নির্দেশ আইসিজে’র গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল ত্রাণের লাইনে অপেক্ষমাণদের ওপর হামলায় অন্তত নিহত ২০ আলোচনা স্থগিত করল হামাস

ইসরাইলকে গণহত্যা বন্ধ করতে হবে

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

২৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৪, ১২:০৪ এএম

গাজায় সামরিক তৎপরতা বন্ধ করতে দখলদার ইসরাইলে প্রতি আহ্বান জানিয়েছে রায় দিয়েছে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)। ইসরাইলকে গণহত্যা বন্ধ করতে সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আইসিজে। পাশাপাশি ধ্বংসযজ্ঞ থামাতে ও নিজেদের পক্ষে প্রমাণ সংরক্ষণ করারও নির্দেশ দিয়েছে আদালত। এ আদেশে গাজায় ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন, আন্তর্জাতিক ম্যান্ডেট ও অন্যান্য সংস্থার মাধ্যমে সমস্ত প্রমাণের নির্ভরযোগ্যতা স্বীকৃতি দেয়ার বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

আদালতের অস্থায়ী ব্যবস্থার মধ্যে রয়েছে- ১. ইসরাইলকে অবশ্যই গণহত্যামূলক বলে বিবেচিত হতে পারে এমন যেকোন কাজ প্রতিরোধ করার জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন, একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, শারীরিক ক্ষতি ঘটানো, একটি গোষ্ঠীর ধ্বংস ঘটাতে পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা, জন্ম রোধ করা ইত্যাদি। ২. ইসরাইলকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তার সামরিক বাহিনী কোনো গণহত্যামূলক কাজ করবে না। ৩. ইসরাইলকে অবশ্যই গাজায় গণহত্যার জন্য উস্কানি হিসেবে বিবেচনা করা যেতে পারে এমন কোনো প্রকাশ্য মন্তব্য প্রতিরোধ ও শাস্তি দিতে হবে। ৪. মানবিক প্রবেশাধিকার নিশ্চিত করতে ইসরাইলকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। ৫. ইসরাইলকে অবশ্যই গণহত্যার মামলায় ব্যবহার করা যেতে পারে এমন প্রমাণ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। ৬. ইসরাইলকে এ আদেশের এক মাসের মধ্যে আদালতে একটি প্রতিবেদন জমা দিতে হবে। এছাড়া, আদালত হামাসের হাতে জিম্মিদের ভাগ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং তাদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে।

নৃশংস গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় এ রায় দিলো আইসিজে। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এই আদালতে গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এই রায় পড়া শুরু হয়। রায়ে মামলা বাতিলে ইসরাইলের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এদিকে, আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক আদালতের এই রায় প্রমাণ করেছে, কোনো রাষ্ট্রই আইনের ঊর্ধ্বে নয়।

আইসিজে’র বিচারক মণ্ডলীর সভাপতি বিচারক ডনোগু এ রায় পড়ে শোনান। তিনি বলেন, এই রায় ইসরাইলের জন্য আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা তৈরি করেছে। বিচারক ডনোগু বলেছেন, আদালত নোট করেছে যে, ইসরাইল দ্বারা পরিচালিত সামরিক অভিযানের ফলে প্রচুর সংখ্যক মৃত্যু এবং আহত হয়েছে, সেইসঙ্গে ব্যাপকভাবে বাড়িঘর ধ্বংস হয়েছে, জনসংখ্যার বিশাল সংখ্যাগরিষ্ঠকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে কিছু অভিযোগ গণহত্যা কনভেনশনের বিধানের মধ্যে পড়ে। গণহত্যা মামলায় যথেষ্ট প্রমাণও রয়েছে। ডনোগু বলেন, জেনোসাইড কনভেনশনের অধীনে ফিলিস্তিনিরা সুরক্ষিত গোষ্ঠী। আদালত ফিলিস্তিনিদের গণহত্যার হাত থেকে রক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেয়।

গাজায় নিহত ২৬ হাজার ছাড়াল : গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ছাড়িয়েছে। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ২৬ হাজার ৮৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ হাজার ৪৮৬ জন। খবর আল-জাজিরার। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ১৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

আনাদোলু বলছে, ইসরাইলি বাহিনী গত ২১ ঘণ্টায় গাজা উপত্যকায় ২৪টি গণহত্যা চালিয়েছে। এতে কমপক্ষে ২০০ জন নিহত এবং আরও ৩৭০ জন আহত হয়েছেন। গাজার এই মন্ত্রণালয় বলেছে: ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন এবং উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’ মন্ত্রণালয়টি ইসরাইলকে ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর পরিচালিত আশ্রয়কেন্দ্রে এবং আল-মাওয়াসি এলাকায় (খান ইউনিসের শহর) গণহত্যামূলক অপরাধের জন্য অভিযুক্ত করেছে। মূলত সংঘাতের মধ্যেও এসব স্থান নিরাপদ থাকার কথা।
আনাদোলু বলছে, ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

ত্রাণের লাইনে অপেক্ষমাণদের ওপর হামলায় অন্তত নিহত ২০ : গাজা সিটিতে মানবিক সহায়তা জন্য অপেক্ষমাণদের দীর্ঘ সারি লক্ষ্য করে বোমা হামলা করেছে ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার এই হামলায় ২০ জন নিহত হয়েছেন। তাছাড়া দেড় শতাধিক ত্রাণ প্রত্যাশী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল-জাজিরার সাংবাদিক জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজার কুয়েত মোড়ে হামলার ঘটনা ঘটেছে। ইসরাইলি ট্যাঙ্ক থেকে ওই এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গোলা ও গুলি ছোড়া হয়। ইউএনআরডব্লিউএ-র মুখপাত্র আদনান আবু হাসনা জানান, প্রতিদিন ৫-৭টি ত্রাণবাহী ট্রাক উত্তর গাজায় প্রবেশ করে। কিন্তু এই পরিমাণ সাহায্য উত্তর গাজার মানুষের জন্য পর্যাপ্ত নয়। হাজার হাজার মানুষ ক্ষুধার্ত থাকে।

আলোচনা স্থগিত করল হামাস : দখলদার ইসরাইলের সঙ্গে জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। আলোচনার মধ্যস্থতাকারী দেশ কাতার এ ব্যাপারে ইসরাইলকে অবহিত করেছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম কেএএন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি বলেছে, ‘হামাস কাতারের মধ্যস্থতাকারীদের জানিয়েছে, জিম্মি চুক্তির প্রথম ধাপ হিসেবে তারা গাজা থেকে ইসরাইলের সেনাদের পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধ চায়।’ তবে এ ব্যাপারে কাতারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। ধারণা করা হচ্ছে, গাজায় হামাসের কাছে এখনো ১৩৬ ইসরাইলি জিম্মি রয়ে গেছেন। গত ৭ অক্টোবর ইসরাইলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় হামাস। ওইদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি প্রায় ২৪০ জনকে ধরে গাজায় নিয়ে আসে তারা। সূত্র : বিবিসি, আল-জাজিরা, আনাদুলু, কেএএন।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কাশিমপুর কারাগার হতে জামিনে মুক্ত হলেন আল্লামা মামুনুল হক

কাশিমপুর কারাগার হতে জামিনে মুক্ত হলেন আল্লামা মামুনুল হক

খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই : চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে নেই : চিকিৎসক

উখিয়া থেকে অপহৃত ১০ জেলেকে দীর্ঘ ৩৬ ঘন্টা পর ছেড়ে দিল আরাকান আর্মি'র সদস্যরা

উখিয়া থেকে অপহৃত ১০ জেলেকে দীর্ঘ ৩৬ ঘন্টা পর ছেড়ে দিল আরাকান আর্মি'র সদস্যরা

বিশ্বের দেশে দেশে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় খাদ্যপণ্য

বিশ্বের দেশে দেশে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় খাদ্যপণ্য

নাইজারে মার্কিন ঘাঁটিতে অবস্থান নিল রুশ সেনা

নাইজারে মার্কিন ঘাঁটিতে অবস্থান নিল রুশ সেনা

মুদ্রাপাচার নিয়ে সরকার ও আইএমএফ রহস্যজনক কারণে নীরব : ড. মোহাম্মদ ফরাসউদ্দীন

মুদ্রাপাচার নিয়ে সরকার ও আইএমএফ রহস্যজনক কারণে নীরব : ড. মোহাম্মদ ফরাসউদ্দীন

বাইডেন না ট্রাম্প, কে হবেন প্রেসিডেন্ট? জানালেন বিখ্যাত ভোটকুশলী

বাইডেন না ট্রাম্প, কে হবেন প্রেসিডেন্ট? জানালেন বিখ্যাত ভোটকুশলী

তথ্য পাঠাচ্ছে চীনের বৃষ্টিপাত পরিমাপক স্যাটেলাইট

তথ্য পাঠাচ্ছে চীনের বৃষ্টিপাত পরিমাপক স্যাটেলাইট

ইইউ-তে ফ্রান্স চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার

ইইউ-তে ফ্রান্স চীনের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার

বাইডেনের জনপ্রিয়তায় ভয়াবহ ধস

বাইডেনের জনপ্রিয়তায় ভয়াবহ ধস

পুরুষদের থেকে বেশি সময় বাঁচলেও অসুস্থ থাকেন মহিলারা, গবেষণাপত্রে প্রকাশ

পুরুষদের থেকে বেশি সময় বাঁচলেও অসুস্থ থাকেন মহিলারা, গবেষণাপত্রে প্রকাশ

তাইওয়ান ইস্যুতে ডব্লিউএইচও-কে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ

তাইওয়ান ইস্যুতে ডব্লিউএইচও-কে ব্যবহার না করতে যুক্তরাষ্ট্রকে চীনের তাগিদ

বজ্রপাতে ৫ জেলায় প্রাণ গেল ১১ জনের

বজ্রপাতে ৫ জেলায় প্রাণ গেল ১১ জনের

ভারী বর্ষণে ফের ডুবল দুবাই, বন্ধ স্কুল ও অফিস

ভারী বর্ষণে ফের ডুবল দুবাই, বন্ধ স্কুল ও অফিস

ওমানে বজ্রসহ প্রবল বৃষ্টিপাতের রেকর্ড, ছুটি ঘোষণা

ওমানে বজ্রসহ প্রবল বৃষ্টিপাতের রেকর্ড, ছুটি ঘোষণা

পালক পুত্রের সঙ্গে বিছানায় থাই রাজনীতিবিদ

পালক পুত্রের সঙ্গে বিছানায় থাই রাজনীতিবিদ

ইসরাইল বিরোধী বিক্ষোভ দমাতে শিক্ষার্থীদের উপরে অকথ্য নির্যাতন মার্কিন পুলিশের

ইসরাইল বিরোধী বিক্ষোভ দমাতে শিক্ষার্থীদের উপরে অকথ্য নির্যাতন মার্কিন পুলিশের

ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ : যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাস থেকে ২০০০ গ্রেফতার

ফিলিস্তিনিপন্থী বিক্ষোভ : যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাম্পাস থেকে ২০০০ গ্রেফতার

পর্তুগালে ১৭ বছর ধরে ক্রীতদাস রাখার অভিযোগ, গ্রেপ্তার ৪

পর্তুগালে ১৭ বছর ধরে ক্রীতদাস রাখার অভিযোগ, গ্রেপ্তার ৪

এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান

এবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ইরান