লেবানন ছেড়েছে ১৩ হাজার ৫০০ সিরিয়ান শরণার্থী
২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ এএম
লেবাননে সর্বাত্মক আক্রমণ অভিযান শুরু করেছে ইসরাইল। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানে ইসরাইলি বাহিনী বিমান হামলা, কামান ও রকেট হামলা চালাচ্ছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, হিজবুল্লাহর ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তবে লেবাননের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এসব হামলায় এখন পর্যন্ত ৬২০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এদিকে বৃহস্পতিবার চালানো এক হামলায় হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। এর আগে, লেবানন-ইসরাইল সংঘাত বন্ধে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্রসহ দেশটির কয়েকটি পশ্চিমা ও আরব মিত্র। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ইসরাইলি সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাতজও জানিয়েছেন, লেবাননে কোনো ধরনের যুদ্ধবিরতি হবে না। তিনি বলেন, ‘বিজয় অর্জনের আগ পর্যন্ত সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকবে। যেন উত্তরের (ইসরাইলের) বাসিন্দারা নিরাপদে তাদের বাড়িতে ফিরে যেতে পারে।’
ওদিকে ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হালেভি সেনাসদস্যদের উদ্দেশে বলেছেন, হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ব্যাপক বিমান হামলা তাদেরকে দেশটিতে প্রবেশের সুযোগ করে দিতে পারে। তার এ বক্তব্য লেবাননে ইসরাইলি স্থল অভিযানের ইঙ্গিত বহন করছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইল গাজায় হামলা শুরুর পর থেকেই হামাসের সমর্থনে ইসরাইলের উত্তরাঞ্চলের বসতিতে হামলা চালাতে শুরু করে হিজবুল্লাহ। হামলার তীব্রতায় ইসরাইল তাদের ৭০ হাজার বাসিন্দাকে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয়। এখনো তারা বাস্তুচ্যুত অবস্থাতেই রয়েছে।
এদিকে লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাম মাওলাভি বলেছেন, ইসরাইলি বিমান হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ১৩ হাজার ৫০০ সিরীয় নাগরিক লেবানন ছেড়ে সিরিয়ায় গেছে। বৃহস্পতিবার রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। লেবাননে ১৮ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। এদের মধ্যে প্রায় ৯ লাখ জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে নিবন্ধিত।
মাওলাভি বলেন, চলমান ইসরাইলি হামলার কারণে প্রায় ৭০ হাজার ১০০ জন সিরীয় শরণার্থী লেবাননের ৫৩৩টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তিনি যোগ করেছেন, পূর্ব লেবাননের বেকা অঞ্চলেও সিরিয়ানদের জন্য নির্ধারিত আশ্রয়কেন্দ্র রয়েছে।
লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলমান ইসরাইলি হামলায় কমপক্ষে ৬৪০ জন লেবানিজ নিহত এবং ২ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছে। ২৩ সেপ্টেম্বর, সোমবার থেকে এই হামলা শুরু করেছে ইসরাইল।
এদিকে বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়াও নয়টি দেশ ইসরাইল এবং হিজবুল্লাহকে ২১ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য আহ্বান জানিয়েছে। এর ফলে লেবানন এবং ইসরাইলের মধ্যে আন্তঃসীমান্ত উত্তেজনা হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি জানাতে অস্বীকার করেছেন। তিনি তার সেনাবাহিনীকে পূর্ণ শক্তি দিয়ে লেবাননে হামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, লেবাননের পাশাপাশি গাজা উপত্যকায়ও যুদ্ধ অব্যাহত থাকবে। যতক্ষণ না যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জিত হচ্ছে ততক্ষণ লড়াই চলবে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু করে ইসরাইল। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হিজবুল্লাহ এবং ইসরাইলি বাহিনী আন্তঃসীমান্ত সংঘর্ষে লিপ্ত রয়েছে। ১১ মাসের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে ৪১ হাজার ৫০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই নারী এবং শিশু। সূত্র : আনাদোলু এজেন্সি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ