বৈশ্বিক সংঘাতে জমজমাট অস্ত্র ব্যবসা
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৩ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
যুদ্ধ ও সামরিক উত্তেজনার জেরে জমজমাট রূপ নিয়েছে বৈশ্বিক অস্ত্রের ব্যবসা। ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, তাইওয়ান নিয়ে চীন-মার্কিন টানাপড়েন ও উত্তর কোরিয়ার মধ্যে বিদ্যমান উত্তেজনা বিশ্বব্যাপী অস্ত্র নির্মাতাদের জন্য সাফল্য নিয়ে এসেছে। প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে বিভিন্ন দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে, ইউরোপীয় প্রতিরক্ষা ব্যয় শুধু ২০২২ সালে ১৩ শতাংশ বেড়েছে। ফলে বিশ্বব্যাপী মোট প্রতিরক্ষা ব্যয় সর্বোচ্চ ২ লাখ ২৪ হাজার ডলারে পৌঁছেছে। সম্প্রতি লন্ডনে ইউরোপের বৃহত্তম অস্ত্র প্রদর্শনী হয়ে গেল পশ্চিমা শীর্ষস্থানীয় সংস্থাগুলোর। সেখানে উপস্থিত ছিল অস্ত্রনির্মাতা প্রতিষ্ঠানগুলো। এর আগে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দ্বিবার্ষিক ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইকুইপমেন্ট ইন্টারন্যাশনাল (ডিএসইআই) এ প্রদর্শনীর আয়োজন করেছিল। সেখানে উঠে এসেছে সাম্প্রতিক দিনগুলোয় অস্ত্র ব্যবসার প্রসার ও সফলতা প্রসঙ্গ। কনসালট্যান্সি ম্যাককিনসের প্রতিবেদন অনুসারে, রাশিয়া ইউক্রেন আক্রমণের পর প্রথম বছরে রাশিয়ার প্রতিরক্ষা রফতানি ২১ শতাংশ কমেছে। ফলে উন্নয়নশীল বিশ্বে রাশিয়ার জায়গা দখলের সুযোগ পেয়েছে পশ্চিমারা। সম্প্রসারণ হয়েছে পশ্চিমা দেশগুলোর অস্ত্র প্রসারের চিন্তা। সামগ্রিকভাবে ধারণা করা হচ্ছে ২০২৮ সাল পর্যন্ত বিশ্বব্যাপী সামরিক ব্যয় গড়ে ৪ শতাংশ বাড়বে, যার নেতৃত্বে থাকবে জাপান। জাপান সম্প্রতি তার সামরিক বাজেট বছরে ১৪ শতাংশ বাড়িয়েছে। ইংল্যান্ডের শেফিল্ডের সাঁজোয়া ইস্পাত প্রক্রিয়াকরণ ও তৈরির কারখানা এমটিলেন প্রধান মাইকেল এলমোর বলেন, ‘আমরা এখন অত্যন্ত ব্যস্ত।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কয়েকদিনের মধ্যে প্রতিষ্ঠানটি ইউক্রেনীয় সেনাদের জন্য বডি আর্মার প্লেটিং সরবরাহ করছিল। তারপর থেকে এর চাহিদা বেড়েছে। বিশেষ করে ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রে ব্যবহৃত সাঁজোয়া যানের উপাদানগুলোর জন্যও বিশেষ চাহিদা রয়েছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, উপযুক্ত দক্ষ শ্রম খুঁজে পাওয়াটাই এখন বড় সমস্যা। এস্তোনিয়ান অস্ত্রনির্মাণ ফার্ম মিলরেম জানায়, প্রতিষ্ঠানটির কিছু সরঞ্জাম এরই মধ্যে ইউক্রেনে রুট ক্লিয়ারেন্স, নজরদারি ও হতাহতদের সরিয়ে নেয়ার মতো কাজের জন্য পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কুলদার ভার্সি বলেন, ‘যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা রাতের অপারেশনের গুরুত্ব ও ইলেকট্রনিক জ্যামিংয়ের প্রতিরোধকে তুলে ধরেছে।’ মিলরেম জানায়, তারা ইউরোপে পর্যাপ্ত অর্থায়ন সুরক্ষিত করার চেষ্টা করছে। এছাড়া তারা সংযুক্ত আরব আমিরাতে মধ্যপ্রাচ্যের বিনিয়োগকারীদের পরবর্তী সময়ে উন্নয়ন ও সম্প্রসারণে অর্থায়ন করার জন্য প্ররোচিত করেছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এখন মস্কো এবং বেইজিংয়ের সমালোচনামূলক প্রযুক্তির ক্ষতি কমানোর জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া অন্যান্য উদ্বেগের মধ্যে রয়েছে মৌলিক অস্ত্র যেমন আর্টিলারি শেল, ড্রোন ও রকেটের মতো আরো ব্যয়বহুল সরঞ্জাম তৈরির জন্য পর্যাপ্ত শিল্প সক্ষমতার অভাব। ইউক্রেনের লড়াইয়ে পশ্চিমা স্টকের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কমিয়ে আনছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক