালের আগস্টের তুলনায় মাত্র ২ দশমিক ৮ শতাংশ কম। তবে জুলাইয়ের তুলনায় ঘাটতি ১৭ শতাংশ বেশি। ইনভেস্টিং ইনফরমেশন অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সির (আইসিআরএ) প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার জানিয়েছেন, আগস্টের আমদানি বৃদ্ধি বাণিজ্য ঘাটতিকে আরো বাড়িয়ে দিয়েছে। বর্তমান ঘাটতি ১০ মাসের সর্বোচ্চ। তার ভাষায়, ‘চলতি বছরের এপ্রিল-জুন সময়ের তুলনায় জুলাই-আগস্টে গড়ে বাণিজ্য ঘাটতির পরিমাণ বেশি। ভারতের বাণিজ্য ঘাটতি চলতি বছরে আরো সম্প্রসারিত হবে। রফতানি পতনের বড় একটা অংশের পেছনে প্রধান ভূমিকা রেখেছে পেট্রলের মূল্য। পেট্রোলিয়ামের রফতানি এপ্রিল-জুলাইয়ে ৬ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় দাম ছিল ২৭ শতাংশ কম। বিবৃতিতে বলা হয়েছে, অন্তত ১৩টি পণ্যই চলতি বছরে ২৩ শতাংশ রফতানিতে ভূমিকা রেখেছে। বাজার দৃষ্টে মনে হচ্ছে, এখনো ভারতীয় পণ্যের চাহিদা যথেষ্ট শক্তিশালী অবস্থায় রয়েছে। বাণিজ্যমন্ত্রী সুনীল রার্থওয়াল জানান, রফতানি খাত নিয়ে তিনি এখন গত মাসের তুলনায় আরো বেশি আশাবাদী। পেট্রোলিয়ামের মতো পণ্যের দাম বাড়ছে। দৃশ্যমান হচ্ছে উৎপাদন তৎপরতা। অর্থনৈতিক মন্থরতা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি আরো এক দফা সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। ফলে ইউরোপীয় ইউনিয়নের চাহিদা কিছুটা ভঙ্গুর অবস্থায় থাকতে পারে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) পূর্বাভাস দিয়েছে, ২০২৪ সালে বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৪ শতাংশ। এর আগে পূর্বাভাস দেয়া হয়েছিল ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির। দ্য হিন্দু।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক