লেবাননে পেজার বিস্ফোরণে ১২ জন নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম
লেবাননে বিভিন্ন জায়গায় পেজার বিস্ফোরণে দুই হিজবুল্লা সদস্য-সহ ১২ জন মারা গেছেন। দুই হাজার ৭৫০ জন আহত। দুইশ জনের আঘাত গুরুতর। পেজার হলো ছোট একটা ডিভাইস যা যোগাযোগের জন্য ব্যবহার করা হয়। হিজবুল্লা সদস্যরা পেজারের মাধ্যমে বার্তা বিনিময় করেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণ হয়েছে। মৃতদের দু’জন শিশু ও একজন নারী। যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটারি অফ হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ায় ১৪ জন পেজার বিস্ফোরণে আহত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দামাস্কে ১৪ জন পেজার বিস্ফোরণে আহত হয়েছেন, তবে তারা কোথাকার মানুষ তা জানা যায়নি। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটা ইসরাইলের কাজ। তারা ইচ্ছাকৃতভাবে এই ভয়ংকর ঘটনা ঘটিয়েছে। ইসরাইল অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরাইল লড়াইয়ের তীব্রতা বাড়াতে চাইছে।
হিজবুল্লাও এই বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে। তারা বলেছে, এই অপরাধমূলক কাজের জন্য ইসরাইল পুরোপুরি দায়ী। হিজবুল্লাকে যুক্তরাষ্ট্র, জার্মানি এবং বেশ কয়েকটি আরব দেশ সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক হিজবুল্লাকর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে তাদের প্রায় এক বছর ধরে বিরোধ চলছে। তার মধ্যে এটাই হলো সবচেয়ে বড় আক্রমণ।
জানা গিয়েছে, হিজবুল্লাহর কেনা হাজার পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পেজারগুলো (যোগাযোগের যন্ত্র) তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলো কোম্পানির। এই কোম্পানি থেকে পাঁচ হাজার পেজার কিনতে নির্দেশ (ক্রয়াদেশ) দিয়েছিল হিজবুল্লাহ। কয়েকটি সূত্র জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে পেজারের চালানটি লেবাননে পৌঁছায়। লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, উৎপাদন পর্যায়েই পেজারগুলোয় পরিবর্তন এনেছিল ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ। শুধু তাই নয়, মোসাদ যন্ত্রের (পেজার) ভেতরে একটি বোর্ড ঢুকিয়ে দিয়েছিল। এই বোর্ডে বিস্ফোরক উপাদান ছিল। এর একটি সাংকেতিক ভাষা গ্রহণের ক্ষমতা ছিল। যেকোনোভাবেই হোক, এটি চেনা খুব কঠিন। এমনকি কোনো যন্ত্র বা স্ক্যানার দিয়েও ধরা পড়ে না।
এই সূত্রটি আরও জানিয়েছে, তিন হাজার পেজার বিস্ফোরিত হয়েছে, সেগুলো বিস্ফোরণের আগে সাংকেতিক বার্তা পাঠানো হয়েছিল। আর এই কারণে বিস্ফোরকগুলি সক্রিয় হয়ে ওঠেছিল। এর ফলেই বিস্ফোরন ঘটে। নতুন পেজারগুলোর মধ্যে তিন গ্রাম পর্যন্ত বিস্ফোরক লুকানো ছিল বলে জানা গিয়েছে। যদিও এই নিয়ে মুখ খুলেছে গোল্ড অ্যাপোলো কোম্পানির প্রতিষ্ঠাতা হসু চিং-কুয়াং। তিনি জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর কাজে ব্যবহৃত পেজারগুলো তার কোম্পানি তৈরি করেনি। এগুলো তৈরি করেছে ইউরোপীয় একটি প্রতিষ্ঠান। এটির (ইউরোপীয় একটি প্রতিষ্ঠান) তাইপেভিত্তিক গোল্ড অ্যাপোলোর ব্র্যান্ড ব্যবহারের অনুমতি দেয়া ছিল।
যদিও ইউরোপীয় কোম্পানিটির নাম জানায় নি কুয়াং। বুধবার (১৮ সেপ্টেম্বর) তিনি জানান, ‘পণ্যটি (পেজার) আমাদের নয়। সেখানে আমাদের ব্র্যান্ডের নামটি বসানো হয়েছে শুধু।’ অন্যদিকে হিজবুল্লাহ পেজার বিস্ফোরণের জন্য ইসরাইলকে দায়ী করেছে। ইসরাইলের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারিও দিয়েছে। যদিও বিস্ফোরণের ঘটনা নিয়ে কোন মন্তব্য করে নি ইসরাইলি সেনাবাহিনী।
লেবাননের নিরাপত্তা সূত্র পেজারের এপি ৯২৪ মডেলের একটি ছবি চিহ্নিত করেছে। এটি দেখতে অন্য পেজারের মতোই। তারহীন এই যন্ত্রে বার্তা আসে, তা দেখা যায়। কিন্তু এই যন্ত্রের মাধ্যমে ফোন করা যায় না। ইসরাইল যেন হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান শনাক্ত করতে না পারে, সে জন্য যোগাযোগের একটি মাধ্যম হিসেবে গোষ্ঠীটি পেজার ব্যবহার করে আসছে। হিজবুল্লার তরফে এই বিস্ফোরণের জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার নিয়েছে। একটি বিবৃতি জারি করে সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, এই হামলার জন্য ‘ন্যায্য শাস্তি’ পাবে ইসরাইল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই ব্যাপারে আগে থেকে কিছুই জানত না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমি এটা বলতে পরি, এর সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো যোগ নেই। আমরা আগে থেকে এই ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না।’ মিলার বলেছেন, ‘আমরা ইরানের কাছে আবেদন জানাচ্ছি, তারা যেন কোনো ঘটনার সুবিধা না নেয়।’ জাতিসংঘের মুখপাত্র বলেছেন, লেবাননে যা হয়েছে, তা উদ্বেগজনক। এর ফলে সংঘাত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই ঘটনার তীব্র নিন্দা করছে। সূত্র : নিউইয়র্ক টাইমস, এএফপি, রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজার হাসপাতাল ও ত্রাণ বহরে ইসরায়েলি হামলা, নিহত আরও ৫৮ ফিলিস্তিনি
অত্যাধুনিক যুদ্ধবিমানের বিশাল বহর কিনছে পাকিস্তান, ছাড়িয়ে যাবে ভারতকেও
১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
সাতক্ষীরা কালিগঞ্জে পটল চাষে বাম্পার ফলন
গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মর্মান্তিক মৃত্যু
শাহরাস্তিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু
পাকিস্তানে অবশেষে সরকার ও বিরোধী দলের আলোচনা শুরু
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪