ভেনেজুয়েলায় বিক্ষোভ অব্যাহত, আটক ২৪০০
১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
গত মাসের নির্বাচনে নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পর থেকেই ভেনিজুয়েলায় বিরোধীদের বিক্ষোভ চলছে। শনিবার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো রাজধানী কারাকাসে হাজার হাজার বিক্ষোভকারীদের সাথে যোগ দিয়েছেন এবং তাদের ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন।বিদ্রোহের অভিযোগে এতোদিন আত্মগোপনে ছিলেন মাচাদো। ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। মাচাদো বলেছেন,জনগণকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ বলতে হবে। জনগণের আওয়াজের ওপর আর কিছু নেই। বিক্ষোভকারীদের তিনি আরও বলেন, ‘আমরা রাস্তা ছাড়ব না।’ মাদুরোকে হার স্বীকার করে নিতে চাপ দেওয়ার জন্য দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি। মাদুরো জোর দিয়েছিলেন যে তিনি তৃতীয় ছয় বছরের মেয়াদে জয়ী হয়েছেন। কিন্তু ভোট গণনার অনলাইন তথ্য প্রকাশ করে বিরোধীরা দাবি করেছে যে, তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচনের পর থেকে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় এ পর্যন্ত প্রায় দুই হাজার ৪০০ জনের বেশি মানুষকে আটক করেছে প্রেসিডেন্ট মাদুরোর অনুগত নিরাপত্তা বাহিনী। রাস্তায় যারা বিক্ষোভ করছেন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যারা বিক্ষোভকে সমর্থন ও মাদুরোর সমালোচনা করেছেন, তাদের দমন করায় মাদুরো সরকারের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অপর এক খবরে বলা হয়, ভেনিজুয়েলার বিরোধীরা শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। শনিবার রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে এ অঙ্গীকার করেছেন। খবরে বলা হয়েছে, বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ডাকে সাড়া দিয়ে ভেনিজুয়েলার বিভিন্ন শহর এবং স্পেন, বেলজিয়াম ও অষ্ট্রেলিয়ায় লোকজন বিক্ষোভ করে। মাচাদো সকলকে ‘সত্যের জন্যে বিক্ষোভ’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। এ ছাড়া তিনি আত্মগোপন থেকে বেরিয়ে এসে রাজধানীতে নিজেই সমাবেশে নেতৃত্ব দেন। এ সময়ে হাজার হাজার বিক্ষোভকারীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা রাস্তা ছাড়বো না। শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের অধিকার।” ভেনিজুয়েলায় গত ২৮ জুলাইয়ের নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। গঞ্জালেজ পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোট। কিন্তু বিরোধী দল মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন। এরপর থেকেই তারা বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে। নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়। বিবিসি, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত