আমিরাত ও ওমানে রেকর্ড বৃষ্টিপাত
০৪ মে ২০২৪, ১২:৩০ এএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১২:৩০ এএম
রেকর্ড বৃষ্টিপাতের মাত্র দুই সপ্তাহ পর স্থানীয় সময় বৃহস্পতিবার মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতে ফের ভারী বর্ষণ হয়েছে। এর ফলশ্রুতিতে দেশটির অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় গত বুধবার রাত থেকে প্রবল বাতাসের সঙ্গে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। কিছু এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টার আগেই ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এতে দেশটির আর্থিক লেনদেনের কেন্দ্র হিসেবে পরিচিত দুবাইয়ের কিছু অংশে বন্যা দেখা দিয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার সকালে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া রাতেই অন্যত্র সরিয়ে দেয়া (ডাইভার্ট) হয়েছে পাঁচটি ফ্লাইটকে। দুবাইভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন এমিরেটস ও ফ্লাইদুবাই তাদের যাত্রীদের বিলম্বের বিষয়ে সতর্ক করেছে। দেশটির সরকারি খাতের অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে, গত ১৬ এপ্রিল দেশটিতে ২৫৯ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছিল। ওই সময় চারজনের মৃত্যু হয়। দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই হিসেবে গতকালের বৃষ্টিপাত ততটা ভয়াবহ ছিল না। দুবাইয়ের ছয় লেনের হাইওয়েতে কিছুটা যানজট আর শহরের ইবনে বতুতা মলের কাছে প্লাবিত রাস্তায় কিছু গাড়িকে আটকে থাকতে দেখা গেছে। এদিকে, ওমানের বিভিন্ন অঞ্চলেও ভারী মাত্রার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সালালাসহ ধোফারের উপকূলীয় অঞ্চল এমনকি মরু অঞ্চলেও বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টি লক্ষ্য করা গেছে। এছাড়া আল বুরাইমি, মুসান্দাম, ধাহিরা, আল দাখিলিয়া, উত্তর ও দক্ষিণ আল বাতিনাহ, মাস্কাট, উত্তর ও দক্ষিণ আল শারকিয়্যাহ এবং আল উস্তায় ব্যাপক মাত্রার বর্ষণে কৃত্রিম প্লাবনের সৃষ্টি হয়েছে। এর আগে, বৃষ্টি এবং পরবর্তী বন্যার আশঙ্কায় জরুরি নির্দেশনা জারি করে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে ক্লাস কার্যক্রম বন্ধ রাখে দেশটির সরকার। আর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বেশ কয়েকটি রুটে বাস চলাচলও স্থগিত করে রাষ্ট্রীয় পরিবহন সংস্থা মোয়াসালাত। এই নির্দেশের আওতায় মাস্কাট থেকে জালান বিন বোয়ালি, সুর এবং মাস্কাট থেকে শারজাহ রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়। ভারী বৃষ্টির খবর যেন ওমানে এখন নিয়মিত ঘটনা। এপ্রিল মাসে একাধিকবার ব্যাপক বৃষ্টি ও বন্যার ঘটনার পর মে মাসের শুরুতেই ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির কবলে পড়ল মধ্যপ্রাচ্যের দেশটি। ন্যাশনাল আর্লি ওয়ার্নিং সেন্টারের দেওয়া তথ্য অনুযায়ী, সৃষ্ট লঘুচাপের প্রভাবে সৃষ্ট এই অবস্থা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আকস্মিক বন্যার সম্ভাবনার কথা জানিয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। মূলত জলবায়ু পরিবর্তনের কারণেই ওমানে আগের চেয়ে ১০ থেকে ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাতের ঘটনা ঘটছে। সূত্র : ট্রিবিউন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নেত্রকোণায় আ.লীগ নেতা লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান তুহিন গ্রেফতার
শামীম ওসমান ও নানক পরিবারের বিরুদ্ধে মামলা
চাঁদপুর ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাংলাদেশ কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ১৮ ই জানুয়ারি শুরু
ভূয়া আসামি দাঁড় করিয়ে জামিনের ঘটনায় ৪ জনের নামে মামলার নির্দেশ
শরীয়তপুরে ওরশ পালনকে কেন্দ্র করে জেলা হেফাজতে ইসলাম ও আয়োজক - ভক্তবৃন্দের মধ্যে উত্তেজনা
কুমিল্লায় ভিন্ন ধর্মের দুই প্রতিষ্ঠানের সাম্প্রদায়িক সম্প্রীতির ৩৯ বছর
সিএনজি চালিত অটো রিক্সাভর্তী ভারতীয় মদসহ গ্রেপ্তার ৪
বিএমআই নয়, স্থূলতার জন্য চাই নতুন মানদণ্ড ,প্রস্তাব বিশেষজ্ঞদের
শিল্পকলার জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হল 'সাধুমেলা'
মোবারকগঞ্জ সুগার মিলের কাজে যোগ দিতে না দেওয়া ১২০ শ্রমিকদের চাকরী বহাল
হুথি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলার ফুটেজ প্রকাশ
লস অ্যাঞ্জেলেসে চলমান দাবানলে ৬০ লাখের বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে
জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে মৌখিক হস্তান্তর,দুটি হল পরিদর্শন রবিবার
কোটচাঁদপুরে পুলিশের সোর্স হত্যা মামলার আসামি কটাকে কুপিয়ে পিটিয়ে হত্যা
শুল্ক বৃদ্ধি প্রমাণ করে সরকার সাধারণ মানুষের জীবন নিয়ে উদাসীন : বাংলাদেশ ন্যাপ
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
কালীগঞ্জের পল্লীতে টমেটো, বেগুন ও সবজিসহ বিভিন্ন গাছ নিধন করেছে দুর্বৃত্তরা
অধিক গাড়িতে সারচার্জ খড়গ
সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ