ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
পাল্টে যাবে এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য

চীনা যুদ্ধবিমান কিনছে পাকিস্তান সামরিক বাহিনীতে পরিবর্তন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৯ এএম | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ১২:২৯ এএম

পাকিস্তান তার বিমানবাহিনীকে শক্তিশালী করতে চীনের দ্বারস্থ হচ্ছে। খুব শিগগিরই চীনের কাছ থেকে জে-৩১ যুদ্ধবিমান কিনতে চলেছে তারা। চীনে তৈরি জে-৩১ ‘স্টিলথ’ যুদ্ধবিমান আমেরিকার যুদ্ধবিমান এফ-৩৫ এবং এফ-২২ বিমানের অনুলিপি। আর সেই যুদ্ধবিমান পাকিস্তানের হাতে এলে তা এশিয়ার আকাশে ক্ষমতার ভারসাম্য পাল্টে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। বর্তমানে প্রধান যুদ্ধবিমান হিসেবে পাকিস্তানের হাতে রয়েছে এফ-১৬। তবে চীনের জে-৩১ হাতে আসার পর সেই যুদ্ধবিমান এফ-১৬কে প্রতিস্থাপন করতে পারে। সংবাদমাধ্যম ‘দ্য প্রিন্ট’কে তেমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র। এই সপ্তাহের শুরুতে, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমদ বাবরকে উদ্ধৃত করে জানিয়েছিল যে, জে-৩১ কেনার বিষয়ে চীনের সাথে আলোচনা চালাচ্ছে পাকিস্তান। বাবর বলেছিলেন, ‘জে-৩১ কেনা নিয়ে চীনের সাথে কথাবার্তা চলছে। এই যুদ্ধবিমান অদূর ভবিষ্যতে পাকিস্তান বিমানবাহিনীর অংশ হতে প্রস্তুত।’ পাকিস্তান বিমানবাহিনীর হাতে ইতিমধ্যেই চীনের দু’টি যুদ্ধবিমান রয়েছে। যার মধ্যে একটি জেএফ-১৭ যুদ্ধবিমান। যা সামরিক মহলে ‘থান্ডার’ নামেও পরিচিত। তবে এই বিমান তৈরিতে চীনের সঙ্গে হাত মিলিয়েছিল পাকিস্তানও। ২০২১ সালে নাইজেরিয়াও চীনের কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছিল। তবে চীনের কাছ থেকে নতুন করে জে-৩১ কেনাকে তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন সামরিক বিশেষজ্ঞেরা। ভারতের হাতে এখনো কোনো ‘স্টিলথ’ যুদ্ধবিমান নেই। তবে বর্তমানে দেশীয় পদ্ধতিতে একটি স্টিলথ যুদ্ধবিমান তৈরি করছে ভারত। সেই ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ)’ ২০৩০ সালের মধ্যেই ভারতীয় বিমানবাহিনীর হাতে চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় বিমানবাহিনীর থিঙ্কট্যাঙ্ক শিবিরের উচ্চপদস্থ কর্তা তথা সাবেক এয়ার মার্শাল অনিল চোপড়া ‘দ্য প্রিন্ট’কে জানিয়েছেন, জে-৩১ নিয়ে এখনই এত হইচই করার মতো কিছু হয়নি। এখনো বিমানের নতুন সংস্করণ পুরোপুরি তৈরিই হয়নি। অনিল আরো জানিয়েছেন, জে-৩১ একটি ছোট বিমান এবং প্রধানত নৌবাহিনীর অংশ হিসেবেই সেই যুদ্ধবিমান তৈরি করছে চীন। তিনি বলেন, জে-৩১ এখনো চীনের বিমানবাহিনীতেই যোগ দেয়নি। বিমানটি এখনো সম্পূর্ণভাবে তৈরিও নয়। অন্য দিকে, ভারতের এয়ার মার্শাল দীপ্তেন্দু চৌধুরীর কথায়, অতীতে চীনে তৈরি যুদ্ধবিমানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে। তবুও সেগুলো বাজারে ছেড়েছে বেইজিং। জে-৩১ পাকিস্তানের হাতে এলে তা কি ভারত ও পাকিস্তানের মধ্যে বিমানবাহিনীর ক্ষমতার ভারসাম্যকে বদলে দিতে পারে? উত্তরে দীপ্তেন্দু বলেন, ‘পাকিস্তান দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছে।’ অপর এক খবরে বলা হয়, চীনের সামরিক বাহিনীতে এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে। দেশটির পরমাণু অস্ত্রভা-ার তদারকির দায়িত্বে নিয়োজিত শীর্ষ দুই জেনারেল দৃশ্যপট থেকে আড়াল হওয়া এবং এরপর তেমন কোনো ব্যাখ্যা ছাড়াই তাদেরকে সরিয়ে দেয়ার প্রেক্ষাপটে এসব পরিবর্তন হয়। চীনা রাজনীতির ওপর নজর রাখা কানাডাভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান সারসিয়াস গত মাসে জানায় যে পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স (পিএলএআরএফ)-এর সাবেক কমান্ডার লি ইউচাও এবং তার ডেপুটি লিউ গুইঙবিনসহ বাহিনীটির প্রায় ১০ বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তার অবস্থান এখনো অস্পষ্ট। হংকংভিত্তিক ইংরেজিভাষী পত্রিকা সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, লি এবং তার বর্তমান ও সাবেক সহকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চলছে। আর তা করছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন সেন্ট্রাল মিলিটারি কমিশন (সিএমসি)। গত জুলাই মাসে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে অন্য একটি উচ্চপর্যায়ের সামরিক সম্মেলনে শি ‹কঠোর শৃঙ্খলার› ওপর জোর দিয়েছিলেন। তিনি সামিরক বাহিনীর ওপর চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) ‹নিরঙ্কুশ কর্তৃত্বের› কথাও বলেছিলেন। এদিকে সিএমসি যে নিদের্শনা জারি করেছে তাতে সেনাবাহিনীকে বৃহত্তর যুদ্ধপ্রস্তুতির কথা বলা হয়েছে। এ ধরনের বক্তব্যের ব্যাপক তাৎপর্য রয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। চীনের সরকারি সিনহুয়া বার্তা সংস্থার মতে, নৌবাহিনীল সাবেক ডেপুটি কমান্ডার ওয়াং হবিন পিএলএআরএফের নতুন প্রধান হবে। আর সাউদার্ন থিয়েটার কমান্ডের ঝু ঝিশেং হবেন নতুন রাজনৈতিক কমিসার। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের সেন্টার ফর চায়না এনালাইসিসের সিনিয়র ফেলো লাইল মরিস বলেন, বেইজিং নজিরবিহীনভাবে শীর্ষ কর্মকর্তাদের সরিয়ে দিয়ে রকেট বাহিনীতে অভিজ্ঞতা নেই, এমনদের সেখানে দায়িত্ব দিচ্ছে। তিনি বলেন, এটি অপারেশনগত পদক্ষেপ নয়, বরং রাজনৈতিক বিষয়। শির আস্থাভাজনদের সামনে আনার ব্যবস্থা। পিএলএআরএফের শীর্ষ নেতাদের সরিয়ে দেয়ার মতো একই ঘটনা ঘটেছে চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গঙের অপসারিত হওয়ার এক মাস আগে হঠাৎ করে অন্তরালে চলে যাওয়ার ঘটনায়। তার স্থলাভিষিক্ত হয়েছেন তার পূর্বসূরী ওয়াং ইয়ি। অনেকেই এখন মনে করছেন, তাইওয়ানকেন্দ্রিক অভিযানে পরিবর্তন আনার জন্যই শীর্ষ পদগুলোতে বদল করেছেন শি। ডয়চে ভেলে, এবিপি।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

ফিরেই গোলের দেখা পেলেন রোনালদো,নাসেরের সহজ জয়

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

কোহলি রিভিউ না নেওয়ার যে কারণ জানালেন সঞ্জয় মাঞ্জরেকার

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

মাঠের বাইরে নতুন পরিচয়ে মেসি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের