নির্বাচনী প্রচারে ট্রাম্পের চেয়ে তিনগুণ বেশি ব্যয় করেছেন কমলা হ্যারিস
২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় আগস্ট মাসে প্রায় তিনগুণ বেশি অর্থ ব্যয় করেছেন। ফেডারেল ইলেকশন কমিশনে জমা দেয়া আর্থিক বিবরণীতে এ তথ্য উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আগস্ট মাসে হ্যারিস তার প্রচারণায় ১ হাজার ৭৪০ লাখ ডলার ব্যয় করেছেন। বিপরীতে সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রচারণায় ৬১০ লাখ ডলার ব্যয় করেছেন। এ সময়ে হ্যারিস টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর সুবিধা পেলেও বিশেষজ্ঞরা বলছেন, প্রচার ব্যয়ের পরিমাণ নির্বাচনী ফলাফল নিশ্চিত করে না। আগামী ৫ নভেম্বর এ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে। বিভিন্ন জরিপেও দেখা যাচ্ছে যে, তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে। কমলা জুলাই মাসে তার প্রচারণা শুরু করেন। ওই সময় প্রেসিডেন্ট জো বাইডেন তার পুনর্র্নিবাচনের প্রচেষ্টা থেকে সরে আসেন এবং এই প্রতিদ্বন্দ্বিতার জন্য হ্যারিসকে সমর্থন জানান। ২০১৬ সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের তুলনায় কম অর্থ ব্যয় করেও বিজয়ী হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন জরিপে হ্যারিস কিছুটা এগিয়ে থাকলেও, মূলত ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতেই চূড়ান্ত লড়াই হবে। এ রাজ্যগুলোতে দুই প্রার্থীই সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। হ্যারিস ও ট্রাম্প উভয়ের প্রচারণায় আগস্ট মাসে বেশিরভাগ অর্থ ব্যয় হয়েছে বিজ্ঞাপনের পেছনে। এছাড়া মিছিল, ভ্রমণ ও প্রচার কর্মীদের বেতন দেয়ার জন্যও কিছু অর্থ ব্যয় হয়েছে। হ্যারিসের প্রচারণা দল ডেট্রয়েট ইউনিটি ফান্ডে ৭৫ হাজার ডলার অনুদান দেয়, যা মিশিগানের কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে কাজ করে। মিশিগান এবারের নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্য। অর্থ সংগ্রহের দিক থেকেও হ্যারিস এগিয়ে রয়েছেন। আগস্ট শেষে হ্যারিসের প্রচার তহবিলে ছিল ২ হাজার ৩৫০ লাখ ডলার, যা মাসের শুরুতে থাকা অর্থের তুলনায় বেশি। অন্যদিকে, ট্রাম্পের প্রচার তহবিলে মাস শেষে অবশিষ্ট ছিল ১ হাজার ৩৫০ লাখ ডলার। বিশ্লেষকরা মনে করছেন, অর্থ সংগ্রহ ও ব্যয়ের দিক থেকে হ্যারিস এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত ফলাফল নির্ভর করবে ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোর ভোটের ওপর। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত
এবার সাদপন্থিদের ১০ দফা দাবি
সা'দ পন্থীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও আশুলিয়া থানায় স্মারক লিপি প্রদান
লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বাংলাদেশ নিয়ে কটুক্তি করা বিজেপি নেতা শুভেন্দুকে জুতাপেটা
সিকদার গ্রুপের ১৫ প্রতিষ্ঠানের সম্পত্তি ক্রোকের নির্দেশ
শীতের তীব্রতায় বাড়ছে ডায়রিয়ার প্রকোপ,বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা
চিরিরবন্দরে আগাম জাতের আলুর ভালো ফলন ও দাম পেয়ে কৃষকেরা খুশি
‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪’ পেল হংকংয়ে বসবাসরত ১০ বাংলাদেশি নারী
বিডিআর বিদ্রোহ : ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন
মার্কিন সিইও হত্যাকাণ্ড, সামাজিক মাধ্যমে ভুল তথ্যের বিপজ্জনক প্রভাব
গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ
ঝিনাইদহে বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব : উপদেষ্টা আসিফ নজরুল
সান্ধ্য আইন বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নে
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী সরকারের পুনরাবৃত্তি করবে না আশাবাদ রিজভীর
আফগানিস্তানে ফের দূতাবাস চালু করছে সৌদি
হাজারো বিঘা জমিতে পুকুর খনন: ছোট হয়ে যাচ্ছে সালথা-নগরকান্দার মানচিত্র!
প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান, সাদপন্থীদের নিষিদ্ধের দাবি
শুধু মুর্শিদাবাদ-মালদহ নয়, শিলিগুড়িও লক্ষ্যবস্তু