মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
১৯ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ১২:১০ এএম
মিয়ানমারের একটি জটিল বাণ্যিজ্যিক পোস্ট মায়াওয়াদ্দি। গত সপ্তাহেই জান্তা শাসকের কাছ থেকে এটি দখল করেছে দেশটির বিদ্রোহী যোদ্ধারা। সেখানে তুমুল লড়াইয়ের স্পষ্ট ছাপ রয়ে গেছে। সোমবার বিদ্রোহী-নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এই অঞ্চলে বিরল প্রবেশাধিকার পেয়েছিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সাংবাদিকরা সেখানকার সাতজন প্রতিরোধ কর্মকর্তার দেওয়া সাক্ষাৎকারের পাশাপাশি সংঘর্ষের বিষয়ে ব্যাপক জ্ঞান আছে এমন তিন থাই কর্মকর্তা এবং চার নিরাপত্তা বিশ্লেষকের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরটির একটি চিত্র তুলে ধরেছেন। এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবদেন প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, তুমুল লড়াই হওয়া এই স্থানটি সীমান্ত শহরের উপকণ্ঠে অবস্থিত। সেখানে পরিত্যক্ত বাড়িগুলোর দেয়ালে বুলেটের গর্ত রয়ে গেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস স্টেশন। বিমান হামলায় মাটির সঙ্গে মিশে গেছে ভবনগুলো। মায়াওয়াদ্দিতে জান্তা সেনাদের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহীরা রয়টার্সকে বলেছে, তারা এমন একটি আশাহত সামরিক বাহিনী সঙ্গে লড়েছে যারা ভূমি রক্ষায় কোনও আগ্রহ দেখাচ্ছিল না। যুদ্ধের সঙ্গে জড়িত একটি বিদ্রোহী ইউনিটের কমান্ডার সাও কাও রয়টার্সকে বলেছেন, ‘খুব অল্প সময়ের মধ্যে আমরা তিনটি ঘাঁটি দখল করতে এবং এলাকাটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হই। এরপরই তারা পালিয়ে যায়।’ সম্প্রতি সামরিক প্রশাসনের প্রতি অনুগত জাতিগত মিলিশিয়া প্রহরীরা শহরের রাস্তায় রাস্তায় টহল দিয়ে বেড়াত। এপ্রিলের শুরুতে কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর নেতৃত্বে বিদ্রোহী বাহিনী অবরোধ করলে সেই সেনারা একপাশে দাঁড়িয়েছিল। সাক্ষাৎকার দেওয়া ব্যক্তিরা রয়টার্সকে দীর্ঘস্থায়ী প্রতিদ্বন্দ্বিতাসহ সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সূক্ষ্ম কূটনীতির বিষয়টি জানিয়েছিল। তারা বলছিলেন, মূল জনসংখ্যা কেন্দ্রগুলো ধরে রাখতে এবং জান্তার পতন ঘটাতে চায় বিদ্রোহীরা। মায়াওয়াদ্দির পতন মানে মিয়ানমারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি স্থল সীমান্ত ক্রসিং প্রতিরোধ যোদ্ধাদের হাতে চলে যাওয়া। এর আগে, গত বছর চীনা সীমান্তের কাছের মিউজ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল বিদ্রোহীরা। জাতিসংঘের তথ্য অনুসারে, বিদ্রোহীরা বর্তমানে দেশটির প্রায় সব প্রধান স্থল সীমান্ত থেকে জান্তাকে বিচ্ছিন্ন করেছে। একটি সমীক্ষায় থাইল্যান্ড-ভিত্তিক ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি-মিয়ানমার (আইএসপি) থিঙ্ক-ট্যাঙ্ক বলেছে, মায়াওয়াদ্দির পতনের পর ভূমি-ভিত্তিক শুল্ক রাজস্বের ৬০ শতাংশ থেকে বঞ্চিত হয়েছে জান্তা। বিশ্লেষকদের মতে, ২০২১ সালে অং সান সু চি’র নির্বাচিত সরকারের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের পর এই প্রথম জান্তাকে তাদের সবচেয়ে দুর্বল অবস্থানে ফেলেছে বিদ্রোহীরা। অক্টোবরের পর থেকে বিদ্রোহী গোষ্ঠীর বড় ধরনের কোনও আক্রমণ প্রতিহত করতে পারেনি জান্তা। জান্তার সঙ্গে কাজ করতে আগ্রহী থাইল্যান্ডের মতো প্রতিবেশীরা এখন সংঘাতের বিষয়ে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে শুরু করেছে। থাই ভাইস পররাষ্ট্রমন্ত্রী সিহাস্ক ফুয়াংকেটকিও বুধবার রয়টার্সকে বলেছেন, থাই নিরাপত্তা কর্মকর্তারা কেএনইউ এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছেন এবং তারা বিশেষ করে মানবিক ইস্যুতে ‘আরও সংলাপের জন্য উন্মুক্ত’ রয়েছেন। এসময় তিনি আরও বলেন, ‘মিয়ানমারের সামরিক বাহিনীকে আমরা অন্ধভাবে সমর্থন করছি না। তবে আমরা যেহেতু শান্তি চাই, তাই তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে।’ রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলাপাড়ায় প্রধান উপদেস্টার কায্যালয়ের সচিব, প্রকল্প পরিচালকের গাড়ী বহর আটকে দিল বিক্ষোভকারীরা
সাজিদ-নোমানের ঘূর্ণিতে ১৩৭ রানেই শেষ উইন্ডিজ
কেন মেলোনির সামনে হাঁটু গেড়ে বসলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী?
ট্রাম্পের অভিষেকে যোগ দিচ্ছেন মুকেশ ও নীতা আম্বানি
জাতীয় কবির নাতির চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন
সালথায় নিজ দোকানের মধ্যে ঝুলছিল ব্যবসায়ীর লাশ
বিএনপির ত্যাগি নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের দোসরদের স্থান দেওয়া হচ্ছে
কেরানীগঞ্জে অপহৃত কিশোর উদ্ধার: গ্রেপ্তার দুই
বিগত তিন নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি : উপদেষ্টা ফাওজুল
বৈষম্যবিরোধীরা সরকার পতনের আন্দোলন নয়, কোটা বিরোধী আন্দোলন করেছিল” :খায়রুল কবির খোকন
বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে : ঢাবি ভিসি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার
আজকে পরীর মন ভালো নেই
খুড়িয়ে খুড়িয়ে চলছে গ্রাম আদলতের কার্যক্রম: কার্যকরী উদ্যাগে সুফল পেতে পারে গ্রাম বাংলার জনগণ
জামায়াতে ইসলামীই বাংলাদেশকে সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে পারে: শাহজাহান
কোচ বরখাস্ত, জাতীয় দলের দুয়ার খুলল কোর্তোয়ার
মির্জাপুরে পাল্টাপাল্টি হামলায় আহত ৮
বান্দরবানে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
কামরাঙ্গীরচরে চালু হচ্ছে ন্যায্যমূল্যের জনতার বাজার
কালীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগাই প্রাণ গেল মোটরসাইকেল চালকের