অন্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে আন্দোলন

গভর্নরের বক্তব্যের সময় শিক্ষার্থীদের অনুষ্ঠান ত্যাগ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৩ মে ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৩ মে ২০২৪, ১২:০৫ এএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনপন্থি শতাধিক শিক্ষার্থী তাদের সমাবর্তন অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। শনিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্য গভর্নর বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে যায়। ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরাইলের নির্বিচার হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছে। মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া এসব প্রতিবাদ থেকে ২০০০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ের অনেকগুলোতে এখন সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। শনি ও রোববারের এ অনুষ্ঠানগুলোতে গাজা যুদ্ধ নিয়ে চলা প্রতিবাদের প্রভাব পড়তে পারে বলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আশঙ্কা করছিলেন। শনিবার সামাজিক মাধ্যমে করা পোস্টগুলোতে দেখা গেছে, ভার্জিনিয়ার রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়াংকিন তার বক্তব্য শুরু করার পর ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের (ভিসিইউ) ক্যাপ ও গাউন পরা বহু শিক্ষার্থী হলরুম ছেড়ে বের হয়ে যাচ্ছেন। বিবিসি জানিয়েছে, কিছু শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানের বক্তা হিসেবে ইয়াংকিনকে বেছে নেওয়ার সমালোচনা করেছেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের শিবির গড়তে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন গভর্নর ইয়াংকিন। সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভিসিইউয়ের কিছু প্রতিবাদকারী ‘প্রকাশ কর, ছিন্ন কর- আমরা থামবো না আমরা বিশ্রাম নেব না’ বলে শ্লোগান দিচ্ছে। যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদরত শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ইসরাইলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে। বিবিসি জানিয়েছে, ভিসিইউয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সেরিন হাদ্দাদ এ প্রতিবাদ সংগঠিত করতে সহায়তা করেছেন; তিনি বলেছেন, লোকজন এত জোরে হাততালি দিচ্ছিল যে দর্শকদের একাংশ ইয়াংকিনের বক্তব্য শুনতেই পায়নি। হাদ্দাদ জানান, প্রায় দেড়শ জনের মতো শিক্ষার্থী অনুষ্ঠানস্থলের বাইরে মিছিল করেছে, সমাবর্তন থেকে বের হয়ে যাওয়া শিক্ষার্থীরাও মিছিলে ছিল। ২৯ এপ্রিল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদকারীদের শিবিরে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন তারা ছয় শিক্ষার্থীসহ ১৩ জনকে গ্রেপ্তার ও ক্যাম্পাসে গাড়া শিবিরের তাঁবুগুলো খুলে নিয়ে যায়। প্রতিবাদকারী শিক্ষার্থীরা বের হয়ে যাওয়ার পরও ইয়াংকিনের বক্তব্য পরিকল্পনা মতোই শেষ হয়। পরে তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানালেও প্রতিবাদের বিষয়ে কোনো মন্তব্য করেননি।শনিবার ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়েও সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ক্যারল ক্রাইস্ট প্রতিবাদকারীদের কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের কথা উল্লেখ করে অনুষ্ঠান উদ্বোধন করেন। “আমি দুঃখিত যে কীভাবে এই সংঘাত (গাজা যুদ্ধ) শিক্ষার্থী, ফ্যাকাল্টি সদস্য ও কর্মীদের বিভক্ত করে ফেলেছে,” তিনি এমনটি বলেছেন বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমস। অনুষ্ঠান চলাকালে প্রায় ২০ জনের মতো শিক্ষার্থী উঠে দাঁড়িয়ে ফিলিস্তিনি পতাকা দুলিয়ে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ বলে শ্লোগান দেয়, পরে তাদের সঙ্গে আরও শিক্ষার্থী যোগ দেয় বলে স্যান ফ্রান্সিসকো ক্রনিকল জানিয়েছে। খবরে বলা হয়,গাজা যুদ্ধের প্রতিবাদে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের গ-ি পেরিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান এই বিক্ষোভ সামাল দিতে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তারা রীতিমত হিমশিম খাচ্ছেন। গত শুক্রবার ভোরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) কর্তৃপক্ষ ক্যাম্পাসে পুলিশ ডেকে বিক্ষোভকারীদের তাঁবু তুলে দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। তখন বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিক্ষোভকারীদের তাঁবু তুলে দেয়ার আগে চলতি সপ্তাহের শুরু থেকে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে বহিষ্কার করে এমআইটি কর্তৃপক্ষ। তারা শিক্ষা কার্যক্রম ও স্নাতক সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে। তবে বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেছেন, ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিতে তারা অনড়। এদিকে, যুক্তরাষ্ট্রের আরেক নামী প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তারা সাময়িক বহিষ্কার শুরু করেছে। বিক্ষোভ থামাতে কয়েকদিন আগে ইয়েল বিশ্ববিদ্যালয়ে কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির হিসেবে, বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৫৭টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে প্রায় দুই হাজার ৯০০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। অন্যদিকে, ইহুদিবিদ্বেষ ছড়িয়ে পড়ার ভয়ে ক্যাম্পাসে সশরীরে ক্লাস নেওয়া বন্ধ রাখার মতো সিদ্ধান্তও নিতে দেখা যাচ্ছে। ক্যালিফোর্নিয়ার বার্কলেসহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতেও বিক্ষোভ-প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। এদিকে, বিক্ষোভ বন্ধ করে ক্যাম্পাসকে শান্ত রাখার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের উপর দিন দিন চাপ বাড়ছে বলে জানা গেছে। গত বছরের সাতই অক্টোবর হামাসের হামলার জের ধরে ইসরাইল-গাজা যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই যুদ্ধের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ এবং তর্ক-বিতর্কের চর্চা বাড়তে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে। উভয়পক্ষের শিক্ষার্থীরাই দাবি করেছেন যে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ এবং ইসলামভীতি দু’টোই বেড়েছে। বিক্ষোভ সামাল দিতে সম্প্রতি নিউইয়র্ক সিটি পুলিশকে ক্যাম্পাসে ঢোকার অনুমতি দেয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে গিয়ে বিক্ষোভকারী কয়েক ডজন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করে, যা সারা বিশ্বেই বেশ আলোচিত হয়। বিবিসি, রয়টার্স।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা  বাড়ছে

ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে

আজ গরম চা দিবস

আজ গরম চা দিবস

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক

সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে

ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

মানসিক ভারসাম্যহীন বোনকে পিটিয়ে হত্যার অভিযোগে ভাই আটক

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেফতার