মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৯
০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় গির্জার ছাদ ধসের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৩০ জন ওই উপাসনালয়ে আটকা পড়েছেন। উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ঘটনার সময় অন্তত ১০০ জন ওই গির্জায় অবস্থান করছিলেন। স্থানীয় সময় রোববার সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জায় এমন ঘটনার পর অন্তত ১০ জনকে আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলে খবর দিয়েছে বিদেশি গণমাধ্যমগুলো। ঘটনার পরপর আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে বেলচা ও পিক্যাক্স (খোদাই করার জন্য ব্যবহৃত হাতলযুক্ত লৌহবস্তু) নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে পড়েন। ধারণা করা হচ্ছে আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন। সবমিলিয়ে রোববার বিকেলের ওই ঘটনার পর জরুরি পরিষেবাগুলোও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে। এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে জড়ো হওয়া উৎসুক জনতাদের নীরব থাকার অনুরোধ জানাচ্ছেন, যাতে কেউ ভেতরে আটকা থাকলে তার সাহায্যের আকুতি শোনা যায়। অন্যদিকে, গির্জার আরমান্দো আলভারেজ ক্যানো সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি বার্তায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করার কাজ চলছে জানিয়ে তিনি বলেছেন, এটি একটি কঠিন সময়। অপর এক খবরে বলা হয়, উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই অভিবাসী। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। হতাহতরা সবাই কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণ করছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে গাড়ি উল্টে কার্গো ট্রাকে লুকিয়ে থাকা অন্তত ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গুয়াতেমালা সীমান্তের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি বলছে, দুর্ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। অবশ্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের সবাই নারী। ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল এবং দুর্ঘটনার পর ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। সংবাদমাধ্যম বলছে, রোববারের এই দুর্ঘটনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মোটরওয়ের একটি অংশে হয়েছে। এই রাস্তাটি মূলত অভিবাসীরা প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রচেষ্টায় ব্যবহার করে থাকে। বিবিসি, সিনহুয়া, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুমিল্লায় ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
বন্ধুদের মিলনমেলায় আনন্দ উচ্ছ্বাসে মেতেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
কালীগঞ্জে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে কোন সংস্কার কাজে আসবে না : বাম গণতান্ত্রিক জোট
সিংগাইরে "তারুণ্যের ভাবনা,আগামীর বাংলাদেশ"শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, ৯ লাখ টাকা জরিমানা
লস অ্যাঞ্জেলেসের মতো ‘পাপের নগরী’ ধ্বংসে যে সতর্কবার্তা রয়েছে ইসলামে
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
বাংলাদেশের সঙ্গে শক্তিশালী প্রতিরক্ষা জোট গড়তে চায় পাকিস্তান
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
সংস্কার কমিশনগুলোর প্রতিবেদনের ভিত্তিতে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে: আসিফ মাহমুদ
জাকারবার্গের ‘অনিচ্ছাকৃত’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলো মেটা ইন্ডিয়া
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত