ঢাকা   বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | ৯ কার্তিক ১৪৩১
সন্দেহভাজন ১১ বন্দুকধারী গ্রেফতার

রাশিয়ায় কনসার্টে হামলায় নিহত প্রায় দেড়শ’

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৪, ১২:০৬ এএম

রাশিয়া বলেছে, তারা মস্কোর কাছে একটি কনসার্ট হলে ১৪৩ জনের একটি প্রাণঘাতী গুলি চালানোর ঘটনায় চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে। ২০ বছরের মধ্যে রাশিয়ায় এটি সবচেয়ে মারাত্মক হামলা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট শুক্রবারের হামলার দায় স্বীকার করেছে। কিন্তু কিয়েভ এর সঙ্গে জড়িত নয় মর্মে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকের একটি বিবৃতি সত্ত্বেও রাশিয়া ইউক্রেনের লিঙ্ক অনুসন্ধান করছে।

এফএসবি সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, ইউক্রেনের সীমান্তে যাওয়ার সময় ‘চারজন সন্ত্রাসী’কে গ্রেফতার করা হয়েছে এবং ইউক্রেনে তাদের যোগাযোগ ছিল। এতে বলা হয়েছে, তাদের মস্কোতে স্থানান্তর করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রামে বলেছেন, ‘এখন আমরা জানি যে, এ রক্তাক্ত জারজরা কোন দেশে তাড়া থেকে লুকানোর পরিকল্পনা করেছিল - ইউক্রেন’।

সিনিয়র রুশ আইনপ্রণেতা আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, ইউক্রেন যদি জড়িত থাকে, তাহলে রাশিয়াকে অবশ্যই যুদ্ধক্ষেত্রে একটি ‘যোগ্য, স্পষ্ট এবং কংক্রিট’ জবাব দিতে হবে। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের মুখপাত্র আন্দ্রি ইউসভ রয়টার্সকে বলেছেন : ‘ইউক্রেন অবশ্যই এ সন্ত্রাসী হামলার সাথে জড়িত ছিল না। ইউক্রেন রাশিয়ান হানাদারদের হাত থেকে তার সার্বভৌমত্ব রক্ষা করছে, নিজস্ব ভূখণ্ড মুক্ত করছে এবং বেসামরিকদের নয়, দখলদারদের সেনাবাহিনী ও সামরিক লক্ষ্যবস্তুর সাথে লড়াই করছে’।

তিনি বলেন যে, এফএসবি সংস্করণ যে সন্দেহভাজনদের ইউক্রেনের পথে গ্রেফতার করা হয়েছে ‘অবশ্যই রাশিয়ান বিশেষ পরিষেবাগুলোর আরেকটি মিথ্যা’।

রাশিয়ার রাষ্ট্রীয় টিভি সম্পাদক মার্গারিটা সিমোনিয়ান একজন দাড়িওয়ালা সন্দেহভাজন যুবকের একটি ভিডিও প্রকাশ করেছেন, যাকে রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন যে, মৃতের সংখ্যা ১৪৩-এ পৌঁছেছে, তবে তার তথ্যের উৎস দেননি।

রাশিয়ার তদন্ত কমিটি এর আগে বলেছিল যে, হামলায় কমপক্ষে ১১৫ জন মারা গেছে, যেখানে ছদ্মবেশ-পরিহিত বন্দুকধারীরা রাজধানীর কাছে ক্রোকাস সিটি হলের কনসার্টে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে বলা হয়েছে, কেউ কেউ গুলির আঘাতে মারা গেছে এবং অন্যরা কমপ্লেক্সে একটি বিশাল অগ্নিকাণ্ডে মারা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে, বন্দুকধারীরা রাকস্যাকসে বহন করা ক্যানিস্টার থেকে পেট্রোল ব্যবহার করে আগুন জ্বালিয়েছিল। লোকজন আতঙ্কে পালিয়ে যায়। রাশিয়ার নিরাপত্তা এবং আইন প্রয়োগকারী সংস্থার সাথে ভাল যোগাযোগের একটি নিউজ আউটলেট বাজা বলেছে যে, ২৮টি লাশ একটি টয়লেটে এবং ১৪টি একটি সিঁড়িতে পাওয়া গেছে। এতে বলা হয়, ‘অনেক মাকে তাদের সন্তানদের আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে’।

ক্রেমলিন বলেছে যে, এফএসবি প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে জানিয়েছেন যে, আটককৃতদের মধ্যে ‘চার সন্ত্রাসী’ রয়েছে এবং পরিষেবাটি তাদের সহযোগীদের সনাক্ত করতে কাজ করছে। রাশিয়ান আইনপ্রণেতা আলেকজান্ডার খিনশটাইন বলেছেন যে, আক্রমণকারীরা রেনল্ট গাড়িতে পালিয়ে গিয়েছে যা শুক্রবার রাতে মস্কোর প্রায় ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ব্রায়ানস্ক অঞ্চলে পুলিশ দেখতে পেয়েছিল এবং তারা থামার নির্দেশ অমান্য করে।

তিনি বলেন, একটি গাড়ি ধাওয়া করে দুজনকে আটক করা হয় এবং অন্য দুজন বনে পালিয়ে যায়। ক্রেমলিনের অ্যাকাউন্ট থেকে দেখা যাচ্ছে যে, তাদেরও পরে আটক করা হয়েছিল।
মস্কোয় হামলাকারী কারা এই আইএস-কে?

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের ভয়াবহ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪৩ জন। এ হামলার দায় স্বীকার করেছে আইএস-কে। তারা ইসলামিক স্টেট বা আইএসের একটি শাখা। শুক্রবার রাতে মস্কোর ক্রকাস সিটি হলে পাঁচ বন্দুকধারী হামলা চালায়। ঘটনার পর নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে আইএস-কে এই হামলার দায় স্বীকার করে নেয়। দায় স্বীকারের পর আইএস-কে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সেখানে গোষ্ঠীটির উত্থান ও মস্কোয় হামলার কারণ বিশ্লেষণ করা হয়েছে। হামলায় জড়িত আইএসের শাখা সংগঠনটির পুরো নাম পুরো নাম ইসলামিক স্টেট খোরাসান, সংক্ষেপে আইএস-কে। ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের অংশবিশেষ নিয়ে গঠিত খোরাসান অঞ্চলে (পুরনো নাম) সক্রিয় রয়েছে সংগঠনটি। মূলত ২০১৪ সালের শেষের দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এর উত্থান। চূড়ান্ত পর্যায়ের নৃশংসতা দেখিয়ে কম সময়েই বিশ্বজুড়ে আলোচনায় আসে গোষ্ঠীটি। তবে ২০১৮ সালের পর থেকে তাদের সদস্য সংখ্যা কমে এসেছে। আফগানিস্তানের ভেতরে, বাইরে, মসজিদ এবং অন্যান্য স্থাপনায় হামলার জন্য ইসলামিক স্টেট খোরাসানের কুখ্যাতি রয়েছে। এ বছরের শুরুর দিকে জানা যায়, ইরানে জোড়া বোমা হামলায় প্রায় ১০০ মানুষের মৃত্যুর পেছনে দায়ী ছিল আইএসের এ শাখাটি। এদের সন্ত্রাসী কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো- ২০২২ সালের সেপ্টেম্বরে কাবুলে রাশিয়ার দূতাবাসে হামলা ও ২০২১ সালে কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা। যুক্তরাষ্ট্রের দাবি, ২০২১ সালে মার্কিন সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর দেশটিতে আইএস-কের মতো গোষ্ঠীগুলোর বিষয়ে ওয়াশিংটনের গোয়েন্দা তথ্য জোগাড় করার সক্ষমতায় ঘাটতি দেখা দিয়েছে।

রাশিয়ার মস্কোয় হামলার ঘটনার সপ্তাহ দুয়েক আগে নিরাপত্তা নিয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। গত ৭ মার্চ রাশিয়ায় মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। সতর্কবার্তায় বলা হয়, মস্কোয় বড় জমায়েতে উগ্রপন্থিদের হামলার পরিকল্পনার খবর জানা গেছে। এ সতর্কবার্তায় বড় জমায়েতের মধ্যে কনসার্টের কথাও বলা হয়েছিল। সেই সঙ্গে সতর্কবার্তায় মস্কোয় অবস্থানরত মার্কিন নাগরিকদের ৪৮ ঘণ্টার জন্য বড় জমায়েত এড়িয়ে চলতে পরামর্শ দেওয়া হয়েছিল। এছাড়া এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছিলেন, আইএস-কে শিগগিরই বড় ধরনের হামলা চালাতে পারে। মস্কোয় এ ভয়াবহ হামলাকে আইএস-কের সহিংস কর্মকাণ্ডে নাটকীয় উত্থান হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় গোষ্ঠীটি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরোধিতা করে আসছিল। তারা বারবার পুতিনের সমালোচনা করেছে। এছাড়া মুসলিমদের বিরোধিতায় বিভিন্ন কার্যক্রমে রাশিয়ার অংশগ্রহণও ভালোভাবে নেয়নি সংগঠনটি। বিশ্লেষকদের মতে, আইএস-কের ক্ষমতা বেড়ে চলেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপরেও তারা হামলা চালানোর মত শক্তিশালী হয়ে উঠতে পারে। সূত্র : এএফপি ও রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভূমিতে নাগরিক সেবা সুনিশ্চিত করতে হবে

ভূমিতে নাগরিক সেবা সুনিশ্চিত করতে হবে

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

বরিশাল অঞ্চলে ‘জরায়ুমুখ ক্যন্সার’ প্রতিরোধে ৫ লাখ কিশোরীকে ‘এইচপিভি’ টিকাদান কর্মসূচী শুরু

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

টয়লেটের কাজ সেরে সঙ্গে সঙ্গে অজু করা প্রসঙ্গে।

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুক্ত দর্শক,আতিফের অপেক্ষা'

'কেটে গেছে সকল শংকা, নিশ্চিত হয়েছে ভেন্যু, উন্মুক্ত দর্শক,আতিফের অপেক্ষা'

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

সাতকানিয়ায় ছাত্র-জনতার ওপর হামলারী আ.লীগ নেতা গ্রেফতার

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

প্রেসিডেন্টের অপসারণ নিয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

আকিজ বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা করলো নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় নারায়ণগঞ্জে আনন্দ মিছিল

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীতে মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

যশোর আদ্-দ্বীন নার্সি ইনস্টিটিউটে নবীন বরণ ও গুনিজন সংবর্ধনা

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

তত্ত¡াবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চায় ইসলামী ফ্রন্ট

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

সুবিদ আলী ভুইয়া ও মৃণাল কান্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

হাসিনার অবস্থান জানিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

রোহিঙ্গাদের দেশের মাটিতে পা রাখতে দিল না ইন্দোনেশিয়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাড়ে ৩’শ রাউন্ড গুলি উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাড়ে ৩’শ রাউন্ড গুলি উদ্ধার

দীর্ঘ ৯ মাস বাদে জেল থেকে ছাড়া পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

দীর্ঘ ৯ মাস বাদে জেল থেকে ছাড়া পেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

মিডিয়াকে হুমকি ও ঘেরাওয়ের ঘোষণার নিন্দা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়

মিডিয়াকে হুমকি ও ঘেরাওয়ের ঘোষণার নিন্দা জানিয়েছে তথ্য মন্ত্রণালয়

যশোর ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া মরদেহ শমসপুরের সামাদের

যশোর ভৈরব নদ থেকে উদ্ধার হওয়া মরদেহ শমসপুরের সামাদের

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র

ঘূর্ণিঝড় ‘দানা’ থেকে বাঁচতে সকলকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহŸান পীর সাহেব চরমোনাই’র