ফিলিস্তিনিদের সাহায্য করতে ইসরাইলে প্রবেশ করতে পারে তুরস্ক : এরদোগান
৩০ জুলাই ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ৩০ জুলাই ২০২৪, ১২:০৯ এএম
প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্ক ইসরাইলে প্রবেশ করতে পারে যেমন এর আগে তারা লিবিয়া ও নাগর্নো-কারাবাখে করেছে। তবে তিনি কোন ধরনের হস্তক্ষেপের কথা বলছেন তার বিস্তারিত ব্যাখ্যা দেননি বলে জানিয়েছে রয়টার্স। ইসরাইল ফিলিস্তিনি ছিটমহল গাজায় আক্রমণ শুরু করার পর থেকেই এর তীব্র সমালোচনা করে আসছেন এরদোগান। রোববার এরদোগান তার নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে দেওয়া ভাষণে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করতে গিয়ে গাজা যুদ্ধের প্রসংগ তুলে বলেন, “ফিলিস্তিনের সঙ্গে ইসরাইল যেন এসব অযৌক্তিক কাণ্ড না করতে পারে তার জন্য আমাদের অত্যন্ত শক্তিশালী হতে হবে। যেমনভাবে আমরা কারাবাখে প্রবেশ করেছিলাম, যেমনভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলাম, আমরা তাদের সঙ্গেও তেমনটি করতে পারি।” টেলিভিশনে দেখানো ওই ভাষণে তিনি বলেন, “কেন আমরা এমনটি করতে পারবো না তার কোনো কারণ নেই। আমরা যেন এসব পদক্ষেপ নিতে পারি তার জন্য আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে।” এরদোগানের এসব মন্তব্যের বিষয়ে বিস্তারিত জানার জন্য রয়টার্স একে পার্টির প্রতিনিধিদের ফোন দিয়েছিল, কিন্তু তারা সাড়া দেননি বলে জানিয়েছে। এ নিয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলও কোনো মন্তব্য করেনি। এরদোগান সম্ভবত গত কয়েক বছরে তুরস্কের নেওয়া কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেছেন। ২০২০ সালে তুরস্ক লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের সমর্থনে ত্রিপোলিতে সামরিক বাহিনীর সদস্যদের পাঠিয়েছিল। এই সরকারের প্রধান লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ আল-দিবেইবাহ তুরস্কের সমর্থন পেয়ে আসছেন। নাগর্নো-কারাবাখে আজারবাইজানের সামরিক অভিযানে সরাসরি কোনো ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে তুরস্ক, কিন্তু গত বছর তারা জানায় প্রতিবেশী ঘনিষ্ঠ মিত্র দেশকে সমর্থন দিতে তারা সামরিক প্রশিক্ষণ ও আধুনিকায়নসহ ‘সব ধরনের’ উপায় ব্যবহার করেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যেভাবে গণহত্যাকারী নাৎসিদের জবাবদিহি করা হয়েছিল, তেমনি যারা ফিলিস্তিনিদের ধ্বংস করতে চায় তাদেরও জবাবদিহি করা হবে। মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। আপনি ফিলিস্তিনিদের ধ্বংস করতে পারবেন না।’ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট মানবতার কণ্ঠস্বর হয়ে উঠেছেন। যারা এই ন্যায়সঙ্গত কণ্ঠস্বরকে স্তব্ধ করতে চাইছেন - বিশেষ করে ইসরাইলসহ আন্তর্জাতিক ইহুদিবাদী গোষ্ঠীগুলো - খুব আতঙ্কের মধ্যে রয়েছে।’ তিনি আরও বলেন, ‘ইতিহাস সব গণহত্যাকারী এবং তাদের সমর্থকদের পরিণতি একইভাবে অবসান ঘটিয়েছে।’ সোশ্যাল মিডিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানকে লক্ষ্য করে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাটজ মানহানিকর ও অপমানজনক মন্তব্য করার পর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। টানা ৯ মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি। গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের শুরু থেকেই তীব্র সমালোচনা করে চলেছেন প্রেসিডেন্ট এরদোগান। এর আগে গাজা উপত্যকায় নির্বিচার বোমা হামলার ঘটনায় গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন প্রেসিডেন্ট এরদোয়ান। সেসময় তিনি বলেন, বেঞ্জামিন নেতানিয়াহু আর অ্যাডলফ হিটলারের মাঝে কোনও পার্থক্য নেই। গাজায় ইসরাইলের হামলাকে ইহুদিদের প্রতি নাৎসিদের আচরণের সাথেও তুলনা করেন তিনি। ইসরাইল-ফিলিস্তিন সংকটে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন রয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম প্রভাবশালী সদস্য তুরস্কের। গত বছরের ৭ অক্টোবর গাজায় শুরু হওয়া ইসরাইলের বিমান ও স্থল হামলার সমালোচনা নিয়মিতভাবেই করছে দেশটি। একইসঙ্গে ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ বলে অভিহিত করে তুরস্ক বলেছে, ইসরাইলি নেতাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে বিচারের চেষ্টা করা উচিত। ইসরাইলের গাজা হামলায় সমর্থনকারী পশ্চিমা দেশগুলোও যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন এরদোগান। গত ডিসেম্বরে তুরস্কের এই প্রেসিডেন্ট বলেন, ‘তারা হিটলারকে নিয়ে খারাপ কথা বলত। হিটলারের সাথে আপনার পার্থক্য কী? এই নেতানিয়াহু কি হিটলারের চেয়ে কম করছেন? না কম করেন নাই।’ উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩৯ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৯১ হাজার মানুষ। মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরাইলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। রয়টার্স, আনাদোলু।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি, টগর সাধারণ সম্পদক নির্বাচিত
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু