ঢাল-বর্শা নিয়ে যোগ দিল কৃষক বিক্ষোভে শিখরা
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম

বিক্ষোভরত কৃষকদের সুরক্ষায় এবার এগিয়ে এসেছে পাঞ্জাবের এই যোদ্ধা শিখ সম্প্রদায়। ভারতে কৃষকদের প্রতিবাদ-বিক্ষোভে ভাটা পড়েনি। নিজেদের দাবিতে তারা এখনও অনড়। দেশজুড়ে আন্দোলনের এই উত্তাপে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতেও জড়াচ্ছে কৃষকরা। এ পরিস্থিতিতে কৃষকদের সুরক্ষায় এবার এগিয়ে এসেছে নিহাং শিখরা। শিখ ধর্মে নিহাংদের যোদ্ধা বলা হয়। নিহাং শব্দের অর্থ হচ্ছে ‘সাহসী যোদ্ধা’। এই যোদ্ধাদের উদ্ভব ১৬০০ শতকে। তাদের পরনে থাকে গাঢ় নীল রঙের পোশাক। মাথায় নকশা খচিত বড় নীল রঙের পাগড়ি। আর কোমরে থাকে ধারাল তরবারি এবং বর্শার মতো প্রাচীন অস্ত্র। এ বৈশিষ্ট্যই তাদেরকে আলাদাভাবে পরিচিত করে তুলেছে। পাঞ্জাবের একাধিক জায়গায় এই নিহাং শিখদের দেখা যায়। আর যে কৃষকরা আন্দোলনে নেমেছে তারাও মূলত বেশিরভাগই শিখ। তারা এসেছেও পাঞ্জাব থেকে। কৃষিপণ্যের ন্যূনতম মূল্য নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে তারা রাজধানী অভিমুখে ‘দিল্লি চল’ যাত্রায় নেমেছে। তাদেরকে ঠেকাতে রাস্তায় ব্যাপক শক্তি নিয়ে অবস্থান নিয়েছিল পুলিশ। বিক্ষুব্ধ কৃষকদের ওপর পুলিশ টিয়ার গ্যাস,প্লাস্টিক বুলেট ছুড়েছে। বুধবারের বিক্ষোভে এক কৃষকের মৃত্যু হওয়ারও খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীর মৃত্যু প্রসঙ্গে পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই বিক্ষোভকারী প্রতিবাদস্থলে মারা গেছেন। তবে তার মৃত্যুর কারণ জানা যাবে ময়নাতদন্তের পর। বিক্ষোভকারীর মৃত্যুতে কৃষকরা ‘দিল্লি চল’ পদযাত্রা দুইদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। এই ছোট্ট বিরতির পর কৃষকরা যখন আবার যাত্রা শুরুর অপেক্ষা করছে ঠিক তখনই তাদের সঙ্গে যোগ দিল নিহাং শিখরা। বেশ কয়েকজন নিহাং শিখ জানিয়েছেন যে, তারা কৃষকদের ‘রক্ষা’ করতে পদযাত্রায় যোগ দিয়েছেন। শের সিং নামের এক নিহাং তাদের আধ্যাত্মিক গুরুর শিক্ষা তুলে ধরে বলেন, “গুরু গোবিন্দ সিং সব সময় বলে এসেছেন যে, শিখদের সবসময় অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে। মাঝরাতেও যদি কোনও বিক্ষোভকারী ঝামেলায় পড়ে সে জন্যও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।” আরেক নিহাং শিখ রাজা রাম সিং বলেন, “কৃষকেরা নিপীড়িত হচ্ছে... সরকারের ভাবা উচিত হবে না যে, তারা কৃষকদের ভয় দেখাতে পারবে। এটি পাঞ্জাব। আমরা কৃষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তাদের পাশে দাঁড়িয়েছি।” ভারতে পাঞ্জাব রাজ্যের ৩ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি সংখ্যালঘু শিখ সম্প্রদায়। ২০২১ সালে একই ধরনের আরেক বছরব্যাপী কৃষক আন্দোলনেও যোগ দিয়েছিল নিহাং শিখরা। রয়টার্স, টিওআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

দুমকীতে বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

দুই সেশনেই ৭ উইকেট নেই বাংলাদেশের

পিরোজপুরে চীনের প্রস্তাবিত হাসপাতাল চেয়ে ড. ইউনুসকে লেবার পার্টির চেয়ারম্যানের চিঠি

শরীয়তপুরে নড়িয়ায় বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, প্রশাসনের ১৪৪ ধারা জারি

সাংবাদিক জে জাহেদের পিতার মৃত্যুতে কর্ণফুলী প্রেস ক্লাবের শোক

ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আসরে বন্দুকধারীদের হামলা, নিহত ১২

শেখ হাসিনার বিষয়ে তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ

ওয়াসার পানিতে ভয়াবহ ইকোলাই জীবানু পাওয়ার পরও ওয়াসা নির্বিকার: এবি পার্টি

চাটমোহরে জুঁইকে হত্যার ঘটনায় ৫ কিশোর গ্রেফতার

বিয়ের আসরে মেয়ের বদলে কনে হয়ে বসলেন মা

নিজের আলিশান বাড়ি দেখাতে গাছ কেটে সাবার করলেন বিএনপি নেতা!

রামগড়ে সরকারী নির্দেশনা অমান্য করায় দুই কোচিং সেন্টারের মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা

ঝামেলামুক্ত ঈদের জন্য কর্মকর্তাদের ধন্যবাদ দিলেন প্রধান উপদেষ্টা

সিইউএফএল এর নিয়োগ ঝুলে আছে সাড়ে তিন বছর

শরীয়তপুরে সরকারিকরণ কৃত হাইস্কুগুলোতে তীব্র শিক্ষক সংকটে ভেঙ্গে পড়েছে শিক্ষার মান

নসরুল হামিদ বিপুর ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট-গাড়ি জব্দ, ৭০ অ্যাকাউন্ট অবরুদ্ধ

শেরপুরে ভিজিএফের ২৮৭০ কেজি চাল জব্দ, আটক ২

খুলনায় আ’লীগের ব্যানারে ঝটিকা মিছিল

গাজীপুর সাফারী পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার একজনকে গ্রেফতার করেছে ডিবি

ভারতের ওয়াক্ফ আইন বাতিল ও ফিলিস্তিনে আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল