ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
বিদ্রোহীদের হামলায় মিয়ানমারের ১৫১ সেনা ভারতে পালিয়েছে

জান্তা এবং বিদ্রোহীদের তীব্র লড়াই

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০১ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

 চীনের সীমান্তবর্তী লাউক্কাই শহরে মিয়ানমারের সামরিক জান্তা ও বিরোধী বিদ্রোহীদের মধ্যে লড়াই আরো তীব্র হচ্ছে। নাগরিকদের শহর ছেড়ে যেতে বেইজিংয়ের আহ্বান জানানোর পর থেকেই যুদ্ধ আরো বাড়ছে। খবর ইএফই। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান পরিচালনার পর থেকে মিয়ানমার সেনাবাহিনী ভূরাজনৈতিকভাবে দেশটিকে আরো সংকটজনক অবস্থায় নিয়ে যাচ্ছে। বিরোধীদের বক্তব্য, শহরজুড়ে বিমান হামলা বাড়িয়েছে সামরিক জান্তা। লাউক্কাইয়ের এক বাসিন্দা মিজিমা নিউজ সাইটকে জানান, মিয়ানমারের সেনাবাহিনী সেখানকার অধিবাসীদের পালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেয়। এরপর গত বৃহস্পতিবার রাত থেকে বোমা হামলা চালাচ্ছে। নভেম্বরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ বাসিন্দা ঘরছাড়া হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বোমা হামলার ছবি ও ভিডিও প্রকাশ হয়েছে। শহরের বেশির ভাগ অংশ মিয়ানমারের ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। যে তিনটি গেরিলা বাহিনী ২৭ অক্টোবর থেকে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ শুরু করেছে তাদের একটি হলো ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি। বিদ্রোহীদের এ বাহিনী সামরিক জান্তার জন্য প্রধান প্রতিবন্ধকতা। ক্যাসিনোর পাশাপাশি মানব পাচারের শিকার ব্যক্তিদের সাইবার স্ক্যাম চালাতে বাধ্য করার অন্যতম স্থান হচ্ছে লাউক্কাই। এই একটি কারণে আরাকান আর্মি ও তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি দেশটির সামরিক জান্তার সঙ্গে লড়াইয়ের পাশাপাশি অপারেশন ১০২৭ পরিচালনা করছে। বৃহস্পতিবার রাতে বিমান হামলা শুরুর আগে মিয়ানমারের চীনা দূতাবাস তার নাগরিকদের যত দ্রুত সম্ভব শহর ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। দূতাবাসের ফেসবুক ও উইচ্যাট অ্যাকাউন্টে অঞ্চলটির নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার কথা জানিয়ে শহর ছাড়ার আহ্বান জানানো হয়। অপর এক খবরে বলা হয়, মিয়ানমারের ভারত ও চীন সীমান্ত এলাকায় জান্তা বাহিনীর ওপর হামলা জোরদার করেছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। তীব্র হামলার মুখে প্রাণ বাঁচাতে ভারতে পালাচ্ছে জান্তা সেনারা। খবরে বলা হয়েছে, শুক্রবার ১৫১ জন জান্তা সেনা পালিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছেন বলে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন আসাম রাইফেলসের এক কর্মকর্তা। তিনি জানান, ভারত-মিয়ানমার আন্তর্জাতিক সীমান্তের কাছে মিয়ানমার সেনাবাহিনীর একটি ক্যাম্প বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি যোদ্ধারা দখল করে নিলে ওই সেনা সদস্যরা অস্ত্রশস্ত্র নিয়েই মিজোরামে চলে আসেন এবং আসাম রাইফেলসের কাছে আশ্রয় নেন। আসাম রাইফেলসের ওই কর্মকর্তা আরও বলেন, শুক্রবার মিজোরামে প্রবেশকারী মিয়ানমার সেনা সদস্যদের মধ্যে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত অবস্থায় ছিলেন এবং আসাম রাইফেলস তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছে। তিনি বলেন, পালিয়ে যাওয়া সেনা সদস্যরা বর্তমানে লংটলাই জেলার পারভা এলাকায় আসাম রাইফেলসের হেফাজতে রয়েছেন। কয়েকদিনের মধ্যেই তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিয়ানমারের সামরিক সরকারের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এর আগে, গত নভেম্বরে ভারত সীমান্তে মিয়ানমারের বেশ কয়েকটি সামরিক ক্যাম্প দখল করে নেয় গণতন্ত্রপন্থি পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ)। সেসময় তাদের আক্রমণের মুখে ভারতে পালিয়ে গিয়েছিল অন্তত ১০৪ জন সেনা সদস্য। পরে ভারতীয় বিমানবাহিনী তাদের বিমানে করে মণিপুরের মোরেতে নিয়ে যায়। পরে সেখান থেকে তারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিয়ানমারের নিকটতম সীমান্ত শহর তামুতে প্রবেশ করে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এর কয়েক মাসের মধ্যে জান্তাবিরোধী সামরিক জোট পিডিএফ গঠিত হয়। তারা দেশটির পুরোনো বিদ্রোহীদের সঙ্গে মিলে জান্তার বিরুদ্ধে বড় ধরনের সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে। গত ছয় মাসে সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘাত বেড়েছে। ইতোমধ্যে তারা নিরাপত্তা বাহিনীকে হটিয়ে কিছু শহর ও সামরিক চৌকির দখল নিয়েছে। ইএফই, পিটিআই।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

পুলিশের সামনে হামলা বিএনপি ও যুবদল নেতা আহত

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

গাজীপুরে ছুটির দিনেও ২৫ শতাংশ কারখানা খোলা ছিল

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

ছাত্র-জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন জেলাসহ সাত বিভাগের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

তিন পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ে আইএসপিআর এর বিবৃতি

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

দুই দিনেই পরাজয়ের ধ্বনি শুনছে বাংলাদেশ

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

ছাত্রআন্দোলনে শহীদ ছাত্রদলনেতা ওয়াসিমের কবর জিয়ারতে কেন্দ্রীয় নেতারা

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

অনেক সচিবসহ কর্মকর্তারা নাশকতা করার চেষ্টা করছে:রিজভী

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে ফিরে আসছে: উপদেষ্টা নাহিদ

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

কমলা হ্যারিস জিতলে বিনিয়োগ তুলে নেয়ার হুমকি প্রস্তুতি নিচ্ছেন ওয়ারেন বাফেটও: ইলন মাস্ক

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

বান্দরবানের রুমায় অস্ত্র গোলাবারুদ জ্যামার উদ্ধার

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

প্রথমবারের মতো ছুটির দিনেও চলছে মেট্রো

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও বিচারের দাবীতে খুলনায় মানববন্ধন

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন: সেলিমা রহমান

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

অনতিবিলম্বে ভিসি নিয়োগ না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী ইবি শিক্ষার্থীদের

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

৩শ' আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত: অধ্যাপক মুজিবুর রহমান

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত

বরিশালে রাইজিং স্কলার অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত