কবরস্থানে জায়গা মিলছে না
১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ১৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম
ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের দোহায় চলমান আলোচনা কোন পর্যায়ে রয়েছে তার কোনো পরিষ্কার চিত্র তাদের কাছে নেই। এই আলোচনা থেকে এখনো কোনো ইতিবাচক আভাস মেলেনি। আলোচনায় যোগ না দেওয়া হামাস আরো বলেছে, এটা এখন স্পষ্ট যে ইসরাইল নতুন শর্ত যোগ করছে। এর আগে হামাস বলেছিল, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কিছুদিন আগে দেওয়া প্রস্তাবের আলোকেই আলোচনা এগিয়ে নিতে হবে। গাজায় যুদ্ধবিরতি ও ইসরাইলি জিম্মি মুক্তি নিয়ে কাতারের দোহায় শুক্রবার দ্বিতীয় দিনের মতো আলোচনা শুরুর কথা। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের সঙ্গে এই আলোচনায় ইসরাইল অংশ নিলেও হামাসের কোনো প্রতিনিধিদল দোহায় পাঠানো হয়নি। সংগঠনটি বলেছিল, শুধু আলোচনার জন্য আলোচনায় তারা আগ্রহী নয়, কারণ এ আলোচনাকে ইসরাইল তার হামলা চালিয়ে যাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। এদিকে গাজায় ১১ মাস ধরে চলমান ইসরাইলের হামলা ও লড়াইয়ে নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এত মানুষের মৃত্যুতে গাজার কবরস্থানগুলোয় লাশ দাফনের জায়গাও ফুরিয়ে আসছে। খান ইউনিসে কবর খোঁড়ার কাজ করা নাজয় আবু হাতেব বলেন, ‘হামলা শুরুর পর থেকে কবর খোঁড়ার কাজ থামছে না। আজ এক দিনেই আমি অন্তত ৭০টি কবর খুঁড়েছি। আমরা ক্লান্ত। এই হামলা যেন এবার শেষ হয়।’ দোহার আলোচনা প্রসঙ্গে হামাসের মুখপাত্র ওসামা হামদান বলেন, মধ্যস্থতাকারীরা এখনো দূরত্ব কমানোর বিষয়ে কথা বলছেন। এটি পরিষ্কার যে ইসরাইলি পক্ষ আরো শর্ত যোগ করছে। তারা আরো নতুন ইস্যুতে কথা বলছে। হামাদান বলেন, ‘আমি মনে করি, ইসরাইল আলোচনা প্রক্রিয়াকে হেয় করার চেষ্টা করছে। হামাস মুখপাত্র বলেন, তারা গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি করে আসছেন। মধ্যস্থতাকারীদের কাছ থেকে আগে এই ব্যাপারে নিশ্চয়তাও পেয়েছিলেন। ইসরাইল যদি কোনো ইতিবাচক আভাস দেয়, তাহলে হামাস আলোচনায় অংশ নিতে আগ্রহী হবে। তবে তেমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। ইসরাইলের গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র, কাতার ও মিসর যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর কাজ করছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে গত বৃহস্পতিবার দোহায় আশাব্যঞ্জক আলোচনা শুরুর কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, আরো অনেক কাজ বাকি রয়েছে। এদিকে গাজায় ছয় লাখ ৪০ হাজারের বেশি শিশুকে পোলিও টিকা দিতে লড়াইয়ে সাত দিনের বিরতি দিতে লড়াইরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানায়, তারা চলতি মাসের শেষে গাজার ১০ বছরের নিচের শিশুদের পোলিও টিকা দিতে চায়। মানবিক বিরতি ছাড়া গাজায় এই কার্যক্রম চালানো সম্ভব নয়। এদিকে ইসরাইলের প্রতিবেশী লেবাননের প্রভাবশালী হিজবুল্লাহ গোষ্ঠী ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ ও বিশাল ক্ষেপণাস্ত্র লঞ্চারের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ইসরাইলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে যাওয়ার হুমকির মধ্যে এ ভিডিও প্রকাশ করে নিজেদের শক্তি তুলে ধরল হিজবুল্লাহ। হিজবুল্লাহর সাড়ে চার মিনিটের ভিডিওটিতে দেখা যায় পাথর কেটে বানানো প্রশস্ত, আলোকিত সুড়ঙ্গের মধ্য দিয়ে মোটরসাইকেল ও ট্রাকসহ অন্যান্য যানবাহন চলছে। ভিডিও দেখে ধারণা হয় যে হিজবুল্লাহর যোদ্ধারাই এসব যান চালাচ্ছেন। কিছু কিছু ট্রাকে ক্ষেপণাস্ত্র পরিবহন করা হচ্ছে বলেও মনে হয়। ‘আমাদের পর্বতগুলো আমাদের গুদাম’ শিরোনামে ভিডিওটিতে সুড়ঙ্গের প্রবেশপথের দরজা খোলা এবং আকাশের দিকে তাক করা ক্ষেপণাস্ত্র লঞ্চার দেখানো হয়। এদিকে ফিলিস্তিনি অধ্যুষিত আরেক ভূখ- পশ্চিম তীরের একটি গ্রামে আক্রমণ করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, গত বৃহস্পতিবার রাতে গ্রামের কয়েকটি বাড়ি, দোকান ও গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় একদল বসতিস্থাপনকারী। তাদের গুলিতে ২২ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হন। ফ্রান্স ও যুক্তরাজ্য এ হামলার নিন্দা জানিয়েছে। এএফপি, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি