গাজায় ২৪ ঘণ্টায় আরো ৬৬ ফিলিস্তিনিকে হত্যা
৩০ জুলাই ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ৩০ জুলাই ২০২৪, ১২:০৭ এএম
গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের সেনা এবং ফিলিস্তিনি যোদ্ধাদের লড়াই আরও তীব্র হয়েছে। দক্ষিণ গাজার দুটি প্রধান শহর রাফাহ এবং খান ইউনিসের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরাইলি ট্যাঙ্ক। ইসরাইলের তাণ্ডবে সেখানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরাইলের নৃশংস হামলার মুখে বাস্তুহারা ফিলিস্তিনিরা মধ্য গাজা উপত্যকার বুরেইজ এবং নুসেইরাত শরণার্থী শিবির থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সেখান থেকে সরে যাওয়ার জন্য ইসরাইলের নতুন নির্দেশনা আসার পর থেকেই ফিলিস্তিনিরা পালাতে শুরু করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা উপত্যকার ৮৬ শতাংশ ফিলিস্তিনি বর্তমানে এ ধরনের আদেশের অধীনে রয়েছেন। প্রায় প্রতিদিনই গাজার এখানে সেখানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। অবরুদ্ধ এই উপত্যকার কোনো স্থানই এখন আর নিরাপদ নেই। বাস্তুহারা ফিলিস্তিনিরা যেখানেই আশ্রয় নিচ্ছেন সেখান থেকেই তাদের পালাতে বাধ্য করছে ইসরাইলি সৈন্যরা।
গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। সেখানে এখনো সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯০ হাজার ৮৩০ জন। এদিকে ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে ১২ জন নিহত হওয়ার ঘটনার উপযুক্ত জবাব দিতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে চাপ দিচ্ছে ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। শনিবার (২৭ জুলাই) গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। মাজদাল শামস নামক একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।
লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর চার সদস্য নিহত হওয়ার পরই এই হামলা চালানো হলো। ইসরাইলের দাবি লেবাননভিত্তিক সংগঠন হিজবুল্লাহ ওই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। তবে এই হামলার কারণে হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।
নেতানিয়াহু ভুল, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করা অসম্ভব : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের সম্পূর্ণ নির্মূলকে গাজায় যুদ্ধবিরতির প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু এই উদ্দেশ্য অবাস্তব, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মালয়েশিয়া সফর শেষে সাংবাদিকদের বলেছেন।
‘এই রক্তপাতের অবসানের কোন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মাধ্যমে ইসরাইল যুদ্ধবিরতির আহ্বানের প্রতিক্রিয়ায় বলেছে যে, হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত এটি থামবে না। আমার এবং আমার অনেক সহকর্মীর মতে, মুসলিম বিশ্বের যথেষ্ট সমর্থন সহ সংস্থাটির যথেষ্ট সক্ষমতা রয়েছে, বিদ্যমান সংগঠনটিকে নির্মূল করা একটি অবাস্তব কাজ,’ মন্ত্রী বলেছিলেন।
ল্যাভরভ উল্লেখ করেছেন যে, কিছু দেশ নতুন সমঝোতা প্রস্তাব তৈরি করার চেষ্টা করছে যা ধাপে ধাপে সহিংসতার অবসানের আহ্বান জানায়, ‘ইসরাইল অবিলম্বে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে’। ‘কিছু আরব দেশ, মিশর এবং কাতার আমেরিকানদের সাথে কাজ করছে, এবং তারা ইসরাইলিদের সাথে কিছু বৈঠকও করে। আমার মতে, ফিলিস্তিনিদের এমন বৈঠক থেকে বাদ দেয়া খুব ভালো নয় যেগুলো শেষ পর্যন্ত তাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য ডিজাইন করা হয়েছে। এই বিষয়ে, আমরা ফিলিস্তিনি ঐক্য পুনরুদ্ধারে সহায়তা অব্যাহত রাখব,’ বলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। সূত্র : আল-জাজিরা, বিবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে কল্লোল সভাপতি, টগর সাধারণ সম্পদক নির্বাচিত
পেকুয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ কারবারি আটক
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইউক্রেনে আরও ৬০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে জার্মানি
দেশের ইতিহাসে প্রথম গোয়েন্দা জাহাজ উন্মোচন ইরানের
বিয়ে না করেও ৩২ বছর বয়সে ৮৭ সন্তানের পিতা!
৮ ফেব্রুয়ারী কক্সবাজারে আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান
মোবারকগঞ্জ সুগার মিলে চিনি খেতে বাধা দেওয়াই মারামারি : আহত-১, আটক-২
বিরলে সীমান্ত এলাকায় বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার
বিএসএফের হাতে আটক যুবক ফেরত আনলো বিজিবি
নিজেকে আ.লীগের চক্রান্তের শিকার দাবি এনবিআরের সেই মতিউরের
হিলিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ
মহিলাদের জন্য সংসদে কোন সংরক্ষিত আসন চাই না : মুফতি ফয়জুল করীম
কারামুক্ত ডেসটিনির এমডি রফিকুল আমীন
ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী তারুণ্য উৎসব উদযাপন
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু