গাজায় ১৫ শিশুসহ নিহত অর্ধশতাধিক
২৯ জুলাই ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৩ এএম
ফিলিস্তিনের মধ্য ও দক্ষিণ গাজায় ইসরাইলি হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। তার মধ্যে গাজার দেইর আল-বালাহ শহরের খাদিজা স্কুলে ইসরাইলি যুদ্ধবিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই স্কুলটি বর্তমানে অস্থায়ী হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। সেখানে অনেক রোগী এবং আহত মানুষ চিকিৎসাধীন ছিলেন। এই স্কুলে হামলায় নিহতদের মধ্যে ১৫ জন শিশু ও আটজন নারী রয়েছে এবং ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতরা বেসামরিক নাগরিক এবং তাদের বেশিরভাগই শিশু। ইসরাইলের এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলটি হামাসের একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছিলো ও স্কুলটি সেনাদের বিরুদ্ধে আক্রমণ চালাতে এবং অস্ত্রের ভা-ার হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এটি অভিযানের আগে বেসামরিক নাগরিকদের সতর্ক করেছিল। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৯ হাজার ২৫৮ ফিলিস্তিনি নিহত ও ৯০ হাজারের অধিক আহত হয়েছে। অপরদিকে, হামাসের নেতৃত্বাধীন হামলায় কমপক্ষে ১ হাজার ১৩৯ জন ইসরাইলি নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দী করা হয়েছিল। এদিকে, ইসরাইল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল স্টেডিয়ামে রকেট হামলায় মৃত্যু হয়েছে ১২ জনের, আহত ১৩। ইসরাইলের দাবি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা এ হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে হিজবুল্লাকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফোনে তিনি গোলানের দ্রাজ সম্প্রদায়কে বলেছেন, ‘হিজবুল্লাকে এর বড়সড় মূল্য চোকাতে হবে। যা তারা কখনও চোকায়নি।’ ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের লড়াইয়ের সময় সিরিয়ার কাছ থেকে গোলান ছিনিয়ে নেয় ইসরাইল। একে অবশ্য স্বীকৃতি দেয়নি বহু দেশ।
তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে হিজবুল্লা। তাদের তরফে এক বিবৃতি পেশ করে বলা হয়েছে, ‘এই ঘটনার সঙ্গে ইসলামিক রেজিস্ট্যান্সের কোনও যোগ নেই। এই ধরনের সমস্ত অভিযোগকে অস্বীকার করা হচ্ছে।’ সাম্প্রতিক অতীতে ইসরাইলের একাধিক বসতি লক্ষ্য করে লাগাতার হামলা চালাতে দেখা গিয়েছে হিজবুল্লাকে। গাজায় ও ইসরাইল যুদ্ধ শুরুর পর ছোটখাটো হামলা চললেও সাম্প্রতিক সময়ে তা গুরুতর আকার নিয়েছে। জুলাইয়ের শুরুতেই ইসরাইলের সেনাঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল ওই সশস্ত্র গোষ্ঠী। হামলায় আহত হন ইসরাইলের ১৮ সেনা। এই হামলার কথা স্বীকার করে নিয়েছে ইসরাইলের প্রতিরক্ষাবাহিনী। কয়েকদিন আগেই ইসরাইলের রামথা সেনা ঘাঁটিতে আছড়ে পড়ে হিজবুল্লার ছোড়া রকেটের ঝাঁক। একই ভাবে নতুন করে স্থাপিত আইডিএফের সদর দপ্তরে কামিকাজে ড্রোন হামলাও চালানো হয়। ইসরাইলের পালটা হামলায় এখনও পর্যন্ত ইরান মদতপুষ্ট হেজবুল্লার ৩৫৬ জন যোদ্ধার মৃত্যু হয়েছে। ইসরাইলের তরফে হুমকি দিয়ে বলা হয়েছে, এই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে কোনও কূটনৈতিক সমাধানে না পৌঁছলে লেবাননে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তারা। সব মিলিয়ে হামলা, পালটা হামলায় রক্তাক্ত মধ্যপ্রাচ্য। সূত্র : আল-জাজিরা, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিরলে সীঁমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
বিপিএল শেষ কর্নওয়ালের
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
আটঘরিয়ায় মসজিদের মাইক চুরি
রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় ড. ইউনূসের নেতৃত্বে কমিশন গঠন
শায়খ ফুলতলী আমাদের বেহেশতের পথ দেখিয়েছেন: দামেস্কের শায়খ সাইয়্যিদ ফাদি জু’বা
সৈয়দপুরে নববধূ মুক্তার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
ইভটিজিংয়ের জেরে ‘ডান্স বাংলা ডান্স’ খ্যাত কিশোরীর আত্মহত্যা
গাজীপুরে ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণ: ৩ এসআই ক্লোজ, ওসি তদন্ত বদলি