ইন্টারনেট বিঘ্ন ইস্যুতে পাকিস্তান সরকারকে হাইকোর্টের তোপ
১৭ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
পাকিস্তানে সারাদেশে চলমান ইন্টারনেট বিঘœ ইস্যুতে সরকারের তীব্র সমালোচনা করেছেন দেশটির লাহোর হাইকোর্ট। বিচারপতি শাকিল আহমেদ এ ইস্যুতে সরকারের ‘অজ্ঞতা’ এবং ‘গুরুত্বের অভাব’ দেখানোর কথা উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবীর সমালোচনা করেন।
গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তানে ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্রাহকরা। এসব প্ল্যাটফর্ম ব্যবহারে ধীরগতি, সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ নানা সমস্যার অভিযোগ করে আসছেন তারা।
দীর্ঘদিন ধরে তথাকথিত ‘ফায়ারওয়াল’ স্থাপনের জেরে ইন্টারনেট বিঘœ ঘটছে বলে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, সাইবার নিরাপত্তা হুমকি মোকাবেলায় সরকার তাদের ‘ওয়েব ব্যবস্থাপনা ব্যবস্থা’ আপগ্রেড করছে।
এ বিষয়ে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী শাজরা ফাতেমা খাজা জানান, ইন্টারনেট বিঘœ ইস্যুতে ইতিমধ্যেই পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ) এবং অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে সরকার। পিটিএ কর্মকর্তারা সিনেটের একটি কমিটিতে জানিয়েছেন, বিষয়টি তারা ‘নিরূপণ’ করছেন এবং দুই সপ্তাহের মধ্যে তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে একটি স্পষ্ট ধারণা দিতে পারবেন।
এদিকে, পাকিস্তান সফটওয়্যার হাউস অ্যাসোসিয়েশন সতর্ক করে জানিয়েছে, চলমান ইন্টারনেট বিঘেœর কারণে দেশটির অর্থনীতির প্রায় ৩০০ মিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। এ পরিস্থিতিতে লাহোরের বাসিন্দা আইনজীবী মুহাম্মদ নাদিমের দায়ের করা একটি আবেদনের শুনানি করেন বিচারপতি শাকিল আহমেদ।
শুনানির শুরুতেই বিচারক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে দুপুর ১২টার মধ্যে আদালতে হাজির হওয়ার জন্য ফেডারেল সরকারের আইনজীবীকে নির্দেশ দেন।
পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা নাইমান আদালতে হাজির হয়ে ‘ইন্টারনেট বিঘেœর বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন’ জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে সময়ের আবেদন করেন। তিনি যুক্তি দেখান, ‘আমাদের পিটিএকে জিজ্ঞাসা করতে হবে কেন ইন্টারনেট ধীর গতি এবং কী ঘটেছে।’
এ পর্যায়ে বিচারপতি শাকিল আহমেদ মন্তব্য করেন, ‘এটি জনস্বার্থের বিষয় এবং আপনাদের (এই ইস্যুতে) পর্যাপ্ত তথ্যও নেই।’
পরে বিচারক জানান, এ বিষয়ে তিনি রায় সংরক্ষণ করছেন। আবেদনটি জনস্বার্থ সংশ্লিষ্ট উল্লেখ করে বিচারপতি শাকিল আহমেদ বলেন, এ বিষয়ে যথাযথ নির্দেশনা জারি করা হবে।
আবেদনে যা বলা হয়েছে : ডনের ওয়েবসাইটে প্রকাশিত আবেদনপত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার আইনজীবী মুহাম্মদ নাদিম আবেদনটি দায়ের করেন।
মামলাটিতে আইন ও তথ্য মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের পাশাপাশি পিটিএ চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আবেদনে ‘ফেডারেল সরকারের (ইন্টারনেট বন্ধ) পদক্ষেপকে সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক’ হিসেবে অভিহিত করে তাকে ‘অসাংবিধানিক ও বেআইনি’ ঘোষণা করার জন্য আদালতের নিকট অনুরোধ জানানো হয়েছে।
আবেদনকারীর মতে, সরকারের এ পদক্ষেপ সংবিধানের ৯ (ব্যক্তিগত নিরাপত্তা), ১৮ (বাণিজ্য, ব্যবসা বা পেশার স্বাধীনতা), ১৯ (বাক স্বাধীনতা), ১৯ক (তথ্যের অধিকার) এবং ২৫ক (নাগরিকদের সমতা) অনুচ্ছেদের লঙ্ঘন। এতে ফেডারেল সরকারকে সারাদেশে ‘নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করার’ জন্য আদালতের আদেশ জারি করারও আহ্বান জানানো হয়েছে। সূত্র : ডন অনলাইন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ফুডি অ্যাপে ডোমিনোজের পিৎজা অর্ডার করলেই ৪০% ছাড়!
জুলাই ঘোষণাপত্র নিয়ে আজকের বৈঠকে যাচ্ছে না বিএনপি
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলায় গ্রেপ্তার নিয়ে যা জানালেন দুই উপদেষ্টা
ভোরে মিলল রাস্তার পাশে শিশু সাফওয়ানের লাশ
রেস্তোরাঁ, ওষুধ ও আইএসপিতে ভ্যাট আরোপ থেকে পিছিয়ে আসতে পারে সরকার
লস অ্যাঞ্জেলেসে এবার ‘আগুন টর্নেডোর’ আশঙ্কা
দেশে এইচএমপিভিতে আক্রান্ত নারীর মৃত্যু
মোংলায় ভটভটি উল্টে ২ জন নিহত, আহত ২
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রকাশ
নাম ভাঙিয়ে তদবির-টেন্ডারবাজি: সতর্ক করলেন সারজিস
গুলশান থেকে ওবায়দুল কাদেরের ‘পালিত ছেলে’ গ্রেফতার
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
বায়ুদূষণে আজ সবার শীর্ষে ঢাকা
শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
বাবরের মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে নেতাকর্মীদের ভিড়
ব্যাংক খাত নিপুন কারিগরের মতো যেভাবে ধ্বংস করেন এসকে সুর
প্রধান উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠক বর্জন করবে লেবার পার্টি
দেশে ফিরতে চান মডেল তিন্নি হত্যা মামলায় খালাস পাওয়া অভি
দুর্নীতির মাধ্যমে পুতুলের ডব্লিউএইচও'র পদ পাওয়ার অভিযোগ: দুদকের অনুসন্ধান শুরু
বাড়িতে ঢুকে সাইফ আলিকে ৬ বার ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি