এসসিও’র শীর্ষ সম্মেলনে মোদি কেন গেলেন না
০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৬ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৪তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হলো ৩ ও ৪ জুলাই। রাশিয়া, চীন, ইরান এবং মধ্য এশিয়ার কিছু দেশ এসসিওর সদস্য। এই সব দেশের রাষ্ট্রপ্রধানরা বৈঠকে যোগ দিলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিন্তু তাতে যোগ দেননি। তার পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সম্মেলনে এসসিওর গত ২০ বছরের কাজকর্ম পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদির ‘সুরক্ষিত এসসিওর’ দৃষ্টিভঙ্গিকে তুলে ধরা হয়েছে শীর্ষ সম্মেলনে। নিরাপত্তা, অর্থনীতি, সহযোগিতা, যোগাযোগ, ঐক্য, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, আঞ্চলিক ঐক্য এবং পরিবেশ রক্ষার বিষয়ে জোর দিচ্ছে ভারত, সে কথাও বলা হয়েছে। পাশ্চাত্যের দেশগুলো বরাবর এসসিওকে সন্দেহের চোখে দেখলেও আন্তর্জাতিক মঞ্চে এই জোটের গুরুত্ব প্রায়ই আলোচিত হয়। এই সম্মেলনে যোগ দিতে আগেই কাজাখস্তানে পৌঁছে যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসহ আরো অনেকে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাজাখস্তান যাননি। এখন প্রশ্ন হলো কেন এই সিদ্ধান্ত, আর এর তাৎপর্যই বা কী? কেন সম্মেলনে যোগ দিলেন না প্রধানমন্ত্রী মোদি? জেএনইউ-এর ‘সেন্টার ফর সেন্ট্রাল এশিয়া অ্যান্ড রাশিয়ান স্টাডিজ’-এর অধ্যাপক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সঞ্জয় পান্ডের কাছ এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে অধ্যাপক সঞ্জয় পা-ে বলেন, ‘নতুন সরকার গঠনের পরে প্রধানমন্ত্রী মোদির ব্যস্ততা রয়েছে। তবে আমাদের এটাও লক্ষ্য করতে হবে যে গত বছর ভারত যখন এসসিওর সভাপতিত্ব করেছিল, তখন আমরা এই সম্মেলন ভার্চুয়ালি করেছিলাম। এ থেকে কোথাও না কোথাও এটাই অনুমান করা যেতে পারে যে ভারতের অগ্রাধিকারের তালিকায় এসসিও নেই।’ এই সম্মেলনে না যাওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে একই মঞ্চে বসতে হলো না প্রধানমন্ত্রী মোদিকে। দীর্ঘদিন ধরেই চীন ও পাকিস্তান দু’দেশের সাথেই ভারতের সম্পর্কের ভালো নয়। এসসিও সম্মেলনে আগত রাষ্ট্রপ্রধানদের মধ্যে ছিলেন ভ্লাদিমির পুতিনও। তার সাথে পরে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি, তবে পৃথকভাবে। আগামী সপ্তাহে ৮ ও ৯ জুলাই রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করবেন তিনি। মোদির অনুপস্থিতি মধ্য এশিয়ার দেশের নেতাদের ‘হতাশ’ করতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিগত বছরগুলোতে এই নিয়ে দ্বিতীয়বার ওই নেতাদের সাথে মোদির পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। তবে রাশিয়া সফরে এর ‘ক্ষতিপূরণ’ দেয়া হবে বলে জানিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিববল। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘সংসদে অধিবেশন থাকায় এসসিও সম্মেলনে যোগ দিতে পারবেন না প্রধানমন্ত্রী মোদি। জুলাই মাসে রাশিয়া সফরে গিয়ে এর ক্ষতিপূরণ করা হবে।’ ২০২৩ সালে ভার্চুয়ালি এসসিও সম্মেলনের আয়োজন করেছিল ভারত। এসসিও জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন চলতি বছরের শেষের দিকে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। আর ২০২৫ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা চীনে। এই পরিস্থিতিতে ভবিষ্যতেও এসসিও সম্মেলনে মোদির অংশগ্রহণ করার সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অধ্যাপক সঞ্জয় পা-ে বলেন, ‘এসসিও গোষ্ঠী চীন এবং কিছুটা রাশিয়ার পরিচালিত বলে মনে করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ও পাশ্চাত্যের দেশগুলোর সাথে এই দু’দেশের সম্পর্ক ভালো নয়। ভারতের এই সিদ্ধান্তকেও সেই দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে।’ আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ ব্রহ্মা চেলানি ‘নিক্কেই এশিয়া’র ওয়েবসাইটে এ বিষয়ে একটা প্রতিবেদন লেখেন। ব্রহ্মা চেলানি লেখেন, ‘ভারত এসসিওতে তার অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করছে। এসসিওকে পাশ্চাত্যবিরোধী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করা হয়েছে। আবার বিদেশনীতির ক্ষেত্রে মোদির পাশ্চাত্যের দিকে ঝুঁকছেন।’ প্রকাশিত প্রতিবেদনে আরো একটা বিষয়েও উল্লেখ করেছেন ব্রহ্মা চেলানি। তিনি লেখেন, ‘ভারত ছাড়া এসসিওর সব সদস্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সদস্য। ভারত কিন্তু ওই প্রকল্পের বিরোধিতা করছে। এসসিও দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র সম্পূর্ণ গণতান্ত্রিক দেশ। এসসিওতে চীনের ক্রমবর্ধমান ভূমিকা ভারতকে অস্বস্তিতে ফেলছে।’ বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত
‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী
নোয়াখালীর মাইজদী হর্কাস মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ছাত্রলীগ কর্মীকে পুলিশে দিল জাবি ছাত্রদল
গরু চুরি করে বিএনপি নেতা ও তার স্ত্রীর ভূরিভোজ, অতঃপর...