রাফাহ ক্রসিং নিয়ন্ত্রণে নিল ইসরাইলি বাহিনী
০৮ মে ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০৮ মে ২০২৪, ১২:১৫ এএম
গাজা ও মিসরের সঙ্গে সংযুক্ত পূর্ব রাফার সালাহ-আল-দিন ক্রসিংটির নিয়ন্ত্রণে নিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। রাতভর অভিযান শেষে মঙ্গলবার রাফা ক্রসিংয়ের গাজান এলাকাটি দখলে নেয় ইসরাইলি সেনাবাহিনী। চলমান যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরাইল রাফায় এ আক্রমণ চালিয়েছে। এদিকে সোমবার যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রস্তাবে সম্মত হয়। তবে এ প্রস্তাব ইসরাইলে মূল দাবিগুলো পূরণ করতে ব্যর্থ বলে প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরাইল। এ সময় রাফা আক্রমণের ঘোষণাও দেয় দেশটি। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে যে গাজা থেকে মিসরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। রাতভর অভিযানের পর মঙ্গলবার সকালে ইসরাইলের ৪০১তম আর্মড ব্রিগেড পূর্ব রাফাহ’র সালাহ-আ-দিন ক্রসিংটিকে রাস্তা থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার বিষয়টি স্বীকার করে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, হামাসের সন্দেহভাজন অবস্থানগুলিকে লক্ষ্য করে স্থল সেনা এবং বিমান হামলা চালানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত ছবিতে দেখা গেছে, তাদের একটি ট্যাংক ক্রসিং দিয়ে প্রবেশ করছে। এলাকাটির দখল নেয়া ওই ট্যাংক থেকে ইসরাইলি পতাকা উড়তেও দেখা যায়। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, রাতারাতি ট্যাংক ও বিমান হামলা চালিয়ে রাফাহ শহরের বেশ কয়েকটি এলাকা ও বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি বাহিনী। অন্তত চারটি বাড়িতে আঘাত হানলে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়। গাজা বর্ডার ক্রসিংয়ের এক মুখপাত্র হিশাম এদওয়ান বলেন, রাফাহ সীমান্ত ক্রসিং বন্ধ হয়ে গেলে গাজা উপত্যকার বাসিন্দাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি থাকবে না। অবরুদ্ধ রাফাহ শহরে প্রবেশ ও মিসরে যাতায়াতের একমাত্র পথ এই ক্রসিং। এ ক্রসিং দিয়েই ত্রাণ সাহায্য পৌঁছায় গাজায়। দীর্ঘদিন ধরে দফায় দফায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফা আক্রমণের ঘোষণা দিয়ে আসছিল ইসরাইল। মিসরের সীমান্তবর্তী রাফায় আশ্রয় নিয়েছিল প্রায় ১০ লাখ উদ্বাস্তু ফিলিস্তিনি নাগরিক। যতক্ষণ না তারা ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়ার জন্য একটি মানবিক পরিকল্পনা তৈরি করতে পারছে ইসরাইলকে রাফাতে সামরিক অভিযান না চালানোর জন্য চাপ দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক হামলার বিষয়ে ইসরাইল দাবি করেছে যে সামরিক অভিযানের এলাকা থেকে বেশিরভাগ লোককে আগেই সরিয়ে নেয়া হয়েছে। আইডিএফের তথ্যমতে, রাতভর অভিযানে প্রায় ২০ জন বন্দুকধারী নিহত হয় এবং সৈন্যরা তিনটি ‘গুরুত্বপূর্ণ’ টানেল শ্যাফ্টের দখলে নেয়। এই অভিযানে এখন পর্যন্ত তাদের কোনো সেনা হতাহত হয়নি বলেও জানানো হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী আরো জানায়, সেনারা এখন ওই এলাকা তল্লাশি করছে এবং আরো অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছে। অপর এক খবরে বলা হয়, অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে কার্পেট বম্বিং করেছে ইহুদিবাদী ইসরাইল। একই সাথে তারা ট্যাংক বাহিনী দিয়ে রাফাহ ক্রসিং পয়েন্টের দখল নিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যখন মিসর ও কাতার প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেয়ার ঘোষণা দিয়েছে তখন ইসরাইল এই বম্বিং শুরু করল। ফিলিস্তিনের একজন সাংবাদিক জানিয়েছেন, তিনি রাতের আকাশে অগ্নিশিখা দেখেছেন এবং স্থানীয় জনগণ বলেছেন, কয়েক ডজন ড্রোন তাদের মাথার ওপর দিয়ে উড়ে গেছে। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এবং মিসরের মিডিয়া বলছে, ইসরাইলি সামরিক যান মিশর সীমান্তবর্তী রাফাহ ক্রসিং এবং ইসরাইল অধিকৃত কারেম শালোম ক্রসিংয়ের দিকে অগ্রসর হয়েছে। ফিলিস্তিনের একজন নিরাপত্তা কর্মকর্তা এবং মিশরের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানিয়েছেন, রাফাহ শহরে ইসরাইলি ট্যাংক প্রবেশ করেছে এবং সেগুলো রাফাহ ক্রসিং থেকে মাত্র ২০০ মিটার দূরে রয়েছে। বর্বর ইসরাইলি বাহিনীও বলছে, তারা রাফাহ শহরের পূর্বাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, গাজা উপত্যকা থেকে ইসরাইলি বন্দীদের মুক্তি দেয়ার ব্যাপারে হামাসের ওপর চাপ সৃষ্টির জন্য তারা রাফাহ শহরে স্থলাভিযান শুরু করেছে। গাজা উপত্যকার রাফাহ হচ্ছে খুবই একটি ছোট্ট শহর যেখানে প্রায় ১৭ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। আশংকা করা হচ্ছে- ইসরাইল সেখানে আগ্রাসন শুরু করলে অবর্ণনীয় করুণ পরিস্থিতির সৃষ্টি হবে। আন্তর্জাতিক অঙ্গন থেকে এ ধরনের আগ্রাসনের জোরালো বিরোধিতা করা হচ্ছে। রয়টার্স, ইরনা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গোলরক্ষক বীরত্বে ১০ জনের ইউনাইটেড হারাল আর্সেনালকে
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড