ইসরাইল থেকে পুঁজি প্রত্যাহারের চিন্তা
১৬ মে ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ মে ২০২৪, ১২:০৪ এএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের অলিম্পিয়া’য় অবস্থিত এভারগ্রিন স্টেট কলেজের বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে। এই চুক্তির ভিত্তিতে ফিলিস্তিনি ভূমি দখল থেকে যেসব কোম্পানি লাভবান হচ্ছে সেগুলো থেকে পুঁজি প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনার কথা রয়েছে। এর মধ্যদিয়ে এভারগ্রিন বিশ্ববিদ্যালয় দেশটির ব্রাউন এবং নর্থওয়েস্টার্নের মতো বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান করে নিল যেখানে প্রতিবাদী ছাত্র সমাজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে সমঝোতা চুক্তি সই হয়েছে। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সমঝোতা চুক্তি ঘোষণা করেছে তাতে ছাত্র-ছাত্রীদের কিছু দাবির প্রতি ইতিবাচক মনোভাব দেখা গেছে। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইসরাইলি কোম্পানি ও অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ বন্ধ করতে পুরোপুরি রাজি না হলেও তারা এটা বলেছে যে, বিনিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বাড়াতে তাদের বিনিয়োগ কমিটি নতুন করে কাজ শুরু করবে। নর্থওয়েস্টার্ন কর্তৃপক্ষ দুই ফিলিস্তিনি শিক্ষক ও পাঁচ ফিলিস্তিনি শিক্ষার্থীর জন্য তহবিল বরাদ্দেরও প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মার্কিন ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ কর্মসূচি চলাকালে এ পর্যন্ত বহু ছাত্র-ছাত্রীকে গ্রেপ্তার এবং তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। অনেক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এসব ছাত্র-ছাত্রী গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনি ভূমি দখল অবসানের দাবিতে ব্যাপক বিক্ষোভ করছে। তবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে ভিন্ন চিত্র দেখা গেছে ওয়াশিংটন অঙ্গরাজ্যের অলিম্পিয়া›য় অবস্থিত এভারগ্রিন স্টেট কলেজে। কলেজে শিক্ষার্থীদের এক সপ্তাহের অবস্থানের সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি, কোনও শিক্ষার্থীকে পুলিশ হয়রানি করেনি এবং কোনও ছাত্রকে আদালতে তোলা হয়নি। তারা যে সমঝোতা চুক্তি করেছে তাতে বলা হয়েছে, তাদের একটি কমিটি বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতিমালা পর্যালোচনা করবে। সেখানে মারাত্মক মানবাধিকার লংঘন বা ফিলিস্তিনি ভূমি দখল থেকে উপকৃত কোম্পানিগুলো থেকে বিনিয়োগ প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পাবে। দ্বিতীয় আরেকটি কমিটি বিদেশে দখলদারিত্বের সঙ্গে সম্পর্কিত গবেষণা তহবিল প্রত্যাখ্যান এবং বাকস্বাধীনতা সীমাবদ্ধকারী ও সংখ্যালঘুদের অধিকার দমনকারী সব তহবিল প্রত্যাখ্যানের বিষয়ে একটি নীতিমালা তৈরি করবে। এই দুই কমিটি ২০২৪ সালেই তাদের এ সংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করবে। এই চুক্তি অনুযায়ী এভারগ্রিন স্টেট কলেজের চ্যান্সেলর জন কারমাইকেল, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন, সমস্ত জিম্মির মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে ইমেইল করবেন। ইরনা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার
৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন