ঢাকা   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫ | ৭ মাঘ ১৪৩১
পশ্চিমতীরের ২৭ হাজার ডেকেয়ার ভূমি জব্দ করেছে ইসরাইল

নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে বিক্ষোভ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

ইসরাইলের শহরগুলোতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শনিবার রাতে তেল আবিব, জেরুজালেম, সিজারিয়া, রানানা এবং হার্জলিয়াতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে। তেল আবিবের কাপলান স্ট্রিটে অনুষ্ঠিত বিক্ষোভে অবিলম্বে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। সমাবেশের একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মকর্তারা শহরের কিরিয়া সামরিক সদর দফতরের প্রবেশদ্বার বিগিন গেটে বিক্ষোভকারীদের ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন। বিক্ষোভকারীদের হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘কেউ যাবে না! আমরা জেরুজালেমের দিকে যাত্রা করব এবং সেখানেই থাকব, যতক্ষণ না সরকার ভেঙে দেওয়া হয়।’ তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অনুষ্ঠিত একটি পৃথক সমাবেশে হামাসের বন্দিদশা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা ইসরাইলি কর্তৃপক্ষকে অবিলম্বে গাজায় আটক থাকা সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে। উপকূলীয় শহর সিজারিয়াতে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বাসভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ চারপাশে ব্যারিকেড দিয়ে রাখে। এসময় বিক্ষোভকারীরা ‘ধ্বংসের দেবদূতের জন্য কোন ক্ষমা নেই’ এবং ‘ব্যর্থতা ও পরিত্যাগের জন্য কোন ক্ষমা নেই’ সেøাগান দেয়। অপরদিকে, টাইমস অফ ইসরাইল জানিয়েছে, গাজায় হামাসের হাতে বন্দী ইসরাইলিদের পরিবার শনিবার একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে তারা অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু রাজনৈতিক প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে হামাসের সাথে চুক্তিতে উপনীত হতে বাধা প্রদান করছে। সেজন্য চুক্তিবিষয়ক আলোচনার ক্ষেত্রে তারা নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে। এ বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন মাতান জাঙ্গাউকার। তার মা আইনাভ জাঙ্গাউকার হামাসের হাতে বন্দী। তিনি বিক্ষোভ সমাবেশে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেন, আমাদের আর বুঝতে বাকি নেই যে হামাসের সাথে চুক্তিবদ্ধ হতে আপনিই হলেন সবচেয়ে বড় বাধা। আপনিই আমাদের প্রিয়জনদের ফিরতে দিচ্ছেন না। তিনি আরো বলেন, আমরা বুঝতে পেরেছি যে আপনাকে যদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো না যায়, তাহলে আমাদের প্রিয়জনদের আর জীবিত ফেরত পাব না। বরং আমরা দেখব, তারা কাফনের কাপড়ে জড়িয়ে দাফন হতে এসেছে। তাই আমরা আন্দোলনের নতুন মাত্রায় উপনীত হতে বাধ্য হচ্ছি। জাঙ্গাউকার বলেন, আমরা এখন থেকে আপনাকে সরিয়ে অন্য কাউকে বসানোর জন্য আন্দোলন করব। আমরা হামাসের সাথে একটি চুক্তিতে দ্রুততম সময়ে পৌঁছার জন্য সবধরণের প্রচেষ্টা চালিয়ে যাব। এ সময় তিনি নেতানিয়াহুকে পদত্যাগে বাধ্য করবেন বলেও হুমকি দেন। স্থানীয় গণমাধ্যমে সংবাদে বারবার বলা হয়েছে যে হামাসের সাতে চুক্তিতে যেতে মন্ত্রিপরিষদের মধ্যে সবচেয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে এটি স্পষ্ট নয় যে তিনিই আলোচনার টেবিলে বসতে বাধা দিচ্ছেন কিনা? অপর এক খবরে বলা হয়, চলমান যুদ্ধে পশ্চিমতীরের ২৭ হাজার ডেকেয়ার ভূমি জব্দ করেছে ইসরাইল। শনিবার (৩০ মার্চ) ফিলিস্তিনের সরকারী সংস্থা সিডব্লিউআরসি এই তথ্য জানিয়েছে। ইসরাইলের পরিমাপ নীতি অনুসারে এক ডেকেয়ার হলো ০.২৪৭১ একর ভূমি। আনাদোলু এজেন্সি জানিয়েছে, চলমান গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইল পশ্চিমতীরের প্রায় ২৭ হাজার ডেকেয়ার ভূমি দখল করেছে। সেখানে থাকা ২৫টি ফিলিস্তিনি সম্প্রদায়কে চলে যেতে তারা বাধ্য করেছে। ওই সম্প্রদায়ের লোকজন গত কয়েক দশক ধরে সেখানে বাস করছে। ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন সিডব্লিউআরসির প্রধান মোয়াইয়া শাবান বলেছেন, দখলদার ইসরাইল পশ্চিমতীরের অন্তত ২৭ হাজার ডেকেয়ার ভূমি জব্দ করেছে। এর মধ্য দিয়ে তারা গাজার প্রতি থাকা ক্রোধের খেদ মিটিয়েছে। তিনি আরো বলেন, ফিলিস্তিনি ভূমির ২৩ হাজার ৮০ বর্গ কিলোমিটর এলাকা দখলে নিয়েছে ইসরাইল। এর মধ্য দিয়ে তারা পশ্চিমতীরের প্রায় ৪২ শতাংশ ভূমি নিজেদের দখলে নিয়ে নিয়েছে। শাবান বলেন, ইসরাইল ইতোমধ্যেই একাধিক সামরিক আদেশের মাধ্যমে পশ্চিমতীরে বসতি স্থাপনের পাশাপাশি বাফার জোন স্থাপন শুরু করেছে। এ সময় তিনি আরো বেশি জমি বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং ইসরাইলিদের সামরিক ও নিরাপত্তার অজুহাতে ফিলিস্তিনিদের প্রবেশে বাধা দেয়ার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে। জেরুজালেম পোস্ট, টাইমস অব জেরুজালেম, মিডল ইস্ট মনিটর।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা

মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই

সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই