ভারতের জড়িত থাকার প্রমাণ পেয়েছে কানাডা
২২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
কানাডায় খলিস্তানের স্বাধীনতাকামী শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় মাসব্যাপী তদন্তের পর ব্যাপক প্রমাণ সংগ্রহ করেছে কানাডিয়ান সরকার। আর এই প্রমাণের জেরেই দিল্লির সঙ্গে অটোয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। সংশ্লিষ্ট কিছু সূত্রের বরাতে এ খবর ছেপেছে কানাডার শীর্ষ সংবাদমাধ্যম সিবিসি নিউজ।
কানাডার সরকারি সূত্র বলছে, কানাডায় উপস্থিত ভারতীয় কূটনীতিকসহ দেশটির আরও কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা এই হত্যাকা-ের সঙ্গে জড়িত। এ গোয়েন্দা তথ্য কেবল কানাডা থেকে আসেনি। কিছু এসেছে ফাইভ আইজ গোয়েন্দা জোটের কাছ থেকেও। ফাইভ আইজ হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি গোয়েন্দা জোট। শিখ নেতা নিজ্জারকে ১৮ জুন একটি শিখ মন্দিরের বাইরে গুলি করে হত্যা করা হয়। তিনি যে জীবনের ঝুঁকিতে ছিলেন কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস সে বিষয়ে তাকে আগেই সতর্ক করেছিল। জানা গিয়েছে, গোপন বৈঠকে খলিস্তানের স্বাধীনতাকামী নেতা হরদীপ সিং নিজ্জারকে খুনের কথা স্বীকার করেন ভারতীয় কর্মকর্তারা। আরও জানা গিয়েছে, ভারতীয় গোয়েন্দাদের কথোপকথনে আড়ি পেতেই নিজ্জার খুনে ভারতের যোগ সম্পর্কে নিশ্চিত হয়েছে কানাডার গোয়েন্দা বিভাগ। শুধুমাত্র এ খুনের তদন্ত করতেই পরপর দুবার ভারতে এসেছিলেন কানাডার নিরাপত্তা উপদেষ্টাও। অন্যদিকে, সোমবারের পর বৃহস্পতিবারও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাফ দাবি করেছেন, নিজ্জার খুনে ভারতের ভূমিকা নিয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। গোয়েন্দা বিভাগের বরাত দিয়ে সিবিসি জানিয়েছে, একটি পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের কথোপকথনের উপর আড়ি পেতেছিল কানাডা। দুই দেশের মধ্যে পাঠানো সংকেতের উপরেও নজরদারি করা হয়। এমনকি কানাডায় নিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে ভারতে থাকা কূটনীতিকদের আলোচনার দিকেও নজর রেখেছিল কানাডার গোয়েন্দা বিভাগ। প্রায় একমাসেরও বেশি সময় ধরে চলছিল এই নজরদারি প্রক্রিয়া। এই কাজে কানাডাকে সাহায্য করেছিল আরও চারটি দেশ। তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, ও নিউজিল্যান্ড।
তার পরেই আগস্ট মাসে ৪ দিনের জন্য ভারতে যান কানাডার নিরাপত্তা ও গোয়েন্দা উপদেষ্টা জোডি থমাস। সেপ্টেম্বর মাসে জি-২০ সম্মেলন চলাকালীনও তিনি ভারতে ছিলেন। কানাডার ওই সংবাদপত্রের দাবি, এই সফরগুলোতে বেশ কয়েকজন ভারতীয় কর্মকর্তার সঙ্গে ব্যক্তিগতভাবে বৈঠক করেন জোডি। সেই সময় হরদীপের খুনের নেপথ্যে ভারতের ভূমিকা অস্বীকার করেননি ভারতের কর্মকর্তারা, এমনটাই জানিয়েছে ওই সংবাদপত্র। অন্যদিকে, ভারতকে তোপ দেগে নিজের অবস্থানে অনড় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানেই বলেন, ভারতের বিরুদ্ধে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে বলেই প্রকাশ্যে আনা হয়েছে এই অভিযোগ। হালকাভাবে কিছুই করা হয়নি। যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় বলেই পার্লামেন্টে দাঁড়িয়ে এই অভিযোগ এনেছেন বলেই ট্রুডোর মত। সেই সঙ্গে জানিয়েছেন, এই খুনের তদন্ত করতে ভারত সরকারের সহযোগিতা চায় কানাডা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট