হামাস নেতাদের সাথে আঙ্কারায় তুর্কি গোয়েন্দা প্রধানের বৈঠক
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৫ এএম
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন তুর্কি গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন। গত শুক্রবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ওই বৈঠকে তারা গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছেন।
তুর্কি নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে টিআরটি হেবার জানিয়েছে, তুরস্কের ন্যাশনাল ইন্টিলিজেন্স এজেন্সির প্রধান ইব্রাহিম কালিন হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন। তবে প্রতিনিধি দলের সদস্য কারা ছিলেন, তা প্রকাশ করা হয়নি।
গাজায় প্রায় এক বছর ধরে সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এ সময়ের মধ্যে মাত্র একবার সাতদিনের জন্য যুদ্ধবিরতি হয়েছে। সংঘাত শুরুর দুই মাসের মাথায় গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে ওই যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর নতুন যুদ্ধবিরতির জন্য আলোচনা অব্যাহত থাকলেও এখন পর্যন্ত তা সফল হয়নি। গাজা যুদ্ধ নিয়ে তুরস্কের গোয়েন্দা সংস্থা হামাস, ইসরাইল, কাতার ও যুক্তরাষ্ট্রসহ সকল পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে ব্যাপক কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছে সংস্থাটি।
ইসরাইলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় হস্তক্ষেপ করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানানোর পর এ বৈঠকের আয়োজন করা হয়। এর আগে উচ্চপর্যায়ের হামাস সদস্যরা দোহায় কাতারের প্রধানমন্ত্রী এবং মিসরের গোয়েন্দাপ্রধানের সাথে বৈঠক করেন।
তুরস্কের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, বৈঠকে হামাস কর্মকর্তারা ইতিবাচক ছিলেন। তারা আলোচনার ব্যাপারে গঠনমূলক মনোভাব প্রদর্শন করেন। তারা জানান, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরাইল নতুন নতুন শর্ত চাপিয়ে দেয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইসরাইলের কারণে আলোচনা জটিল হচ্ছে।
ইসরাইল ও তুরস্কের মধ্যে বৈরী মনোভাবের মধ্যেও এই কূটনৈতিক উদ্যোগ দেখা গেল। গত সপ্তাহেও তুরস্ক আহ্বান জানিয়েছিল ইসরাইলের বিরুদ্ধে একটি ‘ইসলামি জোট’ গঠন করার। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের নেতৃত্বাধীন তুরস্ক হামাসের ব্যাপারে সহানুভূতিশীল।
এদিকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে। নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করেই চলেছে ইসরাইলি দখলদার বাহিনী। গতকাল ৩৪৫তম দিনের মতো হামলা চলেছে। এর আগে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বরতায় অন্তত ২৪ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য মতে, ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪১ হাজার ২০৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩৩৭ জনে। নিখোঁজ রয়েছে ১০ হাজার মানুষ যারা নিহত হয়েছে বলে ধরে নেয়া হয়। আহতদের মধ্যে ২২ হাজারের বেশি পঙ্গু হয়ে গেছে। সূত্র : আল-জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল
বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!
বাগেরহাটে জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল
অল্পতেই শেষ পাকিস্তানের ইনিংস
খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী ২৮ ডিসেম্বর
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
পেকুয়ায় আগামীকাল বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল
‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সেনাবাহিনী দিয়ে তদন্ত কমিটি গঠন করুন’
শ্রীনগরে বিদুৎপৃষ্ট হয়ে রং মিস্ত্রির মৃত্যু
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে সিলেট এমসি কলেজে মানববন্ধন
সোনা চোরাচালানের দায়ে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান জব্দ
রাজশাহী বাঘায় পদ্মা নদীতে ধরা পড়লো সাড়ে এগারো কেজি বাঘাইড় মাছ
চ্যাম্পিয়ন্স লিগে সিটির খেলা নিয়ে শঙ্কিত গুয়ার্দিওলা
সুশীলগিরি ছেড়ে দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসতে হাসনাতের আহ্বান
গোয়ালন্দে চুরির সন্দেহে ব্যবসায়ীর ১০টি গরু থানায়!
সচিবালয়ে অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত হতে হবে: রিজওয়ানা হাসান