কমলাকে হারাতে ট্রাম্প এবার তুলসীর শরণাপন্ন
১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৯ আগস্ট ২০২৪, ১২:০৪ এএম
তিনি প্রকাশ্যেই ভারতকে ভালোবাসার কথা বলেন। হিন্দুধর্ম তার মতে শ্রেষ্ঠ ধর্ম! গীতা শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একদা গীতা উপহার দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। আমেরিকার কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য সেই তুলসী গ্যাবার্ডকে এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রচার টিমে ঠাঁই দিতে চলেছেন বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে। প্রেসিডেন্ট ভোটে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ‘ভারতীয় বংশোদ্ভূত ভোটব্যাংক’ ভাঙতেই ট্রাম্পের এই পদক্ষেপ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন। একদা আমেরিকার কংগ্রেসের একমাত্র হিন্দু প্রতিনিধি তুলসী ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন। ঘটনাচক্রে, ২০২০ সালে বাইডেনের সাথে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। ‘নিউ ইয়র্ক টাইমস’ প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফ্লরিডার মারে-এ-লাগোয় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং কমলার প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট হতে চলেছে। তুলসী ওই মুখোমুখি বিতর্কের প্রস্তুতিতে ট্রাম্পের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছেন বলে মারে-এ-লাগোর বৈঠকে উপস্থিত দুই রিপাবলিকান নেতা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস এ খবর জানায়। এদিকে, খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল বিক্রি করে ৩ লাখ ডলার কামিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৩ কোটি ৫১ লাখেরও বেশি টাকা (১৭ আগস্টের হিসাব ১ ডলার= ১১৭.০৬ টাকা হিসাবে)। শুক্রবার ট্রাম্পের ২৫০ পৃষ্ঠার আর্থিক নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশন। তাতে এই তথ্য উঠে আসে। প্রকাশিত নথির বরাতে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রিপাবলিকান নেতা ‘দ্য গ্রিনউড বাইবেল’ বিক্রি থেকে ৩ লাখ ডলার আয় করেছেন। এটি বাইবেলের উন্নত সংস্করণ যার প্রতিটির খুচরা মূল্য ৫৯ দশমিক ৯৯ ডলার। এতে গড ব্লেস দ্য ইউএসএ বলে প্রার্থনা বাক্য রয়েছে। এছাড়া ট্রাম্পের নিজের সইযুক্ত বাইবেলের একটি সীমিত সংস্করণ রয়েছে, যার প্রতিটির মূল্য ১ হাজার ডলার ধরা হয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে বাইবেল বিক্রি শুরু করেন ট্রাম্প। ওই সময় তার বিরুদ্ধে আদালতে একটি জালিয়াতি মামলার বিচারকাজ চলছিল। গত ২৬ মার্চ ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে একটি ভিডিও পোস্ট করেন। তাতে তিনি তার অনুসারীদের ‘গড ব্লেস দ্য ইউএসএ’ বাইবেল কেনার আহ্বান জানান। বিরোধী ও সমালোচকরা তখন ট্রাম্পের এমন কাজের তীব্র সমালোচনা করে বলেন, ব্যবসায়ে জালিয়াতি মামলার জরিমানার অর্থ যোগাতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত