রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি
১৮ মে ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৮ মে ২০২৪, ১২:০০ এএম
সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। স্থল অভিযানের পাশাপাশি আকাশ থেকেও ফেলা হচ্ছে বোমা। ফলে সেখানে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। রাফা ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন ফিলিস্তিনিরা। তাছাড়া ইসরাইল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সেনা সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে। কারণ তারা সেখানে অভিযান আরও জোরালো করতে চায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের কাছে রাফা ছিল একমাত্র নিরাপদ স্থান। সেখানেও এখন হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।
গত সপ্তাহে রাফা থেকে অন্তত ছয় লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছেন। একইভাবে উত্তর গাজা থেকেও সরে যাচ্ছেন বহু ফিলিস্তিনি। গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে ৩৫ হাজার ৩০৩ জনকে হত্যা করেছে ইসরাইল। তাদের হামলায় আহত হয়েছেন ৭৯ হাজার ২৬১ জন। এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গাজায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, দক্ষিণ গাজায় অভিযান অবশ্যই বন্ধ করতে হবে।
জাতিসংঘ আদালতে গণহত্যা মামলার শুনানি শুরু : জাতিসংঘের শীর্ষ আদালত ‘ইসরাইলের বিরুদ্ধে গাজা যুদ্ধে গণহত্যার অভিযোগ এনে এবং রাফাহ অভিযানের ওপর জরুরি স্থগিতাদেশ’ চেয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলার শুনানি আবার শুরু করেছে। ইসরাইল এ মামলাকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ এবং ‘নৈতিকতা বিরোধী’ হিসেবে আখ্যায়িত করেছে। গতকাল তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছে। দক্ষিণ আফ্রিকা এ মামলাটি করার পর ‘দি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস’ (আইসিজে) শব্দগুলো নিয়ে ব্যাপক পর্যালোচনা হচ্ছে, বিশেষ করে রুলিংয়ে ‘বিশ্বাসযোগ্য’ শব্দের ব্যবহার নিয়েই মূল আলোচনা হচ্ছে।
গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টা এড়িয়ে যাচ্ছে ইসরাইল : ইসরাইল গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টা বারবার এড়িয়ে যাচ্ছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, যার দেশ এই সংঘাতে মধ্যস্থতা করেছে, বৃহস্পতিবার মানামাতে এক শীর্ষ সম্মেলনে আরব নেতাদের বলেছেন। সিসি যোগ করেছেন যে, ইসরাইল মিশর ও গাজার মধ্যবর্তী দক্ষিণ সীমান্ত শহর রাফাতে তার সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনের দিক থেকে শহরের সীমান্ত ক্রসিং ব্যবহার করছে ‘ছিটমহলের অবরোধ কঠোর করার জন্য’।
ইসরাইলের সাথে মিসরের উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে উত্তর-পূর্ব সিনাইয়ের গাজা সীমান্তে সামরিক বহর মোতায়েন করেছে মিসর। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব সিনাইয়ের গাজা সীমান্তে অতিরিক্ত সাঁজোয়া কর্মী বাহক এবং সৈন্য মোতায়েন করেছে মিসর। তারা মনে করছে, পার্শ্ববর্তী রাফায় ইসরাইলি অভিযান অত্যাসন্ন। সিনাই ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যুদ্ধের সাজে সজ্জিত পনেরটি সাঁজোয়া কর্মী বাহককে শেখ জুওয়েদের সিনাই বাসিন্দারা গাজা সংলগ্ন মিসরের সীমান্তের দিকে যেতে দেখেছিল। এছাড়া পৃথকভাবে সাঁজোয়া যানের আরেকটি কনভয় শেখ জুওয়েদের দক্ষিণে আল-জৌরা গ্রামে পৌঁছেছে।
গত সপ্তাহে ইসরাইল মিসরের পার্শ্ববর্তী রাফা সীমান্ত ক্রসিং দখল করে। পরে তারা সেখানে সামরিক অভিযান শুরু করে। এ সময় সেখনে প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন বাস্তুচ্যুত ফিলিস্তিনি ঠায় নিয়েছে। রাফার এ অভিযান হামলাটি মিসরকে বিক্ষুব্ধ করে। ইসরাইলের সাথে তাদের ৪৫ বছরের শান্তি চুক্তি রয়েছে। এছাড়া নিরাপত্তার বিষয়েও তারা ঘনিষ্ঠভাবে সহযোগিতা করে। সূত্র : আল-জাজিরা, রয়টার্স, মিডলইস্টআই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প
বাংলা একাডেমি পুরস্কারের ঘোষিত নামের তালিকা স্থগিত