চারটি সহিংস গোষ্ঠী অভিবাসী ও মুসলিমবিরোধী কাজ করছে
১৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৪ আগস্ট ২০২৪, ১২:০৫ এএম
ইউরোপে চরম ডানপন্থীদের উত্থানের সর্বশেষ প্রতীকগুলোর একটি হল ব্রিটেনের চরম সহিংসতার প্রকাশ। একটি কিশোর ছুরি দিয়ে একটি নাচের ক্লাসে আক্রমণ চালিয়ে তিন ছাত্রীকে হত্যা করার পর ব্রিটেনের বেশ কয়েকটি শহরে গণবিক্ষোভ শুরু হয়ে গেছে। পার্সটুডের মতে, অপ্রমাণিত অভিযোগে আশ্রয়প্রার্থীদের ওপর উগ্র ব্রিটিশ জাতীয়তাবাদীদের হামলায় লক্ষাধিক অভিবাসীর জীবন বিপন্ন হয়ে পড়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই পরিস্থিতিকে চরম ডানপন্থীদের সহিংসতাকামী এবং গুন্ডামিসহ মস্তিষ্কহীন ছোট্ট একটি সংখ্যালঘুর আচরণের ফল বলে উল্লেখ করেছেন। ওই সহিংসতা ও অস্থিরতা মোকাবেলা করা হবে বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন। ইংল্যান্ডে অভিবাসীদের বিরুদ্ধে উসকানি দেয়াসহ জনমত সৃষ্টির আন্দোলন সম্প্রতি একটি উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছে। ইংল্যান্ডের উগ্র ও জাতীয়তাবাদী গোষ্ঠীগুলো একদিকে সাইবার স্পেস এবং রাজনৈতিক অঙ্গন-উভয় ক্ষেত্রেই অভিবাসীদেরকে একটি জাতীয় হুমকি বলে মনে করে। এরইমধ্যে, মেহর সংবাদ সংস্থার তদন্ত অনুযায়ী চারটি ভয়ংকর গোষ্ঠী অভিবাসীদের বিরুদ্ধে তীব্র সহিংসতা উস্কে দিচ্ছে। গ্রুপগুলো হল: চরমপন্থী ‹ব্রিটেন ফার্স্ট› নামক গোষ্ঠী, ব্রিটেন ফার্স্ট যুক্তরাজ্যের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী বিরোধী এবং মুসলিম বিদ্বেষী আন্দোলনগুলোর একটি। উগ্র ডানপন্থি এই গোষ্ঠীটি একটি নব্য-ফ্যাসিবাদী দল এবং ঘৃণ্য গোষ্ঠী হিসাবে পরিচিত। ব্রিটিশ ন্যাশনাল পার্টি (বিএনপি) এর প্রাক্তন সদস্যদের মাধ্যমে ২০১১ সালে এই গোষ্ঠীটি প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটেনের এই উগ্র ডানপন্থি গোষ্ঠীর এক প্রচারক জিম ডভসন। সে সুস্পষ্ট ভাষায় খোলামেলাভাবে মুসলমান, তাদের মসজিদ এবং অভিবাসীদের ওপর হামলা চালানোর কথা বলে। সে ব্রিটেনের ইসলামিকরণ এবং বহুসংস্কৃতিবাদ সম্পর্কে ধ্বংসাত্মক কন্টেন্টও তৈরি করে। মৌলবাদী এই গোষ্ঠীটির অত্যন্ত বিপজ্জনক এবং উদ্বেগজনক কার্যকলাপ হলো ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম বিরোধী র্যাডিকাল প্রোপাগান্ডা চালানো। এদের রাজনৈতিক দলের নেপথ্যে একটি সামরিক শাখাও রয়েছে যা খুবই বিপজ্জনক। দ্বিতীয়ত,ব্রিটিশ প্রতিরক্ষা লীগ আরেকটি উগ্র গোষ্ঠী যারা ব্রিটেনে ইসলাম ও অভিবাসী বিরোধী ব্যাপক বিক্ষোভ ও মিছিল করেছে। টমি রবিনসন, যার আসল নাম স্টিভেন ক্রিস্টোফার ইয়াক্সলে-লেনন, এই বিতর্কিত দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা। তার আগের অপরাধের কারণে ইংল্যান্ড থেকে পালিয়ে গেছে, কিন্তু সে তার ভক্ত এবং অতি-ডানপন্থী গোষ্ঠীগুলোকে সোশ্যাল মিডিয়ায় মুসলিম ও অভিবাসীদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ করতে উস্কানি দিচ্ছে। তৃতীয়ত, গত কয়েক বছরে, ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্স পার্টি অভিবাসী বিরোধী উস্কানী দিয়েছে এবং চরমপন্থীদের প্রতি প্রকৃত সহানুভূতি প্রকাশ করেছে। চতুর্থত, লোন উলভস বা নিঃসঙ্গ নেকড়ে আরেকটি চরমপন্থী গোষ্ঠী। এই গোষ্ঠীর সদস্যরাও ইংল্যান্ডের সহিংসতাকামী চরম ডানপন্থী মতাদর্শে বিশ্বাসী। ২০১৬ সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হেলেন জোয়ান কক্স এর হত্যাকা- চরমপন্থী এই লোন উলভস-এর কাজ। হেলেন জোয়ান কক্স ছিলেন লেবার পার্টির সদস্য। তিনি প্রকাশ্যে ইহুদিবাদী ইসরাইলি অপশাসনের বিরোধিতা করতেন এবং ফিলিস্তিনি ও সিরিয়ার জনগণকে সমর্থন করেছিলেন। তাকে তিনটি গুলি ও সাতটি ছুরিকাঘাতে নিহত হয়েছিল। হত্যা করার সময় তার হত্যাকারী চিৎকার করে বলছিল : ব্রিটেন আগে, ব্রিটেন আগে। অবশেষে নিশ্চিতভাবে বলা যায় যে ইংল্যান্ডে অভিবাসী এবং মুসলমানদের বিরুদ্ধে চরম ডানপন্থী আন্দোলনের লড়াই বরফ পাহাড়ের একটি প্রান্ত মাত্র। স্পষ্টভাবেই দেখা যায় বর্ণবাদ এবং অভিবাসন বিরোধী মনোভাব ব্রিটেনে প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। ইরনা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন
ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত
পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ
টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা
স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল
কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বিরলে বিরল প্রজাতির লক্ষীপেঁচা উদ্ধার
সাগর-রুনি হত্যা: সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
অবিশ্বাস্য নতুন চুক্তিতে প্রতি মিনিটে রোনালদোর আয় ৪৩ হাজার টাকা!
মতলবের মেঘনা -ধনাগোদা নদীতে বিশেষ কম্বিং অভিযানে জাগ উচ্ছেদ ও জাল জব্দ
ঘোষণাপত্র নিয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য: জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক
মির্জাপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ
জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকলের অবদানকে সম্মান করে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে: এবি পার্টি
কালীগঞ্জে শীতার্তদের মাঝে বিএনপির কম্বল বিতরণ
‘নির্বাচন কেন্দ্রিক ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকুন’
‘আরও আলোচনার ভিত্তিতে ঘোষণাপত্র প্রণয়নে গুরুত্ব দিয়েছেন সবাই’