ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
গাজায় হাসপাতালে হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের দাবি আয়ারল্যান্ডের নিহতদের সম্মানে তুরস্কে তিন দিনের জাতীয় শোক

জাতিসংঘ আবারো দায়িত্ব পালনে ব্যর্থ : এরদোগান

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২০ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন যে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, যেটি এর আগে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত থামাতে রাশিয়ার দেয়া খসড়া প্রস্তাব গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল, তারা আবারও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, যেটি তার সমস্ত উপযোগিতা হারিয়েছে, আবারও তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। শান্তি নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টা এ অঞ্চলে বিমানবাহী জাহাজ পাঠানো, ফিলিস্তিনি জনগণের জন্য সাহায্য বন্ধ করা এবং গাজার জনগণকে ব্যাপকভাবে শাস্তি প্রদানের মতো পদক্ষেপের দ্বারা ব্যর্থ হয়েছে,’ তিনি তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন। এরদোগান আরও উল্লেখ করেছেন যে, ‘মিসরীয় কর্তৃপক্ষের সহযোগিতায় তুরস্ক এই অঞ্চলে মানবিক সহায়তা সহ তিনটি বিমান সরবরাহ করেছে।’ তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, জেদ্দায় একটি বিশেষ বৈঠক করার জন্য তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-এর কাছে কৃতজ্ঞ। ‘ওআইসি ইসরাইলের ক্রমবর্ধমান নিপীড়নের মুখে ইসলামিক বিশ্বের দৃঢ় সংকল্প, ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি এবং ফিলিস্তিনিদের দাবির প্রতি সমর্থন সরাসরি প্রদর্শন করে,’ তুর্কি নেতা উল্লেখ করেছিলেন। এরদোগান গাজা শহরের আল-আহলি হাসপাতালে ইসরাইলের হামলাকে একটি ‘ঘৃণ্য হামলা’, ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’ এবং ‘গাজার বাসিন্দাদের বিরুদ্ধে গণহত্যার সমতুল্য’ বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলায় নিহত ফিলিস্তিনিদের সম্মানে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। বুধবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান এই ঘোষণা দিয়েছেন। এর আগে গাজায় গণহত্যার ঘটনায় মিশর ও ইরানও রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট এরদোগান বলেন, “হাজার হাজার ফিলিস্তিনির প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর প্রয়োজনের কথা চিন্তা করে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। এসব নিহতের বেশিরভাগই শিশু এবং নিরীহ বেসামরিক নাগরিক।” এরদোগান আরো বলেন, “তুরস্কের নাগরিক হিসেবে আমরা আমাদের হৃদয়ে আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য বড় কষ্ট অনুভব করি।” এর আগে গাজার একটি হাসপাতালে ইসরাইলি বিমান হামলায় নিহতদের জন্য তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে মিশর। এছাড়া গাজায় গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করেছে ইরানও। বুধবার হাসপাতালে বিমান হামলায় পাঁচ শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তিন দিনের শোক পালনের ঘোষণা দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এর আগে মঙ্গলবার গাজার আল আহলি ভয়াবহ হামলা চালায় ইসরাইল। ওই এক হামলায় একসঙ্গে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে অবশ্য মৃতের সংখ্যা ৪৭১ জানানো হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে আছে বলা গণমাধ্যমের খবরে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো বহু সংখ্যক মানুষ। আনাদোলু এজেন্সির অপর এক খবরে বলা হয়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনায়কে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার দাবি জানিয়েছে ইউরোপের দেশ আয়ারল্যান্ড। বুধবার কড়া প্রতিক্রিয়া জানিয়ে দেশটির প্রেসিডেন্ট মাইকেল ডি হিগিন্স এ দাবি জানান। মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ বোমা চালায় ইসরাইল। তাতে প্রায় ৫০০ মানুষ নিহত হয়। আহত হয় আরও বহু মানুষ। এছাড়া আরও অনেক মানুষ হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিতে বক্তৃতাকালে প্রেসিডেন্ট হিগিন্স বলেন, দক্ষিণ গাজার ফিলিস্তিনিরা খাবার-পানির অভাবে ভুগছে। এর মধ্যেই গাজার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলাকে অবশ্যই যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে। হামলাটি কীভাবে ঘটেছে, কারা দায়ী ও এর পরিণতি কী, তা সম্পর্কে একটি নির্ভরযোগ্য তদন্ত হওয়া জরুরি। তবে ইসরাইলে হামাসের হামলার কথা উল্লেখ করে হিগিন্স বলেন, আমি এখনো সঙ্গীতানুষ্ঠানে অংশ নেওয়া লোকদের ওপর আক্রমণের বিষয়ে বিদ্বেষ প্রকাশ করছি। তবে ইসরাইল-ফিলিস্তিনি অঞ্চলে চলমান সংঘাত সমাধানের জন্য আমাদের আগ্রহ রয়েছে। আমরা সবাই জানি, ফিলিস্তিনি জনগণের সবাই হামাস নয়। তাস, আনাদোলু এজেন্সি, আল-জাজিরা।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা