টিম ওয়ালজ হলেন কমলা হ্যারিসের রানিংমেট
০৮ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৮ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট পদে টিম ওয়ালজকে প্রার্থী করেছে ডেমোক্র্যাট দল। কে এই টিম ওয়ালজ? টিম ওয়ালজ হলেন সাবেক শিক্ষক, বর্তমানে মিনেসোটার গভর্নর এবং প্রগতিশীল রাজনীতিক বলে পরিচিত। তিনিই এখন জো বাইডেনের জায়গায় ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। মঙ্গলবার সকালে কমলা হ্যারিস ঘোষণা করেছেন, টিম ওয়ালজ তার রানিংমেট হবেন। সামাজিক মাধ্যম এক্স-এ হ্যারিস বলেছেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি টিম ওয়ালজকে আমার রানিংমেট হতে বলেছি। গভর্নর, প্রশিক্ষক, শিক্ষক হিসাবে দীর্ঘদিন ধরে তিনি ওয়ার্কিং ফ্যামিলির জন্য কাজ করে যাচ্ছেন। তাকে আমার টিমে পাওয়া খুব বড় ব্যাপার। আর টিম ওয়ালজও এক্স-এ লিখেছেন, আমার কাছে এটা খুব বড় সম্মান। আমি রাজি। ভাইস প্রেসিডেন্ট হ্যারিস দেখিয়ে দিচ্ছেন, রাজনীতিতে কী করা সম্ভব। এটা আমাকে স্কুলের প্রথম দিনের কথা মনে পড়িয়ে দিচ্ছে। মিনেসোটাকে সুইং স্টেট বলা হয় না, গত ১২ বছর ধরে প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্য ডেমোক্র্যাটদের ভোট দিয়ে আসছে। ইলেকটোরাল কলেজে এই রাজ্যের ১০টি ভোট রয়েছে। কিন্তু টিম ওয়ালজের গুরুত্ব হলো, মিনেসোটার বাইরে অন্য রাজ্যে ভোটদাতাদের মধ্যে তার প্রভাব আছে, বিশেষ করে গ্রামের দিকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে। হাইস্কুল শেষ করে ওয়ালজ ন্যাশনাল গার্ডে নাম লেখান এবং ২৪ বছর সেখানে ছিলেন। তিনি স্কুল শিক্ষকও ছিলেন। যুক্তরাজ্যের দুইটি রাজ্যে তিনি শিক্ষকতা করেন। তিনি সেখানে হাইস্কুলের ফুটবল দলের কোচ ছিলেন। ওয়াশিংটনের অ্যামেরিকান ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফিলিপো ট্রেভিসন ডিডাব্লিউকে বলেছেন, তিনি জাতীয় স্তরে খুব যে পরিচিত তা নয়, কিন্তু তার এই অভিজ্ঞতার কারণে তিনি খুব বিশ্বাসযোগ্যভাবে ভোটদাতাদের একটা অংশের কাছে সহজে পৌঁছাতে পারবেন। ট্রেভিসন মনে করেন, হ্যারিস যে ওয়ালজকে বেছে নিয়েছেন, তার কারণ তিনি গ্রামের ভোটদাতার কাছে পৌঁছাতে চান। তিনি জানিয়েছেন, ট্রাম্প ও তার রানিংমেট ভান্স মধ্যবিত্তদের সম্পর্কে বেশি জানেন না। কিন্তু ওয়ালজ মধ্যবিত্ত শ্রেণির মানুষ। ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত ওয়ালজ মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য ছিলেন এবং কমিটি অফ ভেটেরান্স অ্যাফেয়ার্সের সদস্য ছিলেন। ২০১৮ সালে তিনি মিনেসোটার গভর্নরের নির্বাচনে জিতে যান। গভর্নর থাকার সময় তিনি বেশ কিছু প্রগতিশীল পদক্ষেপ নেন, যার মধ্যে অন্যতম হলো গর্ভপাতের অধিকার, বিনোদনের জন্য মারিজুয়ানাকে আইনসঙ্গত করা এবং বাচ্চাদের স্কুলে মিড ডে মিল চালু করা। ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসাবে তার নাম যখন তালিকায় রাখেন হ্যারিস, তখন অনেক মিডিয়াই তাকে খুব বেশি গুরুত্ব দেয়নি। তার গ্রামের পশ্চাদপট ও সকলের কাছে তার আবেদন কতটা তা নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। কিন্তু তিনি দ্রুত প্রচারের আলোয় আসেন। তিনি একটি সাক্ষাৎকারে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে ‹অদ্ভুত› বলেন। এই কথাটা ভাইরাল হয়ে যায়। হ্যারিসও তার প্রচারে তা ব্যবহার করতে শুরু করেন। তার প্রেস বিজ্ঞপ্তি ও সামাজিক মিডিয়ার পোস্টে এটা ব্যবহার করা হতে থাকে। ওয়ালজ বলেছেন, তিনি বিশ্বাস করেন রিপাবলিকানরা যুক্তরাষ্ট্রের গ্রামগুলিকে ধ্বংস করেছে। সেখানকার মানুষদের বিভাজনের পথে নিয়ে গেছে। ওয়ালজ জানিয়েছেন, তাদের কাজ হবে সব মানুষকে একজোট করা, সরকারি স্কুলগুলির উন্নতি করা এবং সকলের জন্য কম খরচে ভালো স্বাস্থ্য পরিষেবা দেয়া। সিএনএন, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ
ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
‘নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন’
‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই’