আত্মপ্রেমীরাও বয়স বাড়লে সহানুভূতিশীল মানুষ হয়
১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
নতুন এক গবেষণা বলছে, আত্মপ্রেমে মগ্ন (নার্সিসিস্টিক) লোকদের স্বভাব-চরিত্র বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরো সহানুভূতিশীল, উদার ও প্রীতিকর হয়। তবে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করার অযৌক্তিক মাত্রার বোধ একটু হালকা হলেও তারা এ থেকে পুরোপুরি মুক্তি পান না। ৩৭ হাজারের বেশি মানুষকে নিয়ে পরিচালিত গবেষণাটিতে এ রকমই ইঙ্গিত পাওয়া যায়। গবেষণাকারীরা দেখেছেন, যারা শৈশবে তাদের সমবয়সীদের চেয়ে বেশি আত্মপ্রেমী ছিল, তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পরও সাধারণত সে রকম থেকে যায়। তারা আরো বলেছেন, তিন ধরনের আত্মপ্রেমী আচরণ রয়েছে। সমাজে ‘আত্মপ্রেম’ কথাটা একটা অবমাননাকর অভিযোগ। যাদের কঠিন বা অপ্রীতিকর ধরনের ব্যক্তিত্ব বলে মনে করা হয়, তাদের উদ্দেশেই সাধারণত কথাটি ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা বলেন, আসলে প্রত্যেকের মধ্যেই কখনো কখনো কিছু নার্সিসিস্টিক বৈশিষ্ট্য দেখা যেতে পারে। চিকিৎসকরা একটি সুনির্দিষ্ট, নির্ণয়যোগ্য ধরনের ব্যক্তিত্বের সমস্যা বোঝাতে আত্মপ্রেমী শব্দটি ব্যবহার করেন। কথাটির সংজ্ঞা পরিবর্তিত হতে পারে। তবে সাধারণত আত্মপ্রেমীদের মধ্যে অটল বিশ্বাস থাকে যে তারা অন্যদের চেয়ে ভালো বা বেশি যোগ্য। এ বিষয়টিকে আবার অন্যরা অহংকার এবং স্বার্থপরতা হিসেবে মনে করতে পারে। গবেষণাটির ফলাফল সাইকোলজিক্যাল বুলেটিন জার্নালে প্রকাশিত হয়েছে। ৫১টি অতীতের গবেষণায় পাওয়া তথ্যের ভিত্তিতে এবারের গবেষণাটি করা হয়েছে। এতে অংশগ্রহণকারী ৩৭ হাজার ২৪৭ জনের বয়স ছিল আট থেকে ৭৭ বছর। গবেষকরা আচরণের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে তিন ধরনের আত্মপ্রেমী বা নার্সিসিস্টের সন্ধান পেয়েছেন। এগুলো হচ্ছে- এজেন্টিক নার্সিসিস্ট, বিরোধী নার্সিসিস্ট ও স্নায়বিক নার্সিসিস্ট। এজেন্টিক নার্সিসিস্ট নিজেদের অন্যদের থেকে মহান বা উচ্চতর মনে করে এবং প্রশংসা চায়। বিরোধী নার্সিসিস্টরা অন্যদের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে। তারা অন্যদের প্রতি সহানুভূতিহীন এবং সুযোগ নিয়ে থাকে। আর স্নায়বিক নার্সিসিস্টরা লাজুক ধরনের হয়। এরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং সমালোচনা সহ্য করতে পারে না। সংশ্লিষ্ট গবেষকরা প্রশ্নাবলির ওপর ভিত্তি করে সময়ের সঙ্গে সঙ্গে এ ধরনের স্বভাবের ক্ষেত্রে কী ঘটেছে তা খতিয়ে দেখেছেন। তারা দেখেছেন, সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে আত্মপ্রেমের মাত্রা হ্রাস পায়। তবে এ পরিবর্তন খুব বেশি নয়। আর তা হয়ও ধীরে ধীরে। গবেষণাপত্রের প্রধান লেখক সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষক ড. উলরিখ ওর্থ বিবিসি নিউজকে বলেন, ‘স্পষ্টতই কিছু ব্যক্তি বেশি জোরালোভাবে পরিবর্তিত হতে পারে। তবে সাধারণত আপনি এটা আশা করতে পারেন না যে খুব আত্মপ্রেমী হিসেবে পরিচিত মানুষ কয়েক বছর পরই সম্পূর্ণ অন্য রকম হয়ে যাবেন।’ ড. উলরিখ ওর্থ এ-ও বলেছেন, আত্মপ্রেমী স্বভাবের কিছু বৈশিষ্ট্য অন্তত স্বল্প মেয়াদে উপকারীও হতে পারে। এটি জনপ্রিয়তা পাওয়া, প্রেমে সাফল্য এবং ভালো চাকরি পাওয়ার সুযোগকে বাড়িয়ে দিতে পারে। তবে নানা দ্বন্দ্বের কারণে দীর্ঘ মেয়াদে এর ফল বেশির ভাগ ক্ষেত্রেই নেতিবাচক হয়। বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর
অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা
'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক
কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু
রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাস চলাচল শুরু
ঝিনাইদহে ২৬ টি দোকান দুঃসাহসিক চুরি টাকা ও মালামাল নিয়ে চম্পট
আর্থিক প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে প্যানেল
বগুড়ায় মটরসাইকেল - ভটভটি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তা নিহত
‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি করছিলেন এক প্রতারক , আয় ৩০ কোটি !
মাদকব্যবসা নিয়ে দু-পক্ষের সংঘর্ষ-বোমা হামলা-ভাঙচুর, আহত ২০
জুলাই-আগস্ট গণহত্যা : হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে
কুষ্টিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র খুন
ইউক্রেনীয় যুদ্ধবন্দীদের মুক্তির জন্য উ.কোরিয়ার সৈন্য বিনিময়ে প্রস্তুত জেলেনস্কি
তারুণ্যের উৎসব উপলক্ষে ঈশ্বরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
কিয়ার স্টারমার ‘ভালো বন্ধু’ টিউলিপকে কি বরখাস্ত করতে পারবেন ?
রেহানার কাছ থেকে রেহাই মিলত না কোনো ব্যাংকের
টিউলিপ সিদ্দিকের বিতর্কিত সেই ফ্ল্যাট কীভাবে কেনা হয়েছিল?যে তথ্য জানা গেল
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ