সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ এএম
ভূমি দখল
ইনকিলাব ডেস্ক : ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটা হলো ফিলিস্তিনের বাত্তির। সেখানকার জলপাই বাগান এবং আঙুরক্ষেতের জন্য পরিচিত এই গ্রাম। এখানে প্রাকৃতিক ঝর্ণার পানি ব্যবহার করা হয় সেচের কাজে। কয়েক শতাব্দী ধরে এইভাবেই জীবন বয়ে চলেছে সেখানে। প্রকৃতির কোলঘেঁষা এই গ্রামই অধিকৃত ‘ওয়েস্ট ব্যাঙ্ক’ বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ‘ফ্ল্যাশপয়েন্টে’ পরিণত হয়েছে। ইসরাইল এখানে একটা নতুন ইহুদি বসতি স্থাপন বা ভূমি দখল ‘সেটলমেন্ট’-এর অনুমোদন দিয়েছে। এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই নতুন ইসরাইলি ফাঁড়িও স্থাপন করা হয়েছে। রয়টার্স।
মিগ-২৯ বিধ্বস্ত
ইনকিলাব ডেস্ক : ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানে ওই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সোমবার রাতে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, দুর্ঘটনার পর পাইলট নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে পেরেছেন। ভারতের বিমান বাহিনী জানায়, কারিগরি ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। কর্মকর্তারা জানান, আবাসিক এলাকার কাছে সোমবার রাত ১০টার দিকে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। এনডিটিভি।
অভিযোগ গঠন
ইনকিলাব ডেস্ক : গত ৭ অক্টোবরে ইসরাইলে হামলা এবং সেটির পরিকল্পনা, সমর্থন এবং নির্দেশ প্রদানের জন্য গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের বর্তমান প্রধান ইয়াহিয়া সিনওয়ারসহ গোষ্ঠীটির শীর্ষ পর্যায়ের ৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সিনওয়ার ব্যতীত হামাসের বাকি যে ৫ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়েছে, তাদের তিন জনই ইতোমধ্যে নিহত হয়েছেন। এরা হলেন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, গোষ্ঠীটির সামরিক শাখার সাবেক প্রধান কমান্ডার মোহাম্মদ দেইফ এবং ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা। রয়টার্স।
৩৪ মাসে সর্বনিম্নে
ইনকিলাব ডেস্ক : পণ্য রফতানি বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমার ক্ষেত্রে একই মাসে রেকর্ড গড়েছে তুরস্ক। দেশটি গত মাসে রেকর্ড ২ হাজার ২১০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে, যা ২০২৩ সালের আগস্টের তুলনায় ২ দশমিক ৪ শতাংশ বেশি। একই সময়ে বাণিজ্য ঘাটতি ৩৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। এসব তথ্য জানিয়েছেন তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমের বোলাত। এক ঘোষণায় সোমবার তিনি আরো জানান, রেকর্ড-ব্রেকিং রফতানির পাশাপাশি একই মাসে তুরস্কের বাণিজ্য ঘাটতির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এ সময় ঘাটতির পরিমাণ ছিল ৪৯০ কোটি ডলার, যা ৩৪ মাসের মধ্যে সর্বনিম্ন। আনাদোলু।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টিউলিপকে বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধীদলীয় নেতার
দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয় অভিজ্ঞতা’ লস অ্যাঞ্জেলেসের বাসিন্দাদের
হামাসের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গাজায় চার ইসরাইলি সেনা নিহত
শতাধিক পণ্য ও সেবায় সরকার ভ্যাট বাড়ানোর পথ বেছে নিলো কেন
আজ বায়ুদূষণের শীর্ষে ঘানার আক্রা, ঢাকার অবস্থান তৃতীয়
ডাকসু নির্বাচন : ছাত্রদলের সঙ্গে শিবির-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান
লন্ডনে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া, অবস্থার দ্রুতই উন্নতি
এবার নির্বাচন কমিশনের ডিসপ্লে বোর্ডে ভেসে উঠল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’
এবার মার্কিন পণ্যের ওপর ‘প্রতিশোধমূলক’ শুল্ক আরোপের ঘোষণা কানাডার
ফ্রান্সের বিরুদ্ধে আলজেরিয়ার তথ্য বিভ্রান্তির অভিযোগ, কূটনৈতিক উত্তেজনা বাড়ছে
আজ গরম চা দিবস
এলিফেন্ট রোডে ব্যবসায়ীকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কোপ, ভিডিও ভাইরাল
গাজায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার অবিস্ফোরিত বোমা
জ্যাক স্মিথ বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে
লস অ্যাঞ্জেলেসে দাবানল, আগুনের বিরুদ্ধে দমকল বাহিনীর মরিয়া লড়াই
হাসিনাকে যে কারণে বাংলাদেশের কাছে হস্তান্তর করতেই হবে ভারতকে: তুর্কি গণমাধ্যমের বিশ্লেষণ
সিরিয়ার স্থিতিশীলতা নিয়ে আলোচনায় সউদী আরবে বৈঠক
ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহত আরও ৩২, মানবিক সংকট চরমে
চাটমোহর পৌর বিএনপির কাউন্সিলে আরশেদ-তাইজুল-সিন্টু নির্বাচিত