২৪ ঘণ্টায় গাজায় আরো ৫৩ ফিলিস্তিনিকে হত্যা
২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০১ এএম
গাজায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। প্রায় প্রতিদিনই অবরুদ্ধ এই উপত্যকায় ইসরাইলের হামলায় প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। রাফার উত্তরাঞ্চলে একটি বাড়িতে বোমা হামলার ঘটনায় এক নারী এবং তার পাঁচ সন্তান নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর আল জাজিরার।
এদিকে নুসেইরাত শরণার্থী শিবিরে বিমান হামলার ঘটনায় কমপক্ষে দুজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার একটি বাড়িতে বিমান হামলার ঘটনায় একজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। বেইত লাহিয়ায় সামরিক অভিযান চালিয়ে বিশাল এলাকার কৃষি জমি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী। সেখান থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়েছে। এদিকে কাতারের আমির জানিয়েছেন, গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বিভিন্ন দেশের নেতারা গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। প্রায় ১১ মাস ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি সৈন্যরা। গাজা যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৪১ হাজার ৪৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯৬ হাজার ৬ জন। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। সেখানে সংঘাত বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।
এদিকে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, লেবাননে ইসরাইলের তীব্র বোমাবর্ষণে ৫০ জন শিশুসহ কমপক্ষে ৫৬৯ জন নিহত হওয়ার পর জীবন বাঁচাতে হাাজার হাজার মানুষ দক্ষিণ লেবানন থেকে পালিয়েছেন। মিশর, ইরাক এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ‘আগ্রাসনের’ নিন্দা করেছেন এবং সতর্ক করেছেন যে, এটি ‘অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে’। কাতারের আমির বলেছেন যে, ইসরাইল গাজায় গণহত্যা করছে, কারণ অনেক বিশ্ব নেতা তাদের জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ইসরাইলি আগ্রাসনের নিন্দা করেছেন।
লেবাননের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, তার দেশে এখন যা হচ্ছে সেটি কার্যত ‘ব্যাপক হত্যাযজ্ঞ’। সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলের দুইদিনব্যাপী টানা বিমান হামলার কারণে দেশটিতে বিপুল সংখ্যক হতাহত নাগরিককে নিয়ে লেবানিজ হাসপাতালগুলোকে সংগ্রাম করতে হচ্ছে। স্বাস্থমন্ত্রী ডা. ফিরাস আবিয়াদ বিবিসিকে বলেছেন, এটা ‘পরিষ্কার’ যে সোমবারের হামলায় যে সাড়ে পাঁচশো মানুষ নিহত হয়েছেন তাদের অনেকেই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক। ইসরাইল বলেছে, তারা শত শত হেজবুল্লাহ ঘাঁটিতে হামলা করেছে। তাদের অভিযোগ এই গোষ্ঠীটি আবাসিক এলাকায় নিজেদের অস্ত্র লুকিয়ে রেখেছে। মঙ্গলবারের ইসরাইলি হামলায় হেজবুল্লাহর রকেট ফোর্সের প্রধান নিহত হন।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই গোষ্ঠীটিই লেবাননকে ‘খাদের কিনারায়’ নিয়ে গেছে। হেজবুল্লাহ ইসরাইলের উত্তরাঞ্চলে তিনশোর বেশি রকেট হামলা করে হামলার জবাব দিয়েছে এবং এতে ছয় জন আহত হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে। যদিও কোন পক্ষের মধ্যেই পিছিয়ে আসার আগ্রহ দেখা যাচ্ছেনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘ সাধারণ পরিষদে বলেছেন, একটি সর্বাত্মক সংঘাতে যাওয়ার ‘আগ্রহ কারও মধ্যেই নেই’ এবং তিনি সংকটের ‘কূটনৈতিক সমাধান এখনো সম্ভব’ বলে উল্লেখ করেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ‘লেবাননকে আরেকটি গাজায় পরিণত করা বিশ্ব মেনে নিতে পারবে না’ বলে সতর্ক করেছেন। সূত্র : বিবিসি, আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
গোয়ালন্দে প্রতিবন্ধীদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরন
খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জি এম কাদের
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মান
আট বিভাগে একযোগে শুরু হবে জুলাই বিপ্লবের সিনেমা নির্মাণ
সিংগাইরে গৃহবধূর লাশ উদ্ধার
নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস
সরকারি গাছ চুরির অভিযোগে সদরপুরের সাবেক প্যানেল চেয়ারম্যান গ্রেফতার
নারায়ণগঞ্জে আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খানসহ সকল আসামি খালাস
ধামরাইয়ে ছাত্র হত্যা মামলায় ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
কিশোরগঞ্জে ইট উৎপাদনে উন্নত প্রযুক্তি সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
কোনো বন্ধুরাষ্ট্র জনগণের হত্যাকারীকে আশ্রয় দিতে পারে না : দুদু
রিয়েলমি সি৭৫ এর কার্যক্ষমতা দেখার সুযোগ পেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা
রাবি কর্মকর্তা দাবি, বন্দুকের নল ঠেকিয়ে বাতিল করা হয়েছে আমাদের ন্যায্য সুবিধা
ট্রাইব্যুনালের মূল ভবন উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
মোরেলগঞ্জে কৃষি অফিসে দুদকের অভিযান
কাজী জাহিদ ইকবাল খিলখিলের ইন্তেকাল
পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে মৃত্যু এক শুঁটকি পল্লীর জেলে
লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
লক্ষ্মীপুরে ফার্মেসীতে অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় ১০০