দক্ষিণ এশিয়ায় ভারী বৃষ্টি বন্যা, বাড়ছে প্রাণহানি
০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম | আপডেট: ০৯ জুলাই ২০২৪, ১২:১৫ এএম
বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ায় ভারী বৃষ্টি হচ্ছে। এতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। এমন পরিস্থিতিতে নেপালে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার নেপালের পুলিশ জানিয়েছে নিখোঁজ রয়েছেন আরও ৯ জন। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের কিছু অংশেও বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেপালের পুলিশের মুখপাত্র দান বাহাদুর কারকি বলেছেন, নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে অন্যান্য সংস্থা ও স্থানীয়দের সঙ্গে কাজ করছে পুলিশ। জুন থেকে সেপ্টেম্বরে প্রতিবছরই দক্ষিণ এশিয়ায় ভারী বৃষ্টির কারণে বন্যার সৃষ্টি হয়। তবে সাম্প্রতিক সময়ে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন ও রাস্তা নির্মাণ বাড়ার কারণে সমস্যা তীব্র হচ্ছে। গত বৃহস্পতিবার থেকেই নেপালে ভারী বৃষ্টি হচ্ছে। এরপর দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বন্যার সতর্কতা জারি করে। গত মাসেও নেপালে বন্যা ও ভূমিধসে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ভারতের আসামেও বন্যা দেখা দিয়েছে। সংবাদমাধ্যম পিটিআই-এর তথ্য অনুযায়ী, মে মাসের মাঝামাঝি সময় থেকে আসামে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে। অপর দিকে, ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই শহর। প্রবল বর্ষণের জেরে শহরটিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়া শহরটির ব্যস্ত বিমানবন্দরে অর্ধশতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে মুম্বাইয়ের সকল সরকারি, বেসরকারি স্কুল ও কলেজ। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মুম্বাই এবং এর আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং শহরতলির ট্রেন পরিষেবাগুলো বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার মধ্যরাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত ভারতের এই নগরীর কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) মুম্বাই, থানে, পালঘর এবং কোঙ্কন বেল্টের জন্য কমলা সতর্কতা জারি করেছে। ভিক্রোলির বীর সাভারকর মার্গ মিউনিসিপ্যাল স্কুল এবং এমসিএমসিআর পাওয়াই গত ২৪ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে। সেখানে ৩১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এনডিটিভি বলছে, বৃষ্টির কারণে ৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি এয়ারলাইন্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে যাত্রীদের সতর্ক করেছে এবং বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তাদের ফ্লাইট স্ট্যাটাস চেক করার আহ্বান জানিয়েছে। ব্রহ্মপুত্রসহ আরও ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় ভারতের আসামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে এখন পর্যন্ত ২৮টি জেলার প্রায় ২৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা ও ভূমিধসের ঘটনায় রাজ্যটিতে নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এএসডিএমএ) রোববারের বুলেটিন অনুসারে, বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ধুবড়ি জেলায় দুজন, নলবাড়ি জেলায় দুজনের মৃত্যুসহ কাছাড়, গোয়ালপাড়া, ধেমাজি ও শিবসাগর জেলায় একটি করে মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ৩ শিশু রয়েছে। এএসডিএমএ জানিয়েছে, বন্যায় রোববার পর্যন্ত আসামের ২৮টি জেলার ৩,৪৪৬টি গ্রামের ২২ লাখ ৭৪ হাজার ২৮৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধুবড়ি পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাড় জেলা। এই জেলায় ১ লাখ ৭৭ হাজার ৯২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এরপরেই রয়েছে বারপেটা জেলা। এখানে ১ লাখ ৩৪ হাজার ৩২৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যা পীড়িতদের সাহায্যে রাজ্যে মোট ২৬৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৫৩,৬৮৯ জন মানুষ। এছাড়া আরও ৩৬১ ত্রাণ কেন্দ্রের সাহায্যে ৩ লাখ ১৫ হাজার ৫২০ জন মানুষকে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছে প্রশাসন। আল-জাজিরা, পিটিআই,এনডিটিভি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সিলেটের টানা জয়ে উচ্ছ্বসিত স্বাগতিক দর্শকরা
সংবিধানে জুলাই বিপ্লবের স্বীকৃতি লিপিবদ্ধ থাকতে হবে - সারজিস আলম
মুরাদনগরে শীতার্ত মানুষের মাঝে পীরসাহেব চরমোনাই'র পক্ষ থেকে কম্বল বিতরণ
লিটনকে সেরা ছন্দে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চাই: প্রধান নির্বাচক
মাস্তুল ফাউন্ডেশন বিতরণ করলো ১ লক্ষ কেজি চাল
লক্ষ্মীপুরে রঙ-কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে শিশুখাদ্য, ২ ফ্যাক্টরি সিলগালা
সীমান্তে বিএসএফের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশ
উৎসব মুখর পরিবেশে পালিত হলো জাবির ৫৪ তম দিবস
২ হাজার কেজি পলিথিন জব্দ, কারখানা সিলগালা
কুষ্টিয়ায় স্কুল কমিটি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৩০
জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকার পিষ্ট হয়ে নিহত মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক
যায়যায়দিন পত্রিকায় নির্বাহী সম্পাদক হলেন খুরশীদ আলম
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ