২ ফিলিস্তিনি হত্যা, গাজায় অস্থিরতা বৃদ্ধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৫ এএম
সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি অস্থিরতা বেড়েছে ইসরাইল-অবরুদ্ধ গাজা উপত্যকায়ও। স্থানীয় সময় রবিবার মাঝরাতে ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে অভিযান চালায়। এ সময় তারা দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। অন্যদিকে সেনাবাহিনী জানিয়েছে, তারা দখলকৃত অঞ্চলে বিদ্রোহীদের একটি ‘অপারেশনাল কমান্ড সেন্টার’ ভেঙে দিয়েছে। গত বছরের শুরু থেকে ইসরাইলি-ফিলিস্তিনি সংঘাতে সহিংসতা বেড়েছে, বিশেষ করে পশ্চিম তীরে, যেখানে মঙ্গলবার থেকে ইসরাইলি আক্রমণে এখন পর্যন্ত আট ফিলিস্তিনি নিহত হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারেম শহরে দুই ফিলিস্তিনি ইসরাইলি গুলির আঘাতে মারা গেছেন। তাদের মাথায় গুলি লেগেছিল। তাদেরকে ওসাইদ আবু আলি (২১) ও আবদ আল-রহমান আবু দাগাশ (৩২) হিসেবে শনাক্ত করা হয়েছে। ফিলিস্তিনি বিদ্রোহী সংগঠন হামাস এক বিবৃতিতে বলেছে, ওসাইদ আবু আলি তাদের একজন যোদ্ধা ছিলেন। অন্যদিকে সেনাবাহিনী বলেছে, শহরের কাছে নুর শামস শরণার্থীশিবিরে সংঘর্ষের সময় তাদের একজন সেনা বন্দুকের গুলির টুকরায় আহত হয়েছেন। ক্যাম্পের প্যালেস্টাইনি প্রিজনারস ক্লাবের প্রতিনিধি ইব্রাহিম আল-নিমার বলেছেন, ‘সেনাবাহিনী রাত ২টার পর ক্যাম্পে প্রবেশ করে...এবং রাস্তা ও কিছু বাড়ি ভেঙে দেয়। এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, তারা একটি ভবনের ভেতরে একটি অপারেশনাল কমান্ড সেন্টার ভেঙে দিয়েছে, যাতে পর্যবেক্ষণ যন্ত্র, কম্পিউটার ও প্রযুক্তিগত যন্ত্র ছিল। অভিযানের সময় তারা প্রচুর পরিমাণে বিস্ফোরক যন্ত্রও উদ্ধার করেছে। অভিযান চলাকালীন সন্দেহভাজনরা গুলি চালায় এবং তাদের সেনাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে সেনারা সরাসরি গুলি চালিয়ে জবাব দেন। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের সামরিক অভিযান বৃদ্ধি ও ইসরাইলিদের ওপর ফিলিস্তিনি হামলার বৃদ্ধি, সেই সঙ্গে ফিলিস্তিনিদের বিরুদ্ধে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের আক্রমণ বৃদ্ধি পেয়েছে। জুলাইয়ের প্রথম দিকে ইসরাইলি সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালায়, যেখানে যোদ্ধা ও শিশুসহ অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়। সেই অভিযানে একজন ইসরাইলি সেনাও নিহত হয়েছিলেন। তবে ‘ভুল শনাক্তকরণের’ কারণে ইসরাইলি গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনী কয়েক দিন পর জানায়। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে ইসরাইল পশ্চিম তীর দখল করে আছে। সংযুক্ত পূর্ব জেরুজালেম বাদে এই অঞ্চলটি এখন প্রায় চার লাখ ৯০ হাজার ইসরাইলির আবাসস্থল, যারা আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে বিবেচিত বসতিগুলোতে বাস করে। এএফপি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে
পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার
বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী
সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা
মোক্ষম চাল রাশিয়ার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন
`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'
মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে
সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে
এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা
হতাহত ৩০
৩শ’ সৈন্য নিহত
৫ মাওবাদী হত্যা
দাবানলে চুরি
চেক প্রজাতন্ত্রে নিহত ৬