সাগরতল দিয়ে অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে যাবে সৌরবিদ্যুৎ
২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০৩ এএম
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে সমুদ্রতলে ৪ হাজার ৩০০ কিলোমিটার কেবলের মাধ্যমে সৌরবিদ্যুৎ আমদানি করবে সিঙ্গাপুর।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চল থেকে সমুদ্রতলে ৪ হাজার ৩০০ কিলোমিটার কেবলের মাধ্যমে সৌরবিদ্যুৎ আমদানি করবে সিঙ্গাপুর। সম্প্রতি এ বিষয়ে শর্তসাপেক্ষে এশিয়ার দেশটির অনুমোদন পেয়েছে সান কেবল নামের অস্ট্রেলিয়ান কোম্পানি।
সিঙ্গাপুরের বাণিজ্য ও শিল্প বিষয়ক সেকেন্ড মিনিস্টার ট্যান সি লেং সম্প্রতি এক ঘোষণায় প্রকল্পটির বিস্তারিত জানান। এ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২ হাজার ৪০০ কোটি ডলার। চুক্তি অনুসারে, ১ দশমিক ৭৫ গিগাওয়াট সৌরবিদ্যুৎ আমদানি করবে সিঙ্গাপুর।
অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ডারউইন বড় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য পরিচিত। এখানে উৎপাদিত বিদ্যুৎ থেকে ৪ হাজার ৩০০ কিলোমিটার সাবসি কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঞ্চালন লাইনে যোগ হবে।
আমদানীকৃত ১ দশমিক ৭৫ গিগাওয়াট বিদ্যুৎ সিঙ্গাপুরের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ৯ শতাংশের সমতুল্য।
সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল এনার্জি উইকের দ্বিতীয় দিনে এশিয়া ক্লিন এনার্জি সামিটে বক্তৃতা দিতে গিয়ে মন্ত্রী ট্যান সি লেং বলেন, ‘অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মধ্যে আমদানির পরিমাণ ও দূরত্ব বিবেচনা করলে এটি একটি উচ্চাভিলাষী প্রকল্প।’
তিনি আরো জানান, সিঙ্গাপুর সরকার ক্লিন এনার্জি আমদানি প্রকল্প ক্রমে সম্প্রসারণ করবে। এরই মধ্যে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নির্ধারিত সময় গড়িয়ে ২০৩৫ সালের পরেও যেতে পারে।
গত মাসে ক্লিন এনার্জি আমদানির লক্ষ্যমাত্রা ছয় গিগাওয়াটে উন্নীত করে সিঙ্গাপুর, যা ২০৩৫ সালের মধ্যে বিদ্যুতের চাহিদার প্রায় ৩০ শতাংশ হবে। সান কেবল প্রকল্প ছাড়াও ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনামের সঙ্গে ৫ দশমিক ৬ গিগাওয়াট আমদানি চুক্তি স্বাক্ষর করেছে সিঙ্গাপুর।
এক সাক্ষাৎকারে সান কেবলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিতেশ প্যাটেল জানান, ২০৩৫ সালের মধ্যে কোম্পানিটি সিঙ্গাপুরের করপোরেট ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদে ক্রয় চুক্তি স্বাক্ষর করতে চাইছে, যা বড় প্রযুক্তি কোম্পানি থেকে শুরু করে ফার্মাসিউটিক্যালস কোম্পানি পর্যন্ত বিস্তৃত হতে পারে।
প্রথম পর্যায়ে সিঙ্গাপুরে রফতানি করা বিদ্যুৎ ছাড়াও ডারউইনের শিল্পাঞ্চলে ৮০০-৯০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সরবরাহ করবে সান কেবল।
পরিকল্পনা অনুসারে, সান কেবলের সোলার প্লান্টের ধারণক্ষমতা ১৭-২০ গিগাওয়াট-পিকের মধ্যে থাকবে, যা একে ‘বিশ্বব্যাপী নবায়নযোগ্য বিদ্যুতের বৃহত্তম স্থাপনার মধ্যে একটি’ করে তুলেছে।
মন্ত্রী ট্যান সি লেং বলেন, ‘প্রকল্পটি এগিয়ে নিতে, সান কেবলকে প্রযুক্তিগত ও বাণিজ্যিক পরিকল্পনাগুলো আরো যাচাই করতে হবে এবং কেবল অতিক্রম করে আসা দেশগুলোসহ প্রাসঙ্গিক অনুমোদন নিশ্চিত করতে হবে।’
এ প্রকল্পের সাবসি কেবল অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সামুদ্রিক এলাকা অতিক্রম করবে। ২০২১ সালে সান কেবল ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের কাছ থেকে তাদের আঞ্চলিক জলসীমায় সমীক্ষা চালানোর এবং সিঙ্গাপুরের পানির নিচে তারের রুট ম্যাপ করার জন্য অনুমোদন নেয়।
মিতেশ প্যাটেল বলেন, ‘কোম্পানিটি এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ রুটের জন্য সাবসি জরিপ সম্পন্ন করেছে।’
তিনি আশা করেন ২০২৭ সাল নাগাদ কোম্পানিটি সব ধরনের আর্থিক চুক্তি সম্পন্ন করতে পারবে। ততদিনে নির্মাণকাজ শুরু হয়ে যাবে।
এ প্রকল্পের তিনটি পর্যায় রয়েছে ব্যাটারি স্টোরেজ সিস্টেমসহ সোলার ফার্ম নির্মাণ, সোলার ফার্ম থেকে ডারউইন পর্যন্ত ওভারহেড ট্রান্সমিশন লাইন ও ডারউইন থেকে সিঙ্গাপুর পর্যন্ত সাবসি কেবল। এ প্রকল্প বাস্তবায়নে খরচ হবে ২ হাজার ৪০০ কোটি ডলার। এর মধ্যে গত তিন বছরে ১৭ কোটি ডলার বিনিয়োগ হয়েছে বলে জানান মিতেশ প্যাটেল।
উচ্চাভিলাষী প্রকল্পটির সূচনা হয় ২০১৯ সালের প্রথম দিকে, তখনকার লক্ষ্য ছিল ২০২৩ সালের মাঝামাঝিতে মূল নির্মাণপর্বের শুরু। পুরো কাজ সম্পন্ন হবে ২০২৭ সালে। কিন্তু ২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ান মাইনিং ম্যাগনেট অ্যান্ড্রু ফরেস্ট ও টেক ফার্ম অ্যাটলাসিয়ানের সহপ্রতিষ্ঠাতা মাইক ক্যানন-ব্রুকসের মধ্যে তহবিলসংক্রান্ত বিরোধের কারণে সান কেবলের পরিকল্পনা ভেস্তে যায়। পরে একই বছরে ক্যানন-ব্রুকসের গ্রোক ভেঞ্চার্সের একটি কনসোর্টিয়াম কোম্পানিটিকে অধিগ্রহণ করে। অস্ট্রেলিয়ান সরকার গত আগস্টে প্রকল্পটিকে এগিয়ে নিতে ও সিঙ্গাপুরে বিদ্যুৎ রফতানি করার অনুমতি দেয়। সূত্র : দ্য স্ট্রেইটস টাইমস।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক