নিরাপত্তা পরিষদ সংস্কার আহ্বান গুতেরেসের
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:০১ এএম
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। নিউ ইয়র্ক সিটিতে ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে বিশ্বনেতাদের সমালোচনা করে গুতেরেস বলেছেন, বৈশ্বিক সমস্যা সমাধানে তারা ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হয়েছেন। ক্লাইমেট পরিবর্তন, মরক্কোর সাম্প্রতিক ভূমিকম্প, লিবিয়ায় বন্যা ও আফ্রিকায় অভ্যুত্থানসহ অসংখ্য সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেছেন, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ বাড়ছে। সেই অনুযায়ী বিশ্ব নেতারা প্রতিক্রিয়া জানাতে পারছেন না। এই সমস্যাগুলো সমাধানের জন্য বহুপাক্ষিক সংস্থার আধুনিকীকরণ করতে হবে। নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ প্রধান। তিনি বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও বৈশ্বিক সংস্থাগুলো সংস্কার করতে হবে। তাছাড়া সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। পৃথিবী বদলে গেছে। আমাদের সংস্থার গঠন ও ভাবধারা কেন বদলাবে না। ‘বৈশ্বিক সমঝোতার’ আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি দেশ যদি জাতিসংঘের সনদ অনুযায়ী কাজ করে তবে শান্তি নিশ্চিত হবে। গুতেরেস বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন জাতিসংঘের শক্তিশালী সদস্যদের মধ্যে বিভাজন তৈরি করেছে। দিনদিন সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে। বহু মানুষ জীবন হারিয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, পরিবারগুলো ছিন্নভিন্ন হয়েছে, শিশুদের আঘাত করা হয়েছে, অনেক আশা ও স্বপ্ন ভেঙে দেওয়া হয়েছে। ক্লাইমেট সংকট, লিঙ্গ বৈষম্য ও চরম দারিদ্র্য মোকাবিলায় বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। ভাষণে জি-২০ দেশগুলোর সমালোচনা করেন তিনি। বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য এই দেশগুলো দায়ী। এই দেশগুলো ৮০ শতাংশ গ্রিনহাউস গ্যাস নির্গমন করে থাকে। অর্থনৈতিক উন্নয়ন, ক্লাইমেট পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা জোরদার করতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ মানবসৃষ্ট দুর্যোগকে আরও খারাপ করে তুলছে উল্লেখ করে সব দেশকে বৈশ্বিক মানবিক সহযোগিতায় অর্থায়নের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। অস্থিতিশীল বৈষম্য, ক্লাইমেট সংকট ও অকার্যকর নেতৃত্বের একটি ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বলেন, দেশগুলোর মধ্যে বিভাজন বাড়ছে। গণতন্ত্র হুমকির মুখে পড়ছে। কর্তৃত্ববাদ অগ্রসর হচ্ছে। বৈষম্য বাড়ছে। গুতেরেস বলেন, আমাদের বৈশ্বিক চ্যালেঞ্জের তালিকা দীর্ঘ হলেও দৃঢ় সংকল্প আমাদের এগিয়ে নিয়ে যেতে পারে। আসুন আমরা বিভেদ ভুলে শান্তি প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হই। দ্য ন্যাশনাল নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড