শ্রমিকদের এই উচ্ছৃঙ্খলা কাম্য নয়
২৭ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৭ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম
দেশের অর্থনীতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভে বড় ধরণের টানপোড়েন চলছে। সেই সাথে প্রবাসী আয়ের প্রবাহে চরম মন্দা বিরাজ করছে। নানাবিধ কারণে তৈরী পোশাক রফতানি খাতেও এক ধরনের অস্থিরতা-অনিশ্চয়তা দেখা দিয়েছে। ডলার সংকটের কারণে এলসি খুলতে ব্যাংকগুলোর সীমাবদ্ধতা এবং মার্কিন নিষেধাজ্ঞাসহ নানাবিধ কারণে ক্রয়াদেশ কমে যাওয়ায় গার্মেন্ট খাতের বিনিয়োগকারীরা ঝুঁকির মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে শিল্পের বৃহত্তর স্বার্থ রক্ষায় দেশের রফতানিমুখী শিল্প কারখানার মালিক-শ্রমিকদের দায়িত্বশীল আচরণ ও নিয়মানুবর্তিতা বজায় রাখার কোনো বিকল্প নেই। অর্থনৈতিক সংকটের সাথে সাথে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে একটি রাজনৈতিক অস্থিরতা ও অনিশ্চয়তার সমূহ আশঙ্কা দেখা দিয়েছে। এ ধরণের ত্রিমুখী সংকটের আশঙ্কাকে সামনে রেখে দেশের তৈরি পোশাক শিল্পখাতের শ্রমিকদের একটি অংশ ন্যূনতম মজুরির দাবিতে মাঠে নেমেছে। ঢাকার অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরের আশুলিয়া-কালিয়াকৈরের কয়েকটি গার্মেন্ট, জুতা, ওষুধ শিল্প কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরির দাবিতে বুধবার তৃতীয় দিনের মত সড়কে অবরোধ-বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করেছে। পত্রিকায় প্রকাশিত খবরে জানা যায়,প্রথমে একটি গার্মেন্ট কারখানার শ্রমিকরা ন্যূনতম ১৫ হাজার টাকা মুজরির দাবিতে রাস্তায় নেমে আসার পর ওই এলাকার অন্যান্য শিল্পকারখানার শ্রমিকরা সে আন্দোলনে একাত্ম হয়ে বৃহত্তর ও বিক্ষুব্ধ আন্দোলনের সূচনা করে। অতীতেও বিভিন্ন সময়ে এ ধরনের অবস্থা দেখা গেছে। শ্রমিকরা দাবি আদায়ের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করতেই পারে। কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক-মহাসড়ক বন্ধ করে, অবরোধ ও ভাঙ্গচুর করে দাবি আদায়ের ফর্মুলা কখনো ফলপ্রসু হতে দেখা যায়নি।
গাজীপুর-কালিয়াকৈরের শ্রমিকরা রাস্তা বন্ধ করে দেয়ার কারনে রাস্তার দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ সময়ে গণপরিবহন ও প্রাইভেটকারের যাত্রীদের ঘন্টার পর ঘন্টা ধরে রাস্তায় আটকে থেকে অশেষ দুর্ভোগ পোহাতে হয়। শ্রমিকরা রাস্তায় গাড়ি ভাঙচুর করে ত্রাসের রাজত্ব কায়েম করে। শ্রমিকদের এমন উচ্ছৃঙ্খলও ধ্বংসাত্মক আচরণ দুর্ভাগ্যজনক ও প্রত্যাশিত। পুলিশ শক্তি প্রয়োগ ও টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করতে গেলে উভয় পক্ষে সংর্ঘষ বেঁধে যায়। প্রথমে একটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলেও শুরুতেই তাদেরকে নিরস্ত ও আশ্বস্ত করে বিক্ষোভ প্রশমনের উদ্যোগ না নিয়ে পুলিশ দিয়ে আন্দোলন দমনের চেষ্টা থেকে শ্রমিক অসন্তোষ বেড়ে যাওয়ার আলামত স্পষ্ট। একটি গার্মেন্ট কারখানার শ্রমিকদের সাথে সংহতি জানিয়ে আশপাশের অন্যান্ন বেশ কয়েকটি গার্মেন্ট কারখানা, জুতা, ওষুধ কারখানাসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে হাজার হাজার শ্রমিকের বিক্ষুব্ধ আন্দোলনে পরিনত হওয়ার পুরনো অভিজ্ঞতার আলোকে পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মালিক পক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা শান্তিপূর্ণ উপায়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছেন।
ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে দীর্ঘদিন ধরে গার্মেন্ট শ্রমিকরা আন্দোলন করলেও তা সমাধানে তেমন কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। বিগত একাদশ জাতীয় নির্বাচনের আগেও শ্রমিকরা ন্যূনতম বেতন ১৮হাজার টাকা করার দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। মালিকদের পক্ষ থেকে ন্যূনতম মজুরি ৮হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হলেও শ্রমিক প্রতিনিধিরা তা প্রত্যাখ্যান করলেও সে মজুরি কাঠামোতেই চলছে গার্মেন্ট কারখানাগুলো। ইতিমধ্যে দেশের মানুষ অস্বাভাবিক মূল্যস্ফীতির যাঁতাকলে পড়েছে। একজন শ্রমিকের জীবন ধারণের ন্যুনতম মান বজায় রাখার উপযোগী মজুরি কাঠামো বাস্তবায়নের কোনো বিকল্প নেই। এ নিয়ে শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের মধ্যে চলমান আলোচনা ও দরকষাকষি কোনো সিদ্ধান্ত বা সমঝোতায় পৌঁছতে পারছে না। সাম্প্রতিক সময়ে গার্মেন্ট শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে ন্যুনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি তোলা হলেও মধ্যস্থতাকারীদের কেউ কেউ ২০ হাজার টাকা নির্ধারণের কথা বলেছেন। তবে সামগ্রিক দিক বিবেচনায় রেখে অতি সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি গার্মেন্ট শ্রমিকদের ন্যুনতম মজুরি ১৭ হাজার ৫৬৮টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। তবে গাজিপুর-কালিয়াকৈরে রাস্তায় নৈরাজ্য সৃষ্টি করে আন্দোলনরত শ্রমিকরা তাদের ন্যুনতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণের দাবি করেছে বলে প্রকাশিত খবরে জানা যায়। এটি একটি স্থানীয় ও খন্ডিত চিত্র। গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। তবে এ খাতের বিনিয়োগকারিদের সুবিধা-অসুবিধাসহ সামগ্রিক শিল্পখাত ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে যে ধরনের সিদ্ধান্ত নেয়া প্রয়োজন, তা নিতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় রেখে রফতানিমুখী শিল্পকারখানা টিকিয়ে রাখার ক্ষেত্রে শ্রমিকদেরও দায় রয়েছে। বিনিয়োগ এবং মালিক বাঁচলে কর্মসংস্থান ও শ্রমিক বাঁচবে। বিদ্যমান চ্যালেঞ্জ ও ক্রমবর্ধমান মূল্যস্ফীতির নিরিখে শ্রমিকের ন্যূনতম চাহিদার সাথে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি নির্ধারণে সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতা প্রয়োজন। পাশাপাশি শ্রমিকদের অবশ্যই রাস্তায় নৈরাজ্য ও বিশৃঙ্খলা পরিহার করতে হবে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাইকোর্টে চিন্ময়ের জামিন আবেদন, শুনানি সোমবার
পুলিশ লাইন্সে ফ্যানের সঙ্গে নারী কনস্টেবলের লাশ ঝুলছিল
দাউদকান্দির গৌরীপুর চররায়পুর আসমানিয়া সড়কে বড় বড় গর্ত, জনদুর্ভোগ চরমে
লৌহজংয়ে যানবাহন চলাচলে জন্য বালিগাঁও সেতু উন্মুক্ত করা হয়েছে
নারায়ণগঞ্জে পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি, ৮ ডাকাত গ্রেপ্তার
ভারতের প্রথম মহিলা নৃবিজ্ঞানী ইরাবতী কারভে, সাহসী গবেষক ও সংস্কারক
মুজিবনগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন
ভয়ঙ্কর প্রেমের ফাঁদ!
মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? সারজিস আলম
যুদ্ধবিরতি স্থগিত করে গাজায় হামলা অব্যাহত রাখল ইসরাইল
দাউদকান্দিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত
টেকনাফমুখী ৪টি পণ্যবাহী জাহাজ এখনো ছাড়েনি আরাকান আর্মি
বাঁওড়ের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
মার্কিন মুলুকে নিষিদ্ধ টিকটক, আমেরিকা প্লাটফর্মটি প্রত্যাশা করেঃ মি.বিষ্ট
আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষিত থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ইনকিলাবে রিপোর্টের পর সরিয়ে দেয়া হলো তিন কর্মকর্তাকে
জনগণের ভোটে যারা নির্বাচিত হবে তারা সংস্কার শেষ করবে : মির্জা ফখরুল
ঘাটতি পূরণে আখ চাষের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করতে হবে: কবির উদ্দিন
সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডিবিসিসিআই’র নতুন সভাপতি মামুন, সেক্রেটারি রিসালাত