ইসরাইল-গাজা নিয়ে ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে চায় যুক্তরাজ্য
০৮ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ০৮ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
টানা ৯ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখ-ে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। বর্বর এই আগ্রাসনে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, সৃষ্টি হয়েছে ব্যাপক মানবিক সংকট। এমন অবস্থায় গাজা নিয়ে যুক্তরাজ্য ভারসাম্যপূর্ণ অবস্থান নিতে চায় বলে ঘোষণা দিয়েছেন নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। একইসঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টার ব্যবহারের ঘোষণাও দিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের বিষয়ে ব্রিটেন ভারসাম্যপূর্ণ অবস্থান চায় এবং সেখানে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ও হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির জন্য তার দেশ কূটনৈতিক প্রচেষ্টা চালাবে বলে নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি রয়টার্সকে বলেছেন। গত সপ্তাহে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ বিজয়ের পর ল্যামি জার্মানি সফরে গিয়েছেন। ১৪ বছরের কনজারভেটিভ সরকারের সমাপ্তি এবং কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম আন্তর্জাতিক সফর। বার্লিনে এক সাক্ষাৎকারে ডেভিড ল্যামি বলেন, ‘বাইরের বিশ্বের সাথে পুনরায় সংযোগ স্থাপনের সময় এসেছে যুক্তরাজ্যের। আমি ইসরাইল এবং গাজা নিয়ে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে ফিরে যেতে চাই। আমরা খুব স্পষ্ট বলেছি, আমরা সেখানে যুদ্ধবিরতি দেখতে চাই... আমরা সেই বন্দিদেরও মুক্ত দেখতে চাই।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ থামাতে হবে, সাহায্য সেখানকার মানুষের হাতে পৌঁছাতে হবে, এবং আমরা সেই যুদ্ধবিরতি নিশ্চিত করতে সমস্ত কূটনৈতিক প্রচেষ্টা ব্যবহার করব।’ তবে এ বিষয়ে নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বিস্তারিতভাবে কিছু বলেননি। রয়টার্স বলছে, সংসদীয় ভোটে ভূমিধস বিজয় সত্ত্বেও গাজা যুদ্ধের বিষয়ে দলীয় অবস্থান নিয়ে অসন্তোষের মধ্যে সর্বশেষ নির্বাচনে বৃহৎ মুসলিম জনসংখ্যার এলাকায় লেবার পার্টি উল্লেখযোগ্য নির্বাচনী ধাক্কা খেয়েছে। এদিকে হামাস চুক্তির শর্তাবলীতে একটি সংশোধিত প্রস্তাব দেওয়ার পরে শুক্রবার গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি মুক্তির জন্য চলমান প্রচেষ্টা গতি পেয়েছে এবং ইসরাইল বলেছে, আগামী সপ্তাহেও আলোচনা চলবে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর অবরুদ্ধ এই ভূখ-টিতে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ল্যামি আরও বলেন, জলবায়ু সংকটের পাশাপাশি ইউরোপীয় এবং উদীয়মান শক্তিগুলোর সাথে সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে বিশ্বব্যাপী নিজের অবস্থান পুনঃস্থাপন করতে চাইবে ব্রিটেন। অতীতের ইউকে-ইইউ নিরাপত্তা চুক্তির ধারণার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আসুন আমরা ব্রেক্সিটের বছরগুলোকে পেছনে ফেলে রাখি... আমরা একসাথে অনেক কিছুই করতে পারি।’ ল্যামি রোববার পোল্যান্ড ও সুইডেন সফর করবেন এবং সেখানে তিনি সামরিক জোট ন্যাটো এবং ইউক্রেনে চলমান যুদ্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় ফোকাস করবেন বলে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আটঘরিয়ায় সরিষা খেতে মৌবাক্স
সরকারি বীজ সার বিক্রয়ের সময় জনতার হাতে আটক কৃষি কর্মকর্তা
খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল সিলেট
আসছে বাংলাদেশি শরণার্থীদের গণহত্যামূলক সিরিজ 'ফেউ'
ভারত দলে ফিরলেন শামি
কলাপাড়ায বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন
বদলগাছীতে সেলোমিশিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হেল্পার জয় নিহত
সীমান্তে উদ্ভূত পরিস্থিতি : ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্রসচিবের দপ্তরে ডেকেছে সরকার
ফরিদপুরে আবারও সড়ক দুর্ঘটনা ৫ ঘন্টার ব্যবধানে দুই মটরসাইকেল আরোহী নিহত
আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই
রাবিতে চার হলে পবিত্র কোরআন পোড়ানো: তদন্ত কমিটি, সর্বোচ্চ শাস্তির হুঁশিয়ারি
রামগড় স্থলবন্দরের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে - উপদেষ্টা ব্রি:জে:(অব) ড. এম সাখাওয়াত হোসেন
বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
দুমকীতে বিএনপি অফিস ভাংচুর মামলায় ছাত্রলীগ নেতা আটক
তারেক রহমানের ৩১ দফা ছড়িয়ে দিতে রাষ্ট্রসংস্কারে-আরিফুল ইসলাম বিলাত
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, জনগণের স্বপ্ন পূরণে নতুন পুলিশ সদস্যরা কাজ করবে- অ্যাডিশনাল আইজি
ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ, আবারও এগিয়ে মিলানোভিচ
ঢাবিকে বিশেষ মর্যাদা দেওয়ার আশ্বাস প্রধান উপদেষ্টার
পোপ ফ্রান্সিসকে বাইডেনের প্রেসিডেনশিয়াল মেডাল প্রদান
লিটনকে বাদ দেওয়ার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক