ঢাকা   বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ | ১৬ কার্তিক ১৪৩১

শিশুদের ‘পুষ্টিকর খাবারের ঘাটতি’ নিয়ে ভয়াবহ তথ্য জানালো ইউনিসেফ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ০৭ জুন ২০২৪, ১২:১৩ এএম

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, বিশ্বে পাঁচ বছরের কম বয়সী প্রতি চারজনের একজন শিশু পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে বিশ্বজুড়ে ১৮ কোটির বেশি শিশু শারীরিক ও মানসিকভাবে ঠিকমতো বেড়ে না ওঠার ঝুঁকিতে রয়েছে। এমন অবস্থায় শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের মারাত্মক ঘাটতি নিয়ে সতর্ক করছে সংস্থাটি। বুধবার প্রকাশিত ইউনিসেফের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের সঙ্গে যুক্ত হ্যারিয়েট টরলেস এএফপিকে বলেন, ‘শুধু দুটি বা তার চেয়ে কম খাদ্য উপাদান খেয়ে বেঁচে আছে, এমন শিশুরা মারাত্মক খাদ্যঘাটতিতে রয়েছে। এই সময়ে এটা খুব দুঃখজনক।’

ইউনিসেফের সুপারিশ অনুযায়ী এ বয়সী শিশুদের দৈনিক আটটি উপাদানের খাবারের মধ্যে অন্তত পাঁচটি উপাদান খেতে হয়। এগুলো হলো মায়ের বুকের দুধ, শস্য, মূল–জাতীয় খাবার, কন্দ এবং কলা; ডাল, বাদাম এবং বীজ–জাতীয় খাদ্য; মাংস, মুরগি ও মাছ; ডিম; ভিটামিন-এ সমৃদ্ধ খাবার ও সবজি এবং অন্যান্য ফল ও সবজি। কিন্তু বিশ্বের নি¤œ ও মধ্যম আয়ের প্রায় ১০০টি দেশের ৪৪ কোটি শিশু দৈনিক এই আটটির মধ্যে পাঁচটি উপাদানসমৃদ্ধ খাবার খেতে পারে না। তাদের মধ্যে আবার ১৮ কোটির বেশি শিশু মারাত্মক খাদ্যঘাটতির মধ্যে রয়েছে, যারা দিনে সর্বোচ্চ দুটি উপাদানসমৃদ্ধ খাবারও খেতে পারে না।
বুধবার প্রতিবেদন প্রকাশের দিন এক বিবৃতিতে ইউনিসেফ প্রধান ক্যাথেরিন রাসেল এক বিবৃতিতে বলেন, যেসব শিশুরা দিনে মাত্র দুটি উপাদানসমৃদ্ধ খাবার (যেমন ভাত ও দুধ) খায়, তাদের অর্ধেকের বেশিই মারাত্মক অপুষ্টিতে ভোগার উচ্চ ঝুঁকিতে থাকে।

এ ধরনের অপুষ্টির কারণে শিশুর মারাত্মক স্বাস্থ্যহানি হতে পারে। তারা এতটাই রোগা হয়ে যেতে পারে যে মৃত্যু পর্যন্ত হতে পারে। এভাবে অপুষ্টিতে ভোগা শিশুরা স্কুলে অন্যদের থেকে পিছিয়ে পড়ে। উপার্জনক্ষম হয় না। টরলেস বলেন, এভাবে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে দারিদ্র্যের দুষ্টচক্র চলতেই থাকে’।

প্রায় ১০০টি দেশে শিশুরা পুষ্টিকর খাবারের অভাবে থাকলেও মারাত্মক খাদ্যাভাব ২০টির মতো দেশে বেশি। সবচেয়ে সংকটজনক অবস্থা সোমালিয়ায়। সেখানে ৬৩ শতাংশ শিশু পুষ্টিকর খাবারের ঘাটতিতে রয়েছে। গিনিতে ৫৪ শতাংশ, পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউতে ৫৩ শতাংশ এবং আফগানিস্তানে ৪৯ শতাংশ শিশু অপুষ্টিতে।

ইউনিসেফের এই প্রতিবেদনে ধনী দেশগুলোর শিশুদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য নেই। তবে ওই সব দেশে নি¤œ আয়ের পরিবারগুলোর শিশুরা পুষ্টি ঘাটতিতে থাকে।
প্রতিবেদনে গাজার বর্তমান অবস্থা বিবেচনা করা হয়েছে। আট মাস ধরে ইসরায়েলের হামলার কারণে সেখানে খাদ্য ও স্বাস্থ্যব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

গত ডিসেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত ইউনিসেফ খুদে বার্তার মাধ্যমে গাজার ফিলিস্তিনি পরিবারগুলো থেকে পাঁচ দফায় তাদের আর্থিক সহায়তা গ্রহণের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। তাতে দেখা গেছে, সেখানে প্রতি ১০ জনে ৯টি শিশুই মারাত্মক খাদ্যসংকটে ভুগছে। যদিও এই তথ্য প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবে ইউনিসেফ সতর্ক করে বলেছে, ‘২০২০ সাল থেকে সেখানে (শিশুদের মধ্যে) পুষ্টির অভাব ভয়ংকর রকমভাবে বেড়েছে। ২০২০ সালের আগে গাজায় মাত্র ১৩ শতাংশ শিশু ‘তীব্র’ খাদ্যসংকটের মধ্যে থাকত। গাজার পরিস্থিতি দিন দিন খারাপ হলেও বিশ্বজুড়ে শিশুদের মারাত্মক খাদ্যসংকট পরিস্থিতি ‘গত এক দশকের বেশি সময়ে ধীরগতিতে হলেও কিছুটা উন্নতি হয়েছে’।

ইউনিসেফের ওই প্রতিবেদনে সবচেয়ে ঝুঁকিতে থাকা শিশুদের জন্য আরও ভালো সামাজিক সেবা এবং মানবিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি বৈশ্বিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা নিয়ে পুনরায় চিন্তাভাবনা করার আহ্বানও জানিয়েছে। বলেছে, চিনি সমৃদ্ধ পানীয় এবং অতিরিক্ত-প্রক্রিয়াজাত খাবার প্রচুর পরিমাণে বাজারজাত করা হচ্ছে। মা-বাবা ও পরিবার এগুলোতে আকৃষ্ট হচ্ছে। এসব খাবার এখন শিশুর স্বাভাবিক খাদ্য হয়ে উঠেছে।

টরলেস বলেন, ‘এসব খাবার সস্তা কিন্তু খুবই উচ্চ ক্যালরিসমৃদ্ধ। সেগুলো উচ্চ উদ্দীপক, অতিরিক্ত লবণ, উচ্চ চর্বি সমৃদ্ধ। ফলে সেগুলোতে পেট ভরবে এবং ক্ষুধার অনুভূতি চলে যাবে। কিন্তু সেগুলো থেকে শিশুদের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান পাওয়া যাবে না।’ চিনি ও লবণ বেশি থাকা এসব মজাদার খাবারের অভ্যাস প্রাপ্তবয়স পর্যন্ত থেকে যায়। এ ধরনের খাবার স্থূলতার জন্যও দায়ী। সূত্র : ইউনিসেফ।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা

আগের শিরোপা ‘বাই চান্স’ আসেনি,মেয়েরা প্রমাণ করেছে: সাবিনা

অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়

অকস্মাৎ মৃত্যু ইসলামে কাম্য নয়

হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট

হাসিনা পালিয়ে না গেলে দেশে গৃহযুদ্ধ শুরু হতো: ইসমাইল সম্রাট

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০

কেরানীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ,আহত ১০

দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার

দস্তগীরের বানোয়াট প্রশ্নের সমুচিত জবাব দিলেন ম্যাথু মিলার

বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ

বাংলাদেশের মাটিতে যত খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যকান্ড হয়েছে সবার বিচার এই মাটিতেই হবে; শামা ওবায়েদ

রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী

রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি- সিলেটে জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী

অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

অলরাউন্ডারদের তালিকায় তিনে মিরাজ, শীর্ষ বোলার রাবাদা

ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

ডেঙ্গু প্রতিরোধে চাই সচেতনতা

শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে

শিক্ষাব্যবস্থায় ইসলামী জ্ঞান-গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী মাছপাড়ায় অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার

ঢাকাকে বাসযোগ্য করতে হবে

ঢাকাকে বাসযোগ্য করতে হবে

মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না

মানবাধিকারের নামে সমাকামিতা প্রমোট করা জনগণ মানবে না

ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

ইসরাইলি হামলায় আরও ১০২ ফিলিস্তিনি নিহত

পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন

পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন

শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি

শিক্ষার সব স্তরে 'ইসলাম শিক্ষা' বাধ্যতামূলকসহ ৭ দাবি

আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ

আয়রন ডোমের আদলে তুরস্কের প্রতিরক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ

ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে

ইরান সামরিক বাজেট তিন গুণ বাড়াবে

রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়

রহস্যঘেরা মায়া সভ্যতার শহরের খোঁজ মেক্সিকোয়

উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব

উষ্ণায়নের প্রভাবে মাউন্ট ফুজিতে তুষারপাতে বিলম্ব