দক্ষিণের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার
১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৪ এএম
কোরিয়ান পিপলস আর্মি (কেপিএ) এই উদ্যোগকে ‘যুদ্ধ প্রতিরোধের জন্য একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে একাধিক উসকানিমূলক ঘটনা ঘটিয়েছে উত্তর কোরিয়া। দুই দেশের সম্পর্কও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে রয়েছেÑ ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে শুরু করে শত শত আবর্জনা ভর্তি বেলুন উত্তর কোরিয়ার দক্ষিণ সীমান্তে পাঠানো। দুই দেশের মধ্যে সব ধরনের সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করার উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্ত সব সড়ক ও রেলপথ বন্ধ করার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় আজ বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে পিয়ংইয়ং। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ সীমান্ত স্থায়ীভাবে বন্ধ ও অবরুদ্ধ করার মাধ্যমে নিজের অংশের এলাকাগুলোকে আরো সুরক্ষিত করবে উত্তর কোরিয়া। কোরিয়ান পিপলস আর্মি (কেপিএ) এই উদ্যোগকে ‘যুদ্ধ প্রতিরোধের জন্য একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, দক্ষিণ কোরিয়ায় যুদ্ধ মহড়া এবং ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের ঘন ঘন উপস্থিতির প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে। এই ঘোষণা মূলত পিয়ংইয়ংয়ের একটি প্রতীকী পদক্ষেপ। কারণ, উত্তর কোরিয়া থেকে দক্ষিণে যাতায়াতের সড়ক ও রেলপথ প্রায়ই ব্যবহার করা হয় না, এবং গত বছর উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ ধাপে ধাপে সেগুলো ভেঙে ফেলেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে একাধিক উসকানিমূলক ঘটনা ঘটিয়েছে উত্তর কোরিয়া। দুই দেশের সম্পর্কও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনাগুলোর মধ্যে রয়েছে— ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে শুরু করে শত শত আবর্জনা ভর্তি বেলুন উত্তর কোরিয়ার দক্ষিণ সীমান্তে পাঠানো। উল্লেখ্য, ২০২৩ সালের শুরুতে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ঘোষণা করেছিলেন যে, তিনি আর দক্ষিণের সঙ্গে পুনর্মিলনের প্রচেষ্টা চালাচ্ছেন না। আর এর মাধ্যমেই কোরীয় উপদ্বীপে পুনরায় যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। অপর এক খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হায়ুন দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীর পাশে থেকে তাদের হয়ে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা। কিম ইয়ং-হায়ুন মঙ্গলবার জানিয়েছেন, তিনি ইউক্রেনীয় মিডিয়ার একটি রিপোর্ট দেখেছেন, যেখানে ৩ অক্টোবর দোনেৎস্কের কাছে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। তাদের উত্তর কোরিয়ার সেনা হওয়ার সম্ভাবনা প্রবল। এই অভিযোগ পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে সম্পর্ক জোরদারের চুক্তির প্রেক্ষাপটে এসেছে। এর আগে থেকেই অভিযোগ ছিল যে, উত্তর কোরিয়া রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করছে। তবে এই অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বরাবরই অস্বীকার করেছেন। প্রতিরক্ষামন্ত্রী কিম আরও জানান, পরিস্থিতি যাচাই করা হচ্ছে এবং ইউক্রেনে উত্তর কোরিয়ার অফিসার ও সেনা হতাহতের ঘটনা সত্য হওয়ার সম্ভাবনা খুব বেশি। এমনকি উত্তর কোরিয়া আরও সেনা পাঠাতে পারে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। এটি রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে পারস্পরিক সামরিক চুক্তির অংশ হতে পারে, যা সেনা আদান-প্রদানের সুযোগ তৈরি করছে। রয়টার্স।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা