কেজরিওয়ালের গ্রেফতারে অস্বস্তিতে মোদি সরকার
৩০ মার্চ ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১২:০৬ এএম
আমেরিক-জার্মানির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মুখ খুলল জাতিসংঘ। এর ফলে আসন্ন লোকসভা নির্বাচনের চাপের মুখে পড়েছে ভারতের মোদি সরকার। ভোটের ঠিক প্রাক্কালে কেজরিওয়ালের গ্রেফতারি ও কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজিংয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা আশাবাদী আসন্ন নির্বাচনে ভারতে রাজনৈতিক ও নাগরিক অধিকারসহ সবার অধিকার সুরক্ষিত থাকবে এবং ভোটাররা অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারবেন।’
চলতি বছর ভারত সহ আরও অনেক দেশেই অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। যার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেন, ‘ভারত এবং যে কোনও দেশ যেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার রক্ষা করা উচিত। এছাড়াও, প্রত্যেকেরই অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের অধিকার দেওয়া উচিৎ।’ আসলে, বুধবার কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়ে মন্তব্যের প্রতিবাদে একজন সিনিয়র আমেরিকান কূটনীতিককে তলব করে দিল্লি। কয়েক ঘন্টা পরে, ওয়াশিংটন ফের এক বিবৃতিতে এই বিষয়ে তাদের কড়া অবস্থান ব্যক্ত করেছে। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্যের ঘটনায় মার্কিন কূটনীতিককে তলব করে পররাষ্ট্রমন্ত্রণালয়। দিল্লির আফগারি নীতি কেলেঙ্কারির মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন কূটনীতিকে তলব করেছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়।
মার্কিন কূটনীতিককে দিল্লিতে তলব করা হয়। জার্মানির পর আমেরিকাও কেজরিওয়ালের গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র একটি বিবৃতি জারি করে বলেন, ‘আমেরিকা ভারতের একাধিক বিরোধী দলের নেতাকে গ্রেফতার এবং মামলায় নেওয়া পদক্ষেপের সুষ্ঠু তদন্তের অপেক্ষায় রয়েছে’। যদিও এক্ষেত্রেও ভারত কড়া মনোভাব দেখিয়েছে। মার্কিন সরকার মঙ্গলবার বলেছে, যে তারা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের বিষয়টি ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করছে এবং একটি ‘ন্যায্য, স্বচ্ছ এবং সময়োপযোগী বিচার পান তার জন্য আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্র’। মার্কিন সরকারের এই প্রতিক্রিয়া এমন সময়ে এল যখন জার্মানির প্রতিক্রিয়ার পর কেজরিওয়ালের বিরুদ্ধে করা মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এর আগে আমেরিকা নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে মন্তব্য করেছিল, যার জন্য ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল।
এদিকে, দিল্লি আবগারি নীতির সাথে যুক্ত আর্থিক তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেফতার হওয়ার পর কেজরিওয়ালকে অপসারণের জন্য দায়ের করা জনস্বার্থ মামলা বৃহস্পতিবার খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মনমোহনের নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয় নিয়ে মন্তব্য করতে অস্বীকার করে বলেছে, এটি আদালতের হস্তক্ষেপের আওতার বাইরে পড়ে। বিচারপতি মনমীত পিএস অরোরাকে নিয়ে গঠিত বেঞ্চ বলেছে, সরকারের অন্যান্য বিভাগগুলো আইন মেনে এর পরীক্ষা করবে।
কেজরিওয়াল আম আদমি পার্টির (আপের) জাতীয় আহ্বায়ক। তাকে ২১ মার্চ গ্রেফতার করা হয়। পরে দিল্লির একটি আদালত ২৮ মার্চ পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে পাঠায়। তার বিরুদ্ধে নির্দিষ্ট ব্যক্তিদের পক্ষে আবগারি নীতি প্রণয়ন সম্পর্কিত ষড়যন্ত্রে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রীর ইডি হেফাজতের মেয়াদ ১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
তথ্য উপদেষ্টার সঙ্গে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়
মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন
বিএনপি নেতা সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল
পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের নিষেধাজ্ঞা প্রত্যাহার ট্রাম্পের
সদ্য পদোন্নতিপ্রাপ্ত মহাব্যবস্থাপকগণকে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শুভেচ্ছা
সোনারগাঁওয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক
আবাহনীর ৬ মিনিটের ঝড়ে এলোমেলো ফকিরাপুল
পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান ট্রাম্প
ইসলামি দলগুলোর ঐক্য চায় জামায়াতের আমির ও চরমোনাই পীর
শপথ নিয়েই যেসব নির্বাহী আদেশ সই করলেন ট্রাম্প
বাগবাড়ীতে ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
ইলন মাস্কের ‘নাৎসি’ অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক
খুবি কেন্দ্রে ঢাবি ভর্তি পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে নানা সিদ্ধান্ত
পাকুন্দিয়ায় দুই ভাইয়ের ঝগড়া থামাতে বিএনপি নেতা খুন
গাজীপুরে মহাসড়ক ঘেঁষে ময়লা আবর্জনা, দুর্গন্ধে অতিষ্ট পথচারীরা
শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হবে ভারতের প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন: আইন উপদেষ্টা
কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি রায়হান ফারহি, সম্পাদক মোফাজ্জল
লামায় ৪ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা
পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র্যালি ও কর্মশালা