ঊর্ধ্বমুখী বিটকয়েন, ক্রিপ্টো মিলিয়নেয়ার বেড়েছে ৯৫%
৩০ আগস্ট ২০২৪, ১২:৪০ এএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৪, ১২:৪০ এএম
বিশ্বে ক্রিপ্টো মিলিয়নেয়ারের সংখ্যা গত বছরের তুলনায় ৯৫ শতাংশ বেড়েছে। বহুল পরিচিত ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্যের ঊর্ধ্বগতি ক্রিপ্টো ধনীদের সংখ্যা বাড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে। মূলত বিটকয়েন এক্সচেঞ্জ-ট্রেডেড ফান্ড (ইটিএফ) এবং অন্যান্য ক্রিপ্টো পরিসম্পদের মূল্য বাড়ায় ব্লকচেইনভিত্তিক ডিজিটাল মুদ্রার মালিকদের সংখ্যা বাড়ছে। সম্প্রতি নিউ ওয়ার্ল্ড ওয়েলথ এবং হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদন অনুসারে, গত বছর ৮৮ হাজার ২০০ জন ব্যক্তি ১০ লাখ ডলারের বেশি ক্রিপ্টো পরিসম্পদের মালিক ছিলেন। চলতি বছর তা বেড়ে ১ লাখ ৭২ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এর মধ্যে শুধু বিটকয়েন মিলিয়নেয়ারের সংখ্যা দ্বিগুণ বেড়ে ৮৫ হাজার ৪০০ জনে পৌঁছেছে। সব স্তরে বেড়েছে ক্রিপ্টো ধনীদের সংখ্যা। প্রতিবেদন অনুসারে, বর্তমানে ১০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো সম্পদধারী ৩২৫ জন এবং ক্রিপ্টো বিলিয়নেয়ার আছেন ২৮ জন। ক্রিপ্টো ইটিএফের মূল্যবৃদ্ধি ক্রিপ্টো ধনীদের সংখ্যা বাড়ার পেছনের ভূমিকা রেখেছে। জানুয়ারিতে বিটকয়েন ইটিএফ চালু হওয়ার পর দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে এতে ৫০ বিলিয়ন ডলারের বেশি পরিসম্পদ বিনিয়োগ করা হয়েছে। ইটিএফের সাফল্যের কারণে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আগ্রহী হয়ে উঠেছে। এতে তাদের অংশগ্রহণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। হেনলি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, বিটকয়েনের দাম চলতি বছর ৪৫ শতাংশ বেড়ে প্রায় ৬৪ হাজার ডলারে পৌঁছেছে। একই সময়ে অন্য কয়েনগুলোর দাম বাড়ায় ক্রিপ্টো পরিসম্পদের বাজারমূল্য বেড়ে ২ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছে। গত গ্রীষ্মকালেও বাজারমূল্য ছিল ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। নিউ ওয়ার্ল্ড ওয়েলথের গবেষণা প্রধান অ্যান্ড্রু আমোইলস জানান, ‘গত বছর ক্রিপ্টো বিলিয়নেয়ারের তালিকায় নতুন ছয়জনের মধ্যে পাঁচজনের উঠে আসার পেছনে বিটকয়েনের দাম বাড়ার ভূমিকা ছিল। এটি বিনিয়োগকারীদের মধ্যে বিটকয়েনের দীর্ঘমেয়াদি প্রভাবের বিষয়টি তুলে ধরে।’ এর আগে ২০২১ সালের নভেম্বরে ক্রিপ্টো সম্পদের বাজারমূল্য ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরপর মার্কেটে ধস নামে। এখনো অনেক ক্রিপ্টো পরিসম্পদের মূল্য ২০২১ সালের সর্বোচ্চ স্তরের নিচে রয়েছে। শুধু বিটকয়েনের দাম বেড়ে তিন বছর আগের স্তরে পৌঁছেছে। তবে ক্রিপ্টো নিয়ে ব্ল্যাকরক ও ফিডেলিটির মতো বড় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর আগ্রহ বেড়েছে। প্রতিষ্ঠানগুলো এতে বিনিয়োগ বাড়াচ্ছে। এতে সহায়তা করছে ব্রোকার নেটওয়ার্ক মরগান স্ট্যানলিও। ফলে উল্লেখযোগ্য পরিমাণ ক্রিপ্টোর মালিকরা আরো বেশি সম্পদ অর্জনের সুযোগ পেতে পারেন। সিএনবিসি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেয়েছে ঢাকাই সিনেমা 'প্রিয় মালতি'
মাগুরায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ
ফরিদগঞ্জে গৃহবধূ আসমার লাশ গোসলের সময় দেখা যায় আঘাতের চিহ্ন, দুই দেবর পলাতক
নির্মাণকাজে গুণগতমান নিশ্চিতের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না- খুবি উপাচার্য
অন্তর্বর্তী সরকারের দুর্বলতাই কি দেশে ফেরাবে শেখ হাসিনাকে?
নিয়মিত শিক্ষার্থীদের ই সাংগঠনিক কাঠামোতে রাখা হবে- ছাত্রদল সম্পাদক নাছির
বিশ্বনাথ পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতির রিমান্ড মঞ্জুর
বোয়িং ধর্মঘটের সমাপ্তি,কর্মীরা ৩৮% বেতন বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানালেন
গুম কমিশনে জমা পড়েছে ১৬০০ অভিযোগ
তাবলিগের বিরোধের কারণ সরকারের বোঝা দরকার : নেয়ামাতুল্লাহ ফরিদি
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোট দেয়া ও গণনা হয় যেভাবে !
সোহরাওয়ার্দী উদ্যানের কয়েক কিলোমিটার জুড়ে শুধুই আলেম-ওলামা
কান্নায় রয়েছে যেসব উপকারিতা
জাতিসংঘের বিশেষায়িত সংগঠন ‘ইউএনআরডাব্লিউএ' এর সাথে সম্পর্ক ছিন্ন করলো ইসরাইল
দিনাজপুরের খানসামায় ১১ বছর আগের চাঁদাবাজি ও বিএনপি'র কার্যালয় ভাংচুরের মামলা
চাঁদপুরে ডিম ছাড়ার পর ইলিশের গবেষণা
নিষেধাজ্ঞা শেষ পদ্মা নদীতে ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা
বগুড়ায় ২০ টাকায় পঁচা পেয়াজ কিনে ৮০ টাকায় বিক্রি, কেজিতে লাভ ৬০ টাকা
আন্দোলনে বিরোধীতা ও ছাত্রলীগের পক্ষ নেয়ায় জবি শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা
ইরানের স্যাটেলাইট ‘কোসর ও হুদহুদ’ উৎক্ষেপন করবে রাশিয়া