সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম | আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ১২:২০ এএম
ইউএসএআইডি
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর এক হাজারেরও বেশি কর্মকর্তা ইসরাইল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কাছে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, উন্নয়ন, জনস্বাস্থ্য এবং মানবিক সহায়তা খাতের পেশাদার হিসেবে আমরা আন্তর্জাতিক আইনের অসংখ্য লঙ্ঘনের জন্য শঙ্কিত এবং হতাশ। যে আইন বেসামরিক নাগরিক, চিকিৎসা এবং মিডিয়া কর্মীদের পাশাপাশি স্কুল, হাসপাতাল এবং উপাসনালয়গুলোকে রক্ষার জন্য প্রণয়ন করা হয়েছে। রয়টার্স।
মহাকাশচারীর মৃত্যু
ইনকিলাব ডেস্ক : চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশচারী ফ্র্যাঙ্ক বোরম্যান আর নেই। ৯৫ বছর বয়সে পরলোক গমন করলেন সাবেক এই মার্কিন মহাকাশচারী। নাসা এক বিবৃতিতে জানিয়েছে, সাবেক মার্কিন মহাকাশচারী ফ্রাঙ্ক বোরম্যান মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মন্টানায় মৃত্যবরণ করেন। প্রতিবেদন থেকে জানা গেছে, ১৯৬০ এর দশকে তিনি দুইবার মহাকাশ ভ্রমণ করেন। সেই ভ্রমণে প্রায় ২০ দিন মহাকাশে কাটিয়েছেন বোরম্যান। ফ্র্যাঙ্কের আত্মজীবনী থেকে জানা গেছে, ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের মিলিটারি অ্যাকাডেমি থেকে স্নাতক পাস করে এয়ার ফোর্স ফাইটার পাইলট হয়েছেন। পাইলট হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করার পর ১৯৬২ সালে নাসার দ্বিতীয় মহাকাশচারী প্রোগ্রামের জন্য নির্বাচিত হন। নাসা।
উষ্ণতার আশঙ্কা
ইনকিলাব ডেস্ক : সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (থ্রিসিএস) জানিয়েছে, এক লাখ ২৫ হাজার বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতম মাসটি পার করে ফেলেছে পৃথিবীবাসী। এটি ছিল ২০২৩ সালের অক্টোবর মাস। এর মধ্যদিয়ে উষ্ণতার রেকর্ড গড়েছে ২০২৩ সাল। তবে এখানেই শেষ হয়, নতুন আরো আশঙ্কার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। ২১০০ সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির চরম আশঙ্কা করছেন তারা। দুঃসময় আসছে। এবার একপ্রকার গরমে ফুটবে গোটা বিশ্ব। বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। গ্রিনহাউস গ্যাসগুলোর (কার্বন ডাই-অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, ওজোন, ক্লোরো-ফ্লুরো কার্বন) অতিরিক্ত প্রভাবে ভয়ঙ্কর হচ্ছে পরিস্থিতি। ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিপাকে বুশরা
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এবার বিপদে পড়তে যাচ্ছেন। দ্য নিউজের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই বলা হয়েছে। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) বুশরা বিবির বিরুদ্ধে নির্দিষ্ট কিছু প্রমাণ যাচাই করছে। যদি তারা নিশ্চিত হয় তাহলে বুশরা বিবি সাক্ষীর তালিকা থেকে অভিযুক্তর তালিকায় আসবেন। সূত্র জানিয়েছে, এনএবি বেশকিছু নতুন প্রমাণ পেয়েছে, তারা এসব ক্রসচেক করছে। এ থেকে তারা নিশ্চিত হলে বুশরা বিবিকে গ্রেফতারর করা হতে পারে। দ্য নিউজ বলছে, বুশরা বিবির বিরুদ্ধে কিছু আর্থিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। দ্য নিউজ।
মুখ্যমন্ত্রী আর নেই
ইনকিলাব ডেস্ক : হাসপাতালে ভর্তির একদিন পরেই শনিবার মৃত্যুবরণ করেছেন খাইবার পখতুনখাওয়ায় তত্ত্বাবধায়ক সরকারের মুখ্যমন্ত্রী মোহাম্মদ আজম খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুস্থ বোধ করায় শুক্রবার তাকে পেশোয়ারে হায়াতাবাদ মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয় তাকে। চিকিৎসকরা বলেছেন, তিনি হার্টএটাকে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় চরসাদ্দার প্রাং এলাকায় তার নামাজে জানাজা। এরপর নিজের শহরে দাফন করা হবে। এ বছর ২১শে জানুয়ারি অন্তর্র্বতী সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন সাবেক এই সরকারি কর্মকর্তা। ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসিকে নিয়ে বড় পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ বিএনপির সঙ্গে কাজ করতে তৈরি আছি: হাছান মাহমুদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গে দলের কোনো নেতা-কর্মীকে ছাড় দেওয়া হবে না : যুবদল সভাপতি
ঢাকা মেডিকেলের সিসিইউতে ভর্তি শাজাহান খান
আলোকচিত্রশিল্পী ড. শহিদুল আলমের বিরুদ্ধে তদন্ত স্থগিত
সোহরাওয়ার্দী উদ্যানে ওলামা মাশায়েখ মহাসম্মেলন কাল
ব্র্যাক ব্যাংকের ৩০,০০০ কোটি টাকার রিটেইল ডিপোজিট মাইলফলক
ডেঙ্গু নিয়ন্ত্রণে গবেষণায় জোর দিতে স্থানীয় সরকার উপদেষ্টার পরামর্শ
ব্রাহ্মণপাড়ায় জেলেকে পিটিয়ে হত্যা
কুয়াকাটায় দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু
কলারোয়ায় হাজার হাজার ছাগলের মৃত্যু
হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের ফাঁসানোর প্রতিবাদ
শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯
লোহাগাড়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
বন্দরগুলোর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : নৌপরিবহন উপদেষ্টা
পঞ্চগড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ধামরাইয়ে পুলিশ ক্যাম্পে ঝুলছে তালা
ভোগান্তির আরেক নাম আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স
যশোরে বিএনপি নেতার আদালতে আত্মসমর্পণ
যশোর শহরজুড়ে রাস্তার পাশে ময়লার ভাগাড়