ত্রাণ কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ১২:০৬ এএম

 গাজা উপত্যকার কেন্দ্রস্থল থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরাইলি সেনারা। তাদের এই আদেশের কারণে গাজা উপত্যকায় ত্রাণসহায়তা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছে জাতিসংঘ। জাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, নিরাপত্তা জনিত উদ্বেগের কারণে তাদের দাতব্য সংস্থার কর্মীরা সোমবার কাজ করতে পারেননি। তারা বলছেন, ইসরাইলের ঘোষিত মানবিক অঞ্চলের কিছু অংশসহ দেইর আল-বালাহ শহর খালি করার নির্দেশ দেয়া হয়েছে। এই এলাকায় জাতিসংঘের ত্রাণ সহায়তা পরিচালনার প্রধান কেন্দ্র রয়েছে। ইসরাইলি নির্দেশনা দেয়ার পরপরই কর্মীদের দ্রুত এলাকা ছাড়তে হয়েছে। এমনকি বিভিন্ন সরঞ্জাম সেখানেই ফেলে আসতে হয়েছে। তবে জাতিসংঘের কর্মকর্তা জোর দিয়ে বলছেন, জাতিসংঘের সংস্থাগুলো গাজা ছেড়ে যাবে না। নিরাপদে কাজ করার জন্য তারা এখন নতুন জায়গার খোঁজ করছেন। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন। দেইর আল-বালাহ-এর স্থানীয় কর্মকর্তারা বলছেন, গত ১৬ আগস্ট ইসরাইলি সামরিক বাহিনীর আদেশ জারির পর থেকে প্রায় আড়াই লাখ মানুষ শহরের বিভিন্ন এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, এনজিও এবং পরিষেবা প্রদানকারী সংস্থার মানবিক কর্মীরা এবং তাদের পরিবারগুলোও আদেশের ফলে বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ বলেছে, রোববার ইসরাইলি সামরিক বাহিনীর জারি করার নতুন একটি আদেশের মধ্যে শহরের দক্ষিণের একটি অংশ পড়েছে, যেখানে জাতিসংঘ ও এনজিওর ১৫টি কার্যালয়ের পাশাপাশি জাতিসংঘের চারটি ত্রাণ গুদাম রয়েছে। সোমবার জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতিতে আমরা আজকে খাবার সরবরাহ করতে পারছি না। আজ সকাল পর্যন্ত আমরা গাজায় কাজ করছি না। তবে তিনি এ-ও বলেন, আমরা গাজা ছাড়ছি না। কারণ সেখানে জনগণের আমাদের প্রয়োজন। আমরা জাতিসংঘের কর্মীদের নিরাপত্তার বিষয়ের সঙ্গে ফিলিস্তিনিদের চাহিদার ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছি। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ-এর সিনিয়র ডেপুটি ফিল্ড ডিরেক্টর স্যাম রোজ সতর্ক করে বলেন, জাতিসংঘের কর্মী ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের গাজার খুব ছোট ছোট এলাকায় সংকুচিত করে ফেলা হচ্ছে। ভিডিও লিংকের মাধ্যমে নিউইয়র্কের সাংবাদিকদের তিনি বলেন, ইসরাইল ঘোষিত মানবিক অঞ্চল সংকুচিত হয়েছে। এটি এখন সমগ্র গাজা উপত্যকার মাত্র ১১ শতাংশ। তবে এই ১১ শতাংশ জমিই বসবাসের উপযোগী নয়। এগুলো বালির টিলা, জনাকীর্ণ এলাকা। সেখানে বসবাস করে মানুষ হাঁপিয়ে উঠছে। এদিকে দাতব্য সংস্থা এমএমএফ সতর্ক করে বলেছে, দেইর আল-বালাহ শহরের প্রধান চিকিৎসা কেন্দ্র আল-আকসা হাসপাতালের কাছাকাছি এলাকাগুলোও ইসরাইলি সামরিক বাহিনীর সর্বশেষ উচ্ছেদের আওতায় পড়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, রোববার হাসপাতাল থেকে মাত্র ২৫০ মিটার দূরে একটি বিস্ফোরণের ঘটনা আতঙ্কের সৃষ্টি করে, এতে অনেক মানুষ হাসপাতাল ছাড়তে বাধ্য হচ্ছে। এ ঘটনায় হাসপাতালটির কার্যক্রম আপতত স্থগিত করা উচিত কিনা তা বিবেচনা করা হচ্ছে। সংস্থাটি তথ্যমতে, প্রায় ৬৫০ রোগীর মধ্যে মাত্র ১০০ জন হাসপাতালে রয়ে গেছে, সাতজন নিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনাস ইব্রাহিম সোমবার বিবিসি আরবি’র গাজা টুডে প্রোগ্রামকে বলেন, পরিস্থিতি ‘অবর্ণনীয়’। তিনি জানান, উচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে, ফ্র্যাকচার এবং ক্ষতগ্রস্ত রোগীরা আক্রমণের সম্মুখীন হওয়ার ভয়ে হাসপাতাল থেকে সরে যেতে শুরু করে। সন্ত্রাস, ভয় এবং আতঙ্কের অনুভূতি হাসপাতালের সবার মধ্যে। তিনি বলেন, এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। রোগীদের জন্য এ শহরে বিকল্প হাসপাতাল না থাকায় আল-আকসা কয়েক সপ্তাহ ধরে ক্ষমতার বাইরে কাজ করছে। যুদ্ধরত সব পক্ষকে অবশ্যই হাসপাতালের পাশাপাশি রোগীদের চিকিৎসা অধিকারকে সম্মান করতে হবে। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় প্রায় ১২০০ ইসরাইলি নিহত ও আরও দুই শতাধিক ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১০ মাসেরও বেশি সময় ধরে গাজায় ইসরাইলি সামরিক বাহিনী হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহতের সংখ্যা ৯৩ হাজার ছাড়িয়েছে। বিবিসি।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক

মতলবে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা-সাবেক স্বামী আটক

লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

লক্ষ্মীপুর থেকে সাড়ে ৪ কোটি টাকার কষ্টিপাথর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা

অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি দলে শর্ট ও হার্ডি, কামিন্সকে নিয়ে শঙ্কা

'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা  জানালেন ইলন মাস্ক

'ব্লু অরিজিন' রকেট উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন,শুভকামনা জানালেন ইলন মাস্ক

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু

কমলনগরে ট্রাক্টরট্রলির চাপায় চটপটি বিক্রেতার মৃত্যু