বিএমডব্লিউ ৭ লক্ষাধিক গাড়ি ফিরিয়ে নেবে
২৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম
পানির পাম্পের ত্রুটির কারণে ৭ লাখ ২০ হাজারেরও বেশি গাড়ি ফিরিয়ে নিচ্ছে জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি বিএমডব্লিউ। পাম্পের বৈদ্যুতিক সংযোগের ত্রুটি থেকে সৃষ্ট শর্টসার্কিটের কারণে এসব গাড়িতে আগুন লাগার আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) সূত্রে এ তথ্য জানা গেছে। এনএইচটিএসএর প্রতিবেদনে বলা হয়েছে, এসব গাড়ির পানির পাম্পে পর্যাপ্ত সিলিং নেই। ফলে বৈদ্যুতিক সংযোগস্থলে পানি ঢুকে শর্টসার্কিট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে গাড়িগুলোয় আগুন লেগে যাওয়ার আশঙ্কাও আছে। এ পরিপ্রেক্ষিতে গাড়িগুলো মেরামতের জন্য ফিরিয়ে নিতে বিএমডব্লিউকে আদেশ দেয়া হয়েছে। এনএইচটিএসএ জানিয়েছে, এ সিদ্ধান্তের আওতায় এক্স১, এক্স৩ ও এক্স৫ মডেলসহ আরো বেশকিছু গাড়িমালিকদের থেকে ফিরিয়ে নেয়া হবে। গাড়িমালিকদের অক্টোবরে এ বিষয়ে নোটিস পাঠানো হবে। এতে তাদের বিনামূল্যে গাড়ির প্রয়োজনীয় অংশ মেরামত করতে বিএমডব্লিউর অনুমোদিত কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশনা থাকবে। ত্রুটি মেরামতের পর তা মালিকদের ফেরত দেয়া হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, গাড়িগুলোর পানির পাম্প ও সংযোগস্থল পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বদলে ফেলা হবে। পাম্প থেকে কোনো তরল পদার্থ যাতে বৈদ্যুতিক সংযোগস্থলে প্রবেশ করতে না পারে, এজন্য একটি শিল্ডও বসানো হবে। জানা গেছে, চলতি মাস পর্যন্ত বিএমডব্লিউর ত্রুটিপূর্ণ পাম্প নিয়ে প্রায় ১৮ জন গ্রাহক অভিযোগ করেছেন। তবে কোম্পানিটির দাবি, এ ত্রুটির কারণে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা বা আঘাতের ঘটনা ঘটেনি। জুলাইয়ের পর তৃতীয়বারের মতো বিএমডব্লিউর গাড়ি ফিরিয়ে নেয়ার ঘটনা ঘটল। বোল্টের সমস্যার কারণে গত ২৪ জুলাই উত্তর আমেরিকায় ২ লাখ ৯০ হাজারের বেশি গাড়ি ফিরিয়ে নেয় কোম্পানিটি। এ সমস্যার কারণে গাড়ির পেছনে ধাক্কা লাগলে অভ্যন্তরীণ কার্গো রেল পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এর আগে ১০ জুলাই এয়ারব্যাগে ইনফ্লেটরের সমস্যার কারণে ৩ লাখ ৯৪ হাজারের বেশি গাড়ি প্রত্যাহার করেছিল বিএমডব্লিউ। ইনফ্লেটরগুলো ধাক্কা লাগলে বিস্ফোরণ ঘটার আশঙ্কা ছিল। ফলে ধাতব টুকরার আঘাতে চালক ও যাত্রী আহত হতে পারত। এদিকে বারবার গাড়ি ফিরিয়ে নেয়ার ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি বিএমডব্লিউর সুনাম ঝুঁকিতে পড়তে পারে। কোম্পানিটি এরই মধ্যে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি ইউরোপে চীনে তৈরি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ওপর বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত হয়েছে। শুল্কের পরিমাণ হতে পারে সর্বোচ্চ ৩৮ শতাংশ। সিদ্ধান্তটি চীনকেন্দ্রিক হলেও বিশ্লেষকরা বলছেন, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ফক্স ওয়াগনের মতো বিখ্যাত গাড়ি নির্মাতারা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে। কেননা এসব কোম্পানিরই চীনে বড় আকারে উৎপাদন অবকাঠামো রয়েছে। ইউরো নিউজ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
তরুণদের মাঝে সাড়া জাগিয়েছে এবারের বিপিএল
মির্জাপুরে ৭ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের লিফলেট বিতরণ
শেরপুরে ফুটপাত কাম ড্রেন, ইউনিক সোল্ডার ও সড়কবাতি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
মানববন্ধন থেকে অতিরিক্ত ভ্যাট প্রত্যাহারের দাবি খেলাফত আন্দোলনের
মাদারীপুরে আইনজীবীদের শীতকালীন ক্রিকেট খেলা
কমলনগরে হার্ভেস্টার মেশিনের ধাক্কায় শিশু নিহত
পদ ফিরে পেলেন মির্জাপুর উপজেলা কৃষক দল আহ্বায়ক জাহাঙ্গীর মৃধা
রেস্তোরাঁর নামেও এস আলম ঋণ নেয় ২৩৪ কোটি টাকা
ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই এসএসসি পরীক্ষার্থী নিহত
টিউলিপের পদত্যাগ: এবার তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
দৌলতপুরে ইউসুফ হত্যা মামলায় গ্রেফতার ২
চবি প্রশাসনের শুভবুদ্ধি কামনায় 'হেদায়েত' সভা
যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনে আমাদের সম্পর্ক হোঁচট খাবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বাগমারায় বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধনে হামলা
ভুয়া ‘ব্র্যাড পিট’-এর প্রেমে পড়ে ৯ কোটি টাকা খোয়ালেন ফরাসি মহিলা
কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটিতে কিশোর খুন
সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে বর্তমান প্রেমিক খুন
ইবি শিক্ষার্থীকে মারধর, গড়াই ও রূপসা পরিবহনের পাঁচ বাস আটক
বেনাপোলে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা
পুতুলকে ডব্লিউএইচও থেকে অপসারণে অনলাইনে স্বাক্ষর গ্রহণ চলছে, ব্যাপক সাড়া