ভারতে শেখ হাসিনার স্ট্যাটাস জানা নেই -পররাষ্ট্র উপদেষ্টা
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭ এএম
পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের অফিসিয়াল স্ট্যাটাস আমাদের জানা নেই। আমি অফিসিয়ালি তাদের কিছু বলিনি।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, জুলাই গণহত্যার তথ্যানুসন্ধানে জাতিসংঘের কাজে হস্তক্ষেপ করবে না সরকার। মঙ্গলবার নিজ কার্যালয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান তিনি।
হাসিনার ভারতে ৪৫ দিন অবস্থান হতে চলেছে। আমরা কী তার অবস্থানের স্ট্যাটাস জানতে চেয়েছি- এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, দেখুন সবকিছুই আইন দিয়ে চলে না। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিন থেকে আছে। তখন ৪৫ দিনের মধ্যেই কী তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে। তার অফিসিয়াল স্ট্যাটাস কী আমরা জানি- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না আমরা জানি না। যেটুকু বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সেটুকুই। আমি অফিসিয়ালি তাদের কিছু বলিনি।
অন্যদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন সম্পর্কে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের যারা এসেছেন, তারা কাজ শুরু করেননি এখনও; শুরু করবেন। সপ্তাহখানেক ঢাকায় কাজ করবে এ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। তারা আসলে প্রচার এড়িয়ে চলতে চান। কাজ শেষ করার আগে কিছু বলতে চান না তারা। কাজের মাঝে কোনো কমেন্টস মাঝখানে আসুক, তারা তা চান না। তিনি বলেন, আমরাও চাইছি, একটা সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক। আমরা হস্তক্ষেপ করবো না। তাদের কোনো সহযোগিতা লাগলে; মনে করেন কোনো এক জায়গায় গেলে নিরাপত্তার ব্যবস্থা করা, তাদের থাকার ব্যবস্থা করা, এরকম সব সাহায্য করতে আমরা রাজি আছি; এটুকু তাদের বলেছি।
তবে সরকারেরে সহযোগিতার বিষয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলটি এখনও কিছু জানায়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, সহযোগিতার বিষয়ে এখনও পর্যন্ত তারা আমাদের কিছু বলেনি। তারা আসলে আগে থেকে কিছু বলবেও না। কোনো এক জায়গায় যাবে, তখন যাওয়ার জন্য যদি লজিস্টিকের প্রয়োজন হয় সেটা হয়তো চাইবে। কিন্তু তারা হয়তো নিজেরা পারবে বলে মনে করছে। প্রয়োজন হলে আমাদের সাহায্য চাইবে। জুলাই-আগস্টে হওয়া নৃশংসতার তদন্তে বর্তমানে ঢাকায় রয়েছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের পাঁচ সদস্য। আরও তিন সদস্য খুব শিগগিরই ঢাকায় আসার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, প্রাথমিকভাবে বাংলাদেশে চার সপ্তাহ অবস্থান করবে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল। তদন্তের জন্য প্রয়োজনে আরও কয়েকদিন তারা থাকতে পারেন। তথ্যানুসন্ধান দলটি গত জুলাই ও আগস্টের শুরুর দিকে বাংলাদেশে ঘটে যাওয়া মানবতাবিরোধী অপরাধ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করবে। তবে, তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের আগে অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন আগামী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হতে পারে।
জানা গেছে, যেসব জায়গায় বিক্ষোভ, অসন্তোষ ও সহিংসতার ঘটনা ঘটেছে সেসব জায়গায় তদন্ত করতে যাবেন তথ্যানুসন্ধান দলের সদস্যরা। সাক্ষ্য গ্রহণ ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য ঢাকা ও ঢাকার আশপাশের কিছু এলাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের অন্তত আটটি বিভাগীয় ও জেলা শহর নির্বাচন করা হয়েছে।
তদন্তে যে ১৫ ধরনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়কে বিবেচনায় নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে, মানবতাবিরোধী অপরাধ, নিরাপত্তা বাহিনীর হাতে বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক ও বেসরকারি পক্ষগুলোর মাধ্যমে হত্যা ও নির্যাতন, জনশৃঙ্খলা প্রতিষ্ঠার নামে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ, নিবর্তনমূলক আটক ও গ্রেপ্তার, গুম, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রাখা, সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি।
প্রসঙ্গত, জুলাই-আগস্টের নৃশংসতার তদন্তের জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রুরি ম্যানগোভেনের নেতৃত্বে তিন সদস্যের একটি অগ্রবর্তী দল ২২ থেকে ২৯ আগস্ট ঢাকা সফর করেছিল। আট দিনের এ সফরে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা, রাজনীতিবিদ, ছাত্র আন্দোলনের নেতা, বিক্ষোভ-সহিংসতার শিকার ব্যক্তিদের পাশাপাশি নাগরিক সমাজসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দলটি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ভোলায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হামলা
ভাবনার দিক দিয়ে রাজনৈতিক দলগুলোর ব্যবধান ঘটে গেছে
ইতিহাসে প্রথমবারের মতো বিমানের মাসিক বিক্রয় ৯০০ কোটি টাকা ছাড়ালো
ফরিদপুরের বাড়িতে এসে পৌঁছেছে মামা-ভাগ্নের লাশ
সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন টেটা বৃদ্ধ, আহত ১০
হাসিনাকে কি বাংলাদেশে নির্বাসিত করা হবে?
জকিগঞ্জে উপজেলা প্রশাসনের সেবা সহজীকরণ অনুষ্ঠান
লাকসামে বিএনপির আজিম-কালাম গ্রুপ মুখোমুখি: ককটেল বিস্ফোরণ, অস্ত্রের মহড়া
ভুয়া পেইজে ঢাবি প্রশাসনসহ অনেকের বিরুদ্ধে অপপ্রচার, এডমিন ঢাবি ছাত্রদল নেতা
ইটনায় বিএনপির স্বাধীনতার বিজয় উৎসবে নেতাকর্মী ও জনতার ঢল এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ ভোট পাবে: ফজলুর রহমান
ব্যান্ড সঙ্গীত ও বাইকপ্রেমীদের জন্য সুজুকি ও আর্টসেলের নতুন মিউজিক ভিডিও
বিএনপি সকল ধর্ম -বর্ণ-গোত্রের দল : প্রিন্স
বিয়ের করার সময় যে সমস্ত খেয়াল রাখা প্রসঙ্গে।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
`আগামী নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে'
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্যের বিরুদ্ধে দুদকের মামলা
‘বিক্ষোভ আর কালো পতাকায়’ রূপসী বাংলা এক্সপ্রেস বরণ!
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ২৬ নারী-পুরুষ ও শিশু
লৌহজং উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ হোসেন ইমন গ্রেফতার