লেবাননে ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত
২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম
বৃহস্পতিবার রাতে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অন্তত তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। লেবাননের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। যে ভবনে তারা ঘুমাচ্ছিলেন সেখানে মারাত্মক হামলায় আরো কয়েকজন সাংবাদিকরা আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।তবে নিহত সাংবাদিকদের নাম পরিচয় এবং কর্মস্থল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার কয়েক ঘণ্টা আগে লেবানিজ সশস্ত্র বাহিনী (এলএএফ) এর তিনজন সেনা নিহত হয়। আর গত বছরের ডিসেম্বরে ইসরাইলি ট্যাঙ্কের গুলিতে রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহকে হত্যার পর এই প্রথম সাংবাদিক নিহতের হওয়ার ঘটনা ঘটল। এদিকে আল জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হাসবাইয়া এলাকা তুলনামূলকভাবে শান্ত ছিল। এখানে হামলার আগে কোনো সতর্কবার্তাও দেয়নি ইসরাইল। বুধবার পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনালাপে লেবানন সশস্ত্র বাহিনী এবং দেশটিতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরাইলি হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কিন্তু এই ফোনালাপের কয়েক ঘন্টা পর, ইসরাইলি হামলায় তিনজন লেবানিজ সেনা নিহত হয়।যখন তারা অন্য হামলার স্থান থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নিয়ে যাচ্ছিল।
ইসরাইলিরা মার্কিন উদ্বেগকে গুরুত্ব সহকারে নিচ্ছে না বা মার্কিন বার্তা পৌঁছাতে ব্যর্থ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, ‘আমি মনে করি তারা অবশ্যই আমাদের উদ্বেগ শুনেছে এবং তারা বুঝতে পেরেছে। আল আরাবিয়া এক প্রশ্নের জবাবে পেন্টাগন মুখপাত্র আরো বলেন, ‘তারা (ইসরাইল) লেবাননের সশস্ত্র বাহিনী বা শান্তিরক্ষী বাহিনী সেই এলাকায় কাজ করছে কিনা তা বিবেচনা করে এমন অপারেশন পরিচালনা করার প্রয়োজনীয়তা বোঝে।’
এদিকে, ইস্ফাহান প্রদেশে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোজতবা ফাদা বলেছেন, তেহরান ইসরাইলের সাথে সংঘর্ষে লিপ্ত নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত। ‘আজ, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমরা তথাকথিত ইসরাইলকে স্বীকৃতি দিই না এবং আমরা আমেরিকানদের সাথে সরাসরি সামরিক সংঘর্ষে লিপ্ত রয়েছি,’ তাসনিম বার্তা সংস্থা তাকে উদ্ধৃত করে বলেছে। জেনারেলের মতে, ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র লেবাননে গৃহযুদ্ধ শুরু করতে চায়। ‘আমেরিকা এই রক্তাক্ত শাসনকে সমর্থন করার জন্য সমস্ত বিকল্প এবং সংস্থান ব্যবহার করছে, যখন ইহুদিবাদীরা (ইসরাইল) আমেরিকানদের পক্ষে লড়াই করছে,’ আইআরজিসি জেনারেল যোগ করেছেন।
সংঘাত শুরুর পর ৮৯০ ইসরাইলি সেনা-পুলিশ নিহত : লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় নতুন করে পাঁচ ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে। স্থল হামলায় অংশ নিতে লেবাননে যাওয়ার পর গতকাল রাতে হামলার মুখে পড়ে তারা। এতে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি আরও ১৯ সেনা আহত হয়েছে। আহত ১৯ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।
এদিকে, গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৮৯০ জন ইসরাইলি সেনা, পুলিশ কর্মকর্তা ও সুরক্ষা সংশ্লিষ্ট কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত ও ১৩২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলায় কমপক্ষে আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৮৪৭ জনে পৌঁছেছে। এছাড়া এই হামলায় আহতের সংখ্যা প্রায় ১ লাখ ছাড়িয়েছে। মন্ত্রণালয় বলেছে, প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা আরও বেশি। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। সূত্র : তাস, আল-জাজিরা, টাইমস অব ইসরাইল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে- কেন্দ্রীয় শ্রমিক দলের নেতা ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত